আমি ফরেক্স ব্যাবসায় নতুন তাই আমি এখান থেকে এখনো আয় করতে সক্ষম হই নি।আমি আশা করি আগামী মাসেই ট্রেড করা শুরু করব এবং কিছুটা হলেও আয় করতে সক্ষম হবো।কারন ফরেক্স নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি এখান থেকে আয় করব। আমার আয় থেকে লস এর পরিমান বেশি। লোভ কে সংবরন না করতে পারার কারনে। কেও ধৈর্য নিয়ে এবং লোভ না করে সময় নিয়ে ট্রেড করলে লাভ করা কোন বেপার না। আমি বেশির ভাগ সময় লাভ করতে সক্ষম । লাভের ধারা বজায় রাখা সম্ভব হয় না।

