-
না আমি রোবট ব্যবহার কে সমর্থন করি না তার প্রধান কারণ হলো রোবট কিন্তু তৈরি কেরেছে মানুষই। আর তাই আমি একে সমর্থন করি না। যদিও রোবট দিয়ে ট্রেড করলে অনেক সময় সফলতা পাওয়া যায় তবে সেটা সবসময় না। আর যেহেতু রোবট তৈরি থেকে শুরু করে এর সকল পরিচালনা করে মানুষই তাই একে সমর্থন করার কোন মানেই হয় না বলে আমার ধারণা। যদিও আবার অনেকে এটা ব্যবহার করে থাকে তবে এটা ব্যবহারের বিষয় যারযার একান্ত ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে রোবট ব্যাবহার কে ভালো বলে মনে করি না,যদিও রোবট আটো ট্রেড করে।রোবটে লস খুব কম হয়।কিন্তু আপনি যদি রোবট ব্যবহার করে কাজ করতে থাকেন তাহলে আপনার ভিতরে অলসতা কাজ করবে আপনি ভালো কিছু শিখতে পারবেন না।অনেক সময় আছে রোবট ব্যবহার এর ফলে আপনার লস হয়।আপনার একাউন্ট টাকা শুন্য হয়ে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না।
-
আমি রোবট ব্যাবহার কে ভালো বলে মনে করি না,যদিও রোবট আটো ট্রেড করে।রোবটে লস খুব কম হয়।কিন্তু আপনি যদি রোবট ব্যবহার করে কাজ করতে থাকেন তাহলে আপনার ভিতরে অলসতা কাজ করবে আপনি ভালো কিছু শিখতে পারবেন না।অনেক সময় আছে রোবট ব্যবহার এর ফলে আপনার লস হয়।কেননা নিজের কাজ নিজে করা ভাল তাতে নিজেট দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়।
-
আমার মতে ফরেক্স এ সফলতা অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে।রোবট ব্যবহার এর ফলে লস এর পরিমান কমে আসে।
-
আসলে আমি তেমন একটা রোবট ব্যাবহার করি না কিন্তু আমার মারটিংগেল রোবট অনেক ভাল লাগে অনেক দিন আগে আমি ডেমো একাউন্ট এ টেস্ট করেছিলাম এবং এ থেকে আমি অনেক ভাল রেজাল্ট পেয়েছিলাম । আমি মনে করি ভাল রোবট ব্যাবহার করলে আপনি ভাল ফলাফল পাবেন । রোবট বেবহার করতে হলে রোবট এর সম্পুর্ন সেটিং জানুন এবং তারপরে প্রয়োগ করুন।
-
মানুষ তার মস্তিস্ক কে কাজে লাগিয়ে যে কাজ সহজেই করতে পারে মানুষের কোড দিয়ে তৈরী করা একটি রোবট কখনই মানুষ কে সাফল্য বয়ে এনে দিতে পারেনা সকল কাজেই সাফল্যের জন্য পরিশ্রম করতে হয় ফরেক্স রোবট কিছু সময় প্রফিট করে হয়ত দিতে পারে কিন্তূ লস করতে পারে সব সময় তাই রোবট দিয়ে ট্রেড করার চেয়ে নিজের এনালাইসিস দিয়ে ট্রেড করা অনেক বেশি উত্তম।
-
না আমি কখনোই রোবট ট্রেড কে সমর্থন করিনা,আমি ম্যানুয়াল ভাবে ট্রেড নিতে পছন্দ করি,বেশি ভাগ রোবট ভুল সিগন্যাল দিয়ে থাকে,এর ফলে ট্রেডার তাদের ব্যালেন্স হারাই,আমি নিজেও একবার রোবট ব্যবহার করে ৫০০ ডলার লস করেছি,তাই আমি এই টা সমর্থন করিনা।
-
হ্যা ভাই বর্তমান যুগ হল তথ্যপ্রযুক্তির যুগ। তাই এখন আমারা সবাই রোবট সিস্টেমে কাজ/ট্রেডিং করি। কিন্তু রোবট ব্যবহারের আগে আমাদের সবাইকে রোবট সম্পর্কে ধারনা থাকা দরকার। কারণ রোবট ব্যাবহার না জানলে ট্রাডিং এ সমস্যা হতে পারে।
-
ফরেক্স যেহেতু একটি ব্যাবসা। আর এই ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ।
-
আমি রোবট ব্যবহারকে কখনই সমরথন করি না এবং সেই সব ট্রেডারদের জন্য যারা ফরেক্সে একেবারেই নতুন । তাছাড়া রোবটের চেয়ে আমি নিজের অভিজ্ঞতা কেই বেশী উপযোগী বলে মনে করি । তবে হ্যাঁ ভবিষ্যতে আমি আমার স্ট্রেটেজির উপর ভিত্তি করে নিজেই একটি রোবট তৈরি করতে চাই যেটি আমার বিকপ হিসেবে কাজ করবে আমার অনুপস্থিতিতে ।