-
হ্যাঁ আমি আমার আস পাশের সকল মানুষকে ফরেযক্স শিখাতে চাই । কারণ ফরেক্স হচ্ছে এমন একটি ব্যবসা যেটি শিখলে নিজের যেমন জ্ঞানের পরিধি বাড়বে তেমনি অন্যকে শিখালেও নিজের জ্ঞান বাড়বে । তাছাড়া আমাদের দেশ একটি গরিব দেশ । এদেশের মানুষকে যদি ভাল করে ফরেক্স শিখাতে পারি তাহলে তারা নিজেরাই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে ।
-
আমি ফরেক্স মার্কেটে আসার পর থেকে মনে মনে চিন্তা করছি ফরেক্স মার্কেটে সম্পর্কে সবাইকে ধারনা দিতে ফরেক্স সম্পর্কে সবাইকে অবগত করাতে আমি আমার পরিবারকে ফরেক্স সিকাতে চাই এবং পাশাপাশি বন্ধুদের সিখাতে চাই ।কারন ফরেক্স মার্কেট বারিতে বসে টাকা অরজন করা যায়।
-
হ্যাঁ আমি আমার আপন লোকদের ফরেক্স ট্রেডিং শেখাতে চাই। কারণ, এখানে ট্রেড করতে খুব বেশি কিছু লাগে না। ঘরে বসে যে কেউই ট্রেড করতে পারে। এখানে ট্রেড করলে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং বেশি বেশি ডেমো ট্রেডিং করতে হবে এবং সিরিয়াস হয়ে। ধন্যবাদ
-
ফরেক্স অনেক লাভজনক একটা বিজনেস। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকলে অনেক টাকা আয় করা যায়। আমি ফরেক্স থেকে এখন অল্প লাভ করতে পারি। আমি চাই আমার পরিচিতরা ফরেক্স থেকে আয় করুক। তাতে আমার ভালো লাগবে। এই কারনে আমি অন্যদের ফরেক্স শেখাতে চাই। আমি কয়েক জনকে ফরেক্স শিখিয়েছি। আমি বাকিদের ও ফরেক্স শেখাতে চাই।
-
না ভাই, ফরেক্স শেখানো আমার মত ছোট ট্রেডারের পক্ষে সম্ভব না। ফরেক্স এমনিতে একটা খুব কঠিন বিজনেস। এই ব্যবসা শিখতে অনেক সময় লেগে যায়। বলা যায় ফরেক্স শেখা কোন শেষ নেই। যত দিন যাবে ফরেক্স এ নতুন নতুন তত স্ট্রাটেজি আসবে। আর এগুলো আয়ত্ত করার জন্য যে সময় লাগে সে সময়ে আর যাই হোক ফরেক্স শেখানো হয়ে উঠে না। আর ফরেক্স শেখানোর কোন জিনিস না। ফরেক্স নিজে নিজে শিখতে হয়।
-
হ্যাঁ আমি এই ফরেক্স ব্যবসা আমার সব বন্ধুদেরকে শিখাতে চাই। কারন এ ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা ইচ্ছা করলে এই ব্যবসা দিয়ে সব কিছু করা সম্ভব হবে এবং আপনি অনেক কিছু পেতে পারেন এই ব্যবসা থেকে আর আমি অবশ্যই চাবো যে আমার বন্ধুরা এই ব্যবসায়ের সাথে জরিত্ব থাকুক। তাই আমি সবাইকে বলতে চাই আপনারাও আপনাদের সব বন্ধু বান্ধুবিদের ফরেক্স এ যোগাদান করার জন্য আগ্রহি করে তুলুন।
-
ফরেক্স মার্কেট আমি আমি দক্ষ ট্রাডার নই । ফরেক্স মার্কেট সম্পরকে আমি ভাল করে সিখি ফরেক্স মার্কেট ট্রাড শুরু করি । ফরেক্স মারকেট বেশি বেশি আনাল্যসিস করে ফরেক্স সম্পকে বেশি জ্ঞান আহরন করব ।
আমি জখন ফরেক্স মার্কেট সম্পরকে ভাল ভাবে জানব । তখন অন্নকে ফরেক্স মার্কেট সিখার জন্য সাহায্য করব ।ফরেক্স মার্কেট থেকে প্রফিট আয় করব ।
-
আমি আমার কাছের এবং আসেপাশের সবাইকে ফরেক্স শিখাতে চাই।কারন ফরেক্স একটি আন্তর্জাতিক এবং স্বাধীন ব্যবসা।ফরেক্স যেকোন কাজের পাশাপাশি করা সম্ভব।ফরেক্স খেকে আয় করে বেকার সমস্য দুর করা যেতে পারে।তাছাড়া ফরেক্স শিখার মাধ্যমে যেমন নিজের জ্ঞান আহরন করা যায় তেমনি করে অন্যকে শিখালে নিজের জ্ঞান বৃদ্দি করা যায়। ধন্যবাদ
-
ফরেক্স হল বর্তমানে সব থেকে আধুনিক বিজেনেস। আমি ফরেক্স থেকে লাভবান হলে অবশ্যই চাইব আমার পরিচিত অন্য কাউকে এই বিজনেস শিখাতে যাতে করে সেও লাভবান হতে পারে এই মার্কেট থেকে । ফরেক্স শিখানোর মাধ্যমে আমার অবিজ্ঞতা বৃদ্ধি পবে জ্ঞনের পরিধি বিস্তার লাভ করবে।
-
হ্যা আমি আমার পরিবারের সবাইকে ফরেক্স
শিখাতে চাই। আমি বর্তমানে আমার দুই বন্ধুকে ফরেক্স
শিখিয়েছি। তারা এখন ফরেক্স মার্কেটে ভাল ব্যবসা করছে।