- 
	
	
	
	
		ফরেক্স একটি ব্যবসা আর এখানে লস এর কারন হল ফরেক্স সম্পর্কে আপনার ভাল ধারনা না থাকা। অল্প ধারনা নিয়ে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না। অতিরিক্ত লোভ করা ধৈয্যশীল না হওয়া মানিম্যানেজম্যান  ট ফলো না করা। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা না নিয়েই ট্রেড ওপেন করা।
	 
 
- 
	
	
	
	
		বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা কেন ব্যর্থ এবং অর্থ হারায় শীর্ষ কারণগুলি।
-অর্ডারিং। ওভারট্রেডিং - হয় ট্রেডিং খুব বড় বা খুব বেশিবার ট্রেডিং - ফরেক্স ট্রেডারদের ব্যর্থ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ।
-বাজারের অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া নয়।
দরিদ্র ঝুঁকি ব্যবস্থাপনা। ...
ট্রেডিং প্ল্যান না থাকা বা না অনুসরণ করা।
-অবাস্তব
- এক্সপেকশনস।
-সংক্ষেপে.
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স এর লস এর কোন কারণে শেষ নেই ফরেক্স হলো এমন একটি স্থান যেখানে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে সকল বিষয় এবং তারপর সম্পর্কে বলতে হবে এবং তারপর ফরেক্স এর সকল কাজ করতে হবে তাহলে আমরা ভারতের কোনো লস করব না ওকে ভালভাবে জানতে পারবো।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স ব্যবসায় লস এর অনেক কারণ রয়েছে। আমি মনে করি এর প্রধান কারণ হলো না বুঝে এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা। লোভের বসে ট্রেড করা ফরেক্সে লসের বড় একটি কারণ। ইমোশনের বসে ট্রেড করলে লস হয়। আর ফরেক্স ব্যবসা সম্পর্কে যথেষ্ট ধারণা জ্ঞান না থাকা লসের কারণ হয়ে দাঁড়ায়
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সের লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।স্টপ লস হল একটি সিস্টেম, মার্কেটের অতিরিক্ত মুভমেন্ট থাকলে লসের আশঙ্কা হলে স্টপ লস ব্যবহার করে থাকা হয়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স বিজনেসে অনেক সময় নতুন ট্রেডার দের মধ্যে দ্রুত লাভ করার ঝোঁক দেখা যায়। যা মোটেও ভাল নয়। মার্কেট সম্পরকে ভালভাবে না জেনে ট্রেড করা শুরু করে দিলে লস করতে হয়। ফরেক্স বিজনেসে লস করার মুল কারন হল অভিজ্ঞতার অভাব। ট্রেডিং সম্পরকে দক্ষ না হলে লস করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় লস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। কারণ গুলো সম্পর্কে প্রথমে জানতে হবে কিভাবে লস হলো তাহলে  ফরেক্স থেকে  সংশোধন  হতে পারব। নিম্নে ফরেক্স এর কারণগুলো দেওয়া হলঃ
১। লোভ না করা
২। অভিজ্ঞতা ও  দক্ষতা অর্জন না করা
৩। ওভারটাইম ট্রেড করা
৪। ফরেক্স সম্পর্কে এনালাইসিস না করা
৫। ডেমো একাউন্ট অনুশীলন না করা
৬। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন না করা
৭। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে না জানা
৮। ফরেক্স ট্রেডিং করা
৯। ফরেক্সে নিউজ গুলো অনুসরণ করা
	 
 
- 
	
	
	
	
		ফরক্সে লসের কারন অনেক প্রকার। কেউ কেউ আছে ফরক্সে কি তা না জেনে অনেকে ফরক্সে এ নামে আর অল্পদিনের মধ্যে যখন সব টাকা শেষ হয়ে যায় তখন তারা ভাবে যে ফরক্সে শুধু লসের জন্য তৈরি । আবার অনেকে আছে ফরক্সে ভাল করে শিখেনা । অতিরিক্ত লোভ করার কারনেও ফরক্সে এ লস হয়ে থাকে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা। এছড়াও লোভ করা, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করা, নির্দেশনা না মানা এবং নিউজ না পড়া ইত্যাদি লস হওয়ার কারন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে হারাতে অসংখ্য অনুপ্রেরণা রয়েছে। এর মধ্যে একটি হ'ল জড়িত থাকার অনুপস্থিতি। আপনার দুর্দান্ত অভিজ্ঞতা না পাওয়ার অফ অফ সুযোগটিতে, আপনি অসংখ্য উপায়ে ত্রুটি করবেন এবং আপনি এটি থেকে এক টন হারাবেন। আপনি একটি টন জানতে হবে। একটি টন জানার পরিপ্রেক্ষিতে, বেতন বিবেচনা করুন। অন্যথায় আপনি লস খেতে পারেন।