-
কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। আর ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা।ফরেক্স ভালভাবে না জেনে করলে আপনি লসের সম্মুখীন হতে পারেন যা আপনার মাঝে পরবর্তীতে ফরেক্স সম্পর্কে ভুল ধারণা দিতে পারে।কাজেই অল্প শিক্ষা নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত নয়।ফরেক্স কি আগে আপনাকে ভালভাবে জানতে হবে,বুঝতে হবে।ফরেক্স সহজ ব্যবসা না।লসের দিকে লক্ষ্য রেখেই আপনাকে ট্রেড শুরু করতে হবে।আপনি যদি ফরেক্স না জেনে বিশাল অংকের ব্যালেন্স নিয়ে ট্রেড করা শুরু করেন তাহলে লস আপনার নিশ্চিত। কাজেই দক্ষ ট্রেডারদের পরামর্শ নিয়ে কাজ করা উচিত।লোভের তাড়নায় পড়ে না বুঝে ফরেক্স করা ঠিক না।
-
ফরেক্স মার্কেটে একটু শেখার বিপজ্জক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং হেরে যাবেন এবং লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। কিন্তু ফরেক্স তো সে রকম বিষয় নয়। ফরেক্স আপনাকে ভালভাবে শিখতে হবে।
-
একটু শেখার বিপজ্জক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং হেরে যাবেন এবং লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। ভালো করে সিখলে ভালো করে ট্রেড দেয়া যাবে আর ভালো ট্রেড দেয়া গেলে ভালো লাভ করা যাবে আর অল্প জেনে ট্রেড দিলে শূন্য হয়ে যেতে হবে। ব্যবসা করে কিছুটা হয়ত লাভবান হওয়া যেতে পারে কিন্তু টিকে থাকা খুব কঠিন।
-
কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। কোন কিছুই অল্প জেনে শুরু করতে হয়না। তা হলে ক্ষতির সম্মোখীন হতে হয়। মুনাফা পেতে হলে আগে বাল করে ফরক্সে শিখতে হবে । ভাল করে ফরক্সে শিখতে পারলেই মুনাফা লাভ করা যায় ।
-
অল্প বিদ্যা খুবই ক্ষতিকর কারণ অভিজ্ঞ না হয়েও আপনি যদি ফরেক্স মার্কেট প্রবেশ করেন তাহলে হয়ত আপনার যে কোন ট্রেড ফরেক্স মার্কেট ক্ষতির মুখে পড়তে পারে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেট সম্পর্কে আগে জানুন শিখুন এবং বোঝার চেষ্টা করুন তারপর ফরেক্স এ ট্রেড করুন এবং অল্প বিদ্যা থেকে ফরেক্স মার্কেট এর দূরে থাকুন আমার মতে।
-
আমি মনে করি আপনি যদি ফরেক্স সম্পর্কে অল্প বিদ্যা সংগ্রহ করেন তাহলে অবশ্যই বিপদে পরবেন। কেননা অল্প বিদ্যা মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেয়। আর যেহেতু ফরেক্স মার্কেট এ টাকা পয়সার ব্যবহার সেহেতু এখানে জেনে শুনে প্রবেশ করাটাই উত্তম বলে আমি মনে করি তাই অল্প বিদ্যা নিয়ে ফরেক্স ট্রেড করা কখনও ভালো হবে না।
-
আমি মনে করি ফরেক্স একটা ঝুকিপুর্ন ব্যবসা। এখানে ব্যবসা করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে যথেষ্ট দক্ষতা ও ধৈর্য থাকতে হবে। প্রথমত ব্যকসা করে কিছুটা হয়ত লাভবান হওয়া যেতে পারে কিন্তু টিকে থাকা খুব কঠিন হয়ে পরে ।
-
ফরেক্সে আসতে হলে ফরেক্স ভাল করে শিখে আসতে হবে। ফরেক্সে দক্ষতা ছাড়া সফলতা অর্জন করা যায়না। ফরেক্সে ক্ষতির অনেক বিষয় আছে যা ভালকরে জানা না থাকলে ট্রেডিং এ মূলধন হারানোর সম্ভাবনা থাকে।
-
অল্প শিক্ষা বিপদজনক একথাটা আমরা সবাই জানি।ফরেক্স ব্যবসার ক্ষেরে অল্প শিক্ষা মহা বিপদজনক কারণ আপনি যদি অল্প শিক্ষা নিয়ে ফরেক্স ব্যবসা শুুরুু করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা জিরো হবার সম্ভাবনা আছে।
-
অল্প বিদ্যা আসলেই ভয়ংকারী।আর ফরেক্সের ক্ষেত্রে ও তা আরো বেশি ভয়ংকারী।ফরেক্স রিলেটেড সবকিছুতে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে।ফরেক্স কি থেকে শুরু করে টাকা উইড্রো পর্যন্ত আপনার সব কিছু জানা না থাকলে আপনাকে প্রতিনিয়ত লসের মুখোমুখি হতে হবে।