-
সাধারণত ফরেক্সের সবাই কমবেশি করে থাকেন। কিন্তু তার মানে এই নয় যে যে লস করে না সে ভালো ট্রেডার নয়। ফরেক্স মার্কেটে সেই লস করে যে ট্রেড করার জন্য পর্যাপ্ত জ্ঞান ও সঠিক স্ট্রেটিজি মেনে চলেন। একজন ভালো ট্রেডার লস করে তারপর তিনি সেখান থেকে শিক্ষা নিয়েই দক্ষ ট্রেডার হয়।
আরেকজন ভালো ট্রেডার যখন সে ট্রেড করে পর্যাপ্ত এনালাইসিস ও গুরুত্বের সঙ্গে ট্রেড করে। ট্রেড করার জন্য যত নিয়ম কানুন জানা দরকার ও তা মেনে চলে ঠিক করে থাকে যার ফলাফল এর পরিমাণ কম হয়। কিন্তু তার মানে আপনি এটা বলতে পারেন না যে লস করেন না সে ভালো ট্রেডার নয়।
-
যেকোনো বিজনেসের ক্ষেত্রে লাভ লস যেমন অবিচ্ছেদ্য অংশ ঠিক তেমনি ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা ক্ষেত্র যেখানে আপনি লাভের পাশাপাশি কিছু ক্ষেত্রে লস খেতে পারেন। তবে সামান্য কিছু লস নিয়ে আপনি কখনো ভেঙে পড়বেন না। কোথায় অ্যানালাইসিসের ভুল ত্রুটি রয়েছে এবং কোন কোন স্থানে ফরেক্স ট্রেড করলে আরো বেশি লাভবান হতে পারতেন সেই বিষয়গুলো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে। যখন আপনি একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হবেন তখন দেখবেন লাভ লোকসান একে অন্যের পরিপূরক। তবে লাভের পরিমাণ আপনাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে।
-
যে লস করে না সে অবশ্যই ভালো ট্রেডার হতে পারে। তবে ফরেক্স ফোরামে সবাই কমবেশি লস করে থাকে। তবে একজন সফল ট্রেডার খুব কমই লস করে থাকে। তবে যারা নতুন ট্রেডার তারা না বুঝে ট্রেড করে বেশি সংখ্যক লস করে থাকে। ট্রেডিং স্ট্রাটেজি মাধ্যমে ট্রেড করলে সহজেই লস হয় না। ফরেক্সে লস যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং একজন সফল ট্রেডার নিশ্চয়ই কম লস করে থাকেন।
-
যে লস করে না , সে ভাল ট্রেডার নয়। এর অর্থ এই নয় যে ভাল ট্রেডার হতে হলে লস করতেই হবে। লস না করলে ভাল ট্রেডার হওয়া যায় না। এটা ঠিক যে ফরেক্সে যারা আসে প্রথম দিকে ব্যাপক লস করতে হয় , চেষ্টা করলেও সেটা বন্ধ করা যায় না, কয়েকবার লস হওয়ার পরে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয় এবং পরবর্তীতে লসের কারণগুলো বা ভূলগুলো সংশোধনের মাধ্যমে লসের পরিমাণ কমে যায়। এভাবে লস কমতে কমতে প্রফিট হতে থাকে এবং সফলতার দিকে এগিয়ে যেতে থাকে। ধন্যবাদ।
-
ফরেক্স লস করেনি এমন ট্রেডার এখনো খুজে পাওয়া যাবে না।। লস না করলে ফরেক্স সেখা যাবে না।। আমি মনেকরি,, ভুল থেকে আমরা সিখতে পারি।। লস করলে লস করার কারন টা অবশ্যই বুঝতে পারব।। সেই ভুল যেন পরবর্তীতে আর না হয় এটাই ভাল ট্রেডার গুন।।
-
ফরেক্স একটি ব্যবসা এখানে কেউ কোনদিন লস
করবে না এটা ভাবাই ঠিক না। ফরেক্স মার্কেটে
লস হতেই পারে। আবার কথাই আছে পাইলেন
কোথাই, হারালাম যেথাই। তাই আজ আপনি
যেখানে লস করছেন সেখানে আরেকজন লাভ করছে
তাই লস থেকে অনেক সময় শিক্ষা নেয়া যায়। তবে
যে লস করে না সে ভাল ত্রেদার না আমি তা ভাবি
না । আমার মনে হয় যে লস করে লস রিকভারি করতে
পারে সেই ভাল ত্রেদার।
-
ফরেক্স মার্কেটে যে লস করে না সে ভাল ট্রেডার না বলা হয় কারন কি লস না বঝা যায় না যে ফরেক্স মার্কেটে কেন লস হবে আর লস হলে কি করতে হবে তাই সে সম্পর্কে তার ভাল ধারনা অরজন করতে পারে না তাই তাকে ভাল ট্রেদার বলা হয়না।
-
আপনার সাথে একদিকে একমত অন্যদিকে দ্বিমত পোষণ করছি। ফরেক্সে লাভ লোকসান থাকবেই এইটাই স্বাভাবিক। আর লস করেই আমরা লাভ করতে শিখবো। তার মানে এই না যে বেশি লাভ করতে গিয়ে নিজেকে বড় লসের সামনে নিয়ে ফেলা। আমি অনেক অভিজ্ঞ ফরেক্সারদের পোস্ট দেখে আর আমার অতি স্বল্প অভিজ্ঞতা থেকে বলছি ফরেক্সে বেশি লোভ করতে গেলেই বড় লোকসানের সম্ভাবনা বেড়ে যায়।
-
মনে করি পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে ব্যবসা করে আজ পর্যন্ত সে ক্ষতিগ্রস্থ হয়নি আর এটা কখনও সম্ভব নয় । তাই আমি মনে করি ব্যবসা মানে ক্ষতির একটি অংশ । এখানে কেউ ১০০% সফলতা অর্জন করতে পারবে । তবে হ্যা আপনি এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা ব্যবসায় ক্ষতির অংশটা কিছু কমিয়ে নিয়ে আসতে পারেন পাশাপাশি লাভের অংশটা বৃদ্ধি করতে পারবেন । আর কেউ যদি রিয়েল ট্রেড এর পূর্বে ডেমো অনুশীলন করে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে আপনি অবশ্যই কম ঝুকি নিয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন । তাই বলে আপনি খারাপ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারেন না । মনে করি পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে ব্যবসা করে আজ পর্যন্ত সে ক্ষতিগ্রস্থ, হয়নি আর এটা কখনও সম্ভব নয় । তাই আমি মনে মনে করি পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে ব্যবসা করে আজ পর্যন্ত সে ক্ষতিগ্রস্থ হয়নি আর এটা কখনও সম্ভব নয় । তাই আমি মনে করি ব্যবসা মানে ক্ষতির একটি অংশ । এখানে কেউ ১০০% সফলতা অর্জন করতে পারবে । তবে হ্যা আপনি এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা, দ্বারা ব্যবসায় ক্ষতির অংশটা কিছু কমিয়ে নিয়ে আসতে পারেন পাশাপাশি লাভের অংশটা বৃদ্ধি করতে পারবেন । আর কেউ যদি রিয়েল ট্রেড এর পূর্বে ডেমো অনুশীলন করে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে আপনি অবশ্যই কম ঝুকি নিয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। তাই বলে আপনি খারাপ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারেন না । করি ব্যবসা মানে ক্ষতির একটি অংশ । এখানে কেউ ১০০% সফলতা অর্জন করতে পারবে। তবে হ্যা আপনি এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা ব্যবসায় ক্ষতির অংশটা কিছু কমিয়ে নিয়ে আসতে পারেন পাশাপাশি লাভের অংশটা বৃদ্ধি করতে পারবেন । আর কেউ যদি রিয়েল ট্রেড এর পূর্বে ডেমো অনুশীলন, করে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে আপনি অবশ্যই কম ঝুকি নিয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন । তাই বলে আপনি খারাপ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারেন না।
-
ফরেক্স থেকে যে আমরা শুধু লাভ করেই শিখতে পারি তা যেমন ঠিক তেমনেই ফরেক্স-এ লস থেকেও আমরা অনেক কিছু শিখতে পাই । আর লস করার পর আমরা মার্কেট সম্পর্কে আর বেশি সতর্ক হয়ে যেতে পারি । ভাল ট্রেডার মানে কম রিস্ক নিয়ে ভাল ভাল ট্রেড করা, বেশি বেশি লাভ করা নয়, বেশি বেশি লস করাও নয়। ট্রেড এ টিকে থাকা এবং ট্রেড থেকে লাভ করাই মুল উদ্দেশ্য।