-
আপনি যেমন ভাবে করতে পারবেন আপনাকে তেমন ভাল বিজনেস প্রফিট দেবে ।ফরেক্স করা খুব এ এয়াস্য।ফরেক্স দিয়ে ইনকাম করতে ভাগ্য না আপনার অভিজ্ঞতা লাগে ভাল করে বুজা লাগে ফরেক্স সম্পর্কে ফরেক্স মার্কেট এর খবর নেওয়া লাগে। অনেক ট্রেডাররা বেশি প্রফিটের জন্য বড় ধরনের ট্রেড করে খুব রিস্ক নিয়ে , হয়তো সেদিন তাদের প্রফিট সেদিন হতো না কিন্তু ভাগ্যের জোরে তা হয়ে গেছে । আবার এমনও অনেক ট্রেডাররা আছেন যারা অনেক ভালো মানের ট্রেডার , ভালো ট্রেড করতে পারে তারাও মাঝে মাঝে লস করে । সব ধরনের ব্যবসায় লাভ ও লস থাকে।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ভাগ্য হল এক ধরনের নিয়তি। ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে ভাগ্যের উপর নিরভর করে না।
-
ফরেক্স বর্তমান সময়ের অনলাইন এর একটি পিওর প্রফিট এবল বিজিনেস আমি ব্যাক্তিগত ভাবে মনে করি,ফরেক্স মার্কেট এর মুনাফা অর্জন আপনি ভাগ্যর সাথে তুলনা করতে পারেন না,ফরেক্স মার্কেট এর প্রফিট ডিপেন্ড করে থাকে একজন ট্রেডার এর দক্ষতা,অভিজ্ঞতা এবং ট্রেডিং কৌশল এর উপর,ফরেক্স ট্রেডিং এ প্রফিট করতে হলে আগে আপনাকে ভালো ভাবে ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল শিখতে হবে,যদি আপনি ভালো ভাবে ট্রেডিং শিখে,ডেমো তে সুন্দর ভাবে আপনি ট্রেডিং অনুশীলন করেন তাহলে আপনি ভালো প্রফিট এর কৌশল নিজেই বের করতে পারবেন কিভাবে ফরেক্স মার্কেট দিয়ে প্রফিট করতে হয়,ফরেক্স প্রফিট কখনো আপনার ভাগ্য এর উপর নির্ভর করেনা,ফরেক্স প্রফিট একজন ট্রেডার এর উপর নির্ভর করে থাকে,সে যত বেশি ভালো ট্রেডিং যানবে সে এই খান দিয়ে ততো বেশি প্রফিট করবেন,তাই ফরেক্স কে ভাগ্য এর উপর না ছেড়ে দিয়ে আপনি ভাগ্য কে পরিশ্রম এর মাধ্যমে ফরেক্স এর উপর ছেড়ে দিন ভালো ফল পাবেন।
-
আমি বিভিন্ন যায়গায় বিভিন্ন সাইটে এ কথাটা বার বার লিখেছে যে, কোন ট্রেডারই ১০০% সফল না। যদি কোন ট্রেডার ৮০% সফলতার সাথে ট্রেড করতে পারে তাকেই আমরা সফল ট্রেডার বলে থাকি। তবে প্রফিট কোন ভাগ্যের ব্যাপার নয়। আপনাকে মার্কেট এ্যানালাইসিস করে উপযুক্ত সময়ে উপযুক্ত ট্রেড করে আপানাকে প্রফিট করতে হবে। যদি লস করেন তাহলে ভাগ্যের দোষ না দিয়ে বুঝতে হবে আপনার এ্যানালাইসিসে কোন ভুল আছে। আপনাকে আপনার ভুল খুজে বের করে তা সংশোধন করতে হবে। তবেই আপনি সফল ট্রেডার হতে পারবেন।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।আমার মতে প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
-
আসলে ভাগ্য দিয়ে অন্য যাই হোক না কেনো কিন্তু ফরেক্স ট্রেডিং হয়না। ফরেক্স ট্রেডিং করতে হলে উপযুক্ত জ্ঞান অর্জন করেই করতে হবে। নতুন ফরেক্স শিখছেন বা অনেক বছর ফরেক্স ট্রেডিং করে ব্যর্থ সবারই একই জিজ্ঞাসা, কবে লাভবান ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবো। এ লেখায় আপনার সেই প্রশ্নের উত্তর মিলবে। ফরেক্সে লাভবান ট্রেডার হয়ে ওঠা যায় কিভাবে? লাভবান ফরেক্স ট্রেডার হতে কতদিন লাগে, এই প্রশ্নের চাইতে একজন ট্রেডারের যেই প্রশ্নটি করা গুরুত্বপূর্ণ তা হল একজন লাভবান ট্রেডার কিভাবে হয়ে ওঠা যায়। সেই লাভবান ট্রেডার হয়ে ওঠার গুনগুলো অর্জন করতে আপনার যতদিন লাগবে, ঠিক ততদিন সময়ই প্রয়োজন হবে আপনার একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে। মনে রাখতে হবে, যেকোনো বিষয়ে সফল হবার পূর্বশর্ত হল সে বিষয়ে প্রচুর অভিজ্ঞতা লাভ। সাফল্যের কোন শর্টকার্ট নেই, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। ফরেক্স ট্রেডিংয়ের মূল সমস্যা হল আপনি ট্রেড করতে গিয়ে আসে-পাশের বিভিন্ন ট্রেডারদের লোভনীয় অফার-স্ক্রিনশট দেখে নিজেকে বিভ্রান্ত করে ফেলবেন। বেশিরভাগ ট্রেডার তাই করেন। তাই ১০০ তলা সাফল্যের বিল্ডিংয়ে বেশিরভাগ ট্রেডার সিঁড়ি রেখে ঝুঁকিপূর্ণ লিফট দিয়ে উঠতে চেষ্টা করে, মাঝ পথে লিফট আটকে যায়। তারপর আবার নেমে আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেন, মাঝে আবার লোভনীয় লিফট দেখে আবার শর্টকার্ট মেরে ওঠার চেষ্টা করেন। কিন্তু লোভনীয় লিফটগুলো কখনোই গন্তব্যে পৌঁছতে পারে না। সাফলের ১০০ তলায় উঠতে হলে আপনাকে সিঁড়ি বেয়েই কষ্ট করে উঠতে হবে।
কত সময় লাগবে? তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ হল একেকজনের শেখার ক্ষমতা একেকরকম। কিন্তু যারা শর্টকাটে শিখতে গিয়ে এদিক ওদিক লোভে পড়ে বিভ্রান্ত হয়ে পড়েন, তারা ১০ বছর ফরেক্স ট্রেডিং করলেও হয়তো কিছু শিখবেন না, কিন্তু যে সঠিক পথে চেষ্টা করবেন, তিনি হয়তো ৬ মাসেই পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কতদিনে একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে পারবেন, প্রক্রিয়াটি নির্ভর করে পুরোপুরি আপনার নিজের ওপর। তবে যতই সময় যাবে, আপনার অভিজ্ঞতা ততই বাড়বে, আপনি ততই পরিপক্ক হয়ে উঠবেন।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে
-
ফরেক্স মার্কেটে প্রফিট করা একদিকে ভাগ্য বলা যায়,আবার আরেকদিকে অভজ্ঞতার আলোকে ফরেক্স মার্কেট হতে প্রফিট করা যায়,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে ভাল অভিজ্ঞতা প্রযোজন আছে,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিন করতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করা যাবে।প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয়। এটা নির্ভর করে মার্কেটের অবস্থার উপর, মাকেটে দেখা যাচ্ছে বাই দিতে হবে আর আপনি সেল দিলেন, তাহলে কি হবে? লস হবে। এই লসের জন্য তো ভাগ্যকে দোষারোপ করা যায় না। আগে ফর্সে ভাল করে বুঝতে চেষ্টা করুন।
-
ব্যবসায় লাভ শুধুমাত্র ভাগ্য নয়। দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা এবং সুশৃঙ্খল সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল ব্যবসায়ীরা কৌশল প্রয়োগ করে, প্রবণতা বিশ্লেষণ করে এবং ঝুঁকি পরিচালনা করে। ভাগ্য ব্যক্তিগত ব্যবসায় প্রভাব ফেলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী লাভজনকতা একটি পদ্ধতিগত পদ্ধতির উপর নির্ভর করে।