- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে অনেক দিক ঠিক রেখে ট্রেড করতে হবে।যেমন আপনাকে মানি মানেজমেন্ট করতে হবে,সঠিক লেভারেজ নিতে হবে ট্রেডিং একাউন্ট এর জন্ন,সঠিক ভাবে মার্কেট এনালাইজ করে ট্রেড করতে হবে,আপ্নার লোভ কে আটকে রাখতে হবে,কম প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করার মন মানসিকতা থাকতে হবে,মাঝে মাঝে কিছু লস মেনে নেয়ার মত মন তৈরি করতে হবে।ফরেক্স মার্কেট এর উপরে সব সময় চর্চা করতে হবে।কম লটে বা ভলিউমে ট্রেড করতে হবে।লং ট্রেড বেশি করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে প্রথম কথা হলো কম লট এ ট্রেড ওপেন করতে হবে এবং কম লাভ নিয়ে ট্রেড বন্ধ করতে হবে. তা না হলে ফরেক্স মার্কেট এ টিকে থাকা অনেক কষ্টের. কারণ আমার অভিজ্ঞতা থেকে বলি বড় লট এ হয়তো ৫ টি ট্রেড লাভ হয় কিন্তু একটি ট্রেড এ লস হলে তার দ্বিগুন ডলার চলে যাই. তাই ছোট লট এ ট্রেড ওপেন করলে ট্রেড টি আপনার বিপরীত এ গেলেও তেমন বেশি লস হয় না. তাই আমি বলি একাউন্ট কে টিকাতে হলে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে আর একাউন্ট টিকে থাকলে আপনি ও ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন.
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য দবার আগে দরকার হল মনোযোগ আমার যদি মনোযোগ ঠিক না থাকে তাহলে আমি এই মার্কেট থেকে তেমন কিছুই পাব না । তাই আমাকে এখানে ভাল করে মনোযোগ দিইয়ে ফরেক্স শিখতে হবে এবং ভাল করে একাউন্ট মেনেজ করেত হবে ।
	 
 
- 
	
	
	
	
		আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে কঠোর মনোযোগ ও ধৈর্য্যসহকারে লোভবিহীন হয়ে টিকে থাকার মত মনমানসিকতা থাকতে হবে। যখন আপনি মার্কেটে ধৈর্য্য সহকারে থাকার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনি ধীরে ধীরে মার্কেটের অন্যান্য কৌশল ও টেকনিক্যাল এনালাইসিসগুলো শিখার চেষ্টা করবেন। এবং ডেমো ট্রেডিং দ্বারা আপনি ফরেক্স মার্কেটের বিভিন্ন কৌশল ও ফান্ডামেন্টাল এনালাইসিসগুলো প্রয়োগ করে ফরেক্স মার্কেটকে পর্যবেক্ষণ করতে পারেন যা আপনার রিয়েল এ্যাকা্উন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর উক্ত বিষয়গুলো যদি আপনি নিয়মিত পর্যবেক্ষণে রাখেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে টিকে থাকার মত যোগ্যতা অর্জন করবেন।
	 
 
- 
	
	
	
	
		অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সবার আগে দরকার হল মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমানে জ্ঞান কারন আপনার যদি মার্কেট সম্পর্কে কোন ধারনা না থাকে তাহলে আপনি এই মার্কেট হতে কোন লাভ করতে পারবেন না । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ও লাভ করার জন্য আপনাকে ভাল করে ফরেক্স সিখতে হবে এ জন্য ডেমো একাউন্ট অনেক বড় ভুমিকা রাখে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনার অবশ্যই ধৈর্য্য থাকতে হবে। তারপর আপনার লক্ষ্যস্থল ঠিক থাকতে হবে। তারপর মানিম্যানেজমেন্ট করা জানতে হবে। মোটকথা আপনাকে ফরেক্স সম্পর্কে প্রথমে ভাল জ্ঞান অর্জন করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য আপনার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে দক্ষ মনোবল আর ধৈর্য্য। যদি আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে হয়তো আপনি এই মার্কেটে সফলভাবে এগোতে পারবেন। মোটকথা মানি ম্যনেজমেন্ট, লিভারেজ ও ট্রেডিং কৌশলগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে টিকে থাকতে পারবেন।
	 
 
- 
	
	
	
	
		অবশ্যই দরকার আপনি মার্কেট এ টিকে না থাকলে তো ব্যবসায় করতেই পারবেন না। তাই আপনাকে টিকে থাকতে হবে। এটা খুব প্রয়োজন । আর টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যনেজমেন্ট করতে হবে ভাল ভাবে । মানি ম্যনেজমেন্ট না করতে পারলে আমি জিরো হয়ে জাবেন আর আপনার মূলধন শেষ হয়ে যাবে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে সবার আগে এই মার্কেটয় এর সকল নিয়ম জানতে হবে এবং সেই অনুপাতে ট্রেড চালু আর বন্ধ করতে হবে তাহলে আপনি এই ফরেক্স মার্কেট হতে ভাল লাভ করতে পারবেন বলে আমি মনে করি । ফরেক্স মারকেত এ টিকতে পারলেই সফলতা বের করা যায় ।
	 
 
- 
	
	
	
	
		এই প্রশ্ন কর্তাকে তার এই প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় যারা ফরেক্স ট্রেডিংয়ে একেবারেই নতুন তাদের এ বিষয়ে পরিপূর্ন জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে হলে আপনার সর্ব প্রথম যে জিনিসটি থাকতে হবে তা হল অনেক ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান,অভিজ্ঞতা এবং দক্ষতা আর এগুলো হল অন্যতম প্রধান ক্যাপিটাল যা মূলধনের চেয়েও অনেক বেশি জরুরী যা একজন ট্রেডারকে তার মূলধনের সুরক্ষা করতে এবং ভাল প্রফিট লাভ করতে অনেক বেশি সহায়তা প্রদান করে।