ট্রেড করার সময় আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে শুক্র বার দিন মার্কেট এর উঠানামা বেশির ভাগ ক্ষেত্রে ট্রেন্ড ফলো করেনা। আবার অনেক সময় এমন হয় যে মার্কেট কোনো কারন ছাড়াই অনেক বেশী উঠানামা করে। তাই আমি মনে করি এই সময় ট্রেড করাটা খুব রিস্কী ব্যাপার। তাই আমি প্রায় সময় এই দিন ট্রেড করা থেকে বিরত থাকি।