-
ওহ, হ্যাঁ, আমি আমার প্রথম বাণিজ্যটি স্মরণ করছি। প্রথমত, আমি কেবল একটির জন্য লেনদেন করেছি। 12.20 এবং সেখানে আমি 0.10 লট বাণিজ্য খুলেছি এবং যখন আমি মাত্র 0.50 বা তার বেশি লাভ অর্জন করেছি তখন আমি এটি বিক্রি করেছি। আমি মনে করি অ্যাপল বিক্রি করা যদি নতুন ব্যবসায়ীরা মুনাফা অর্জন করে তবে তাদের পক্ষে ভাল, কারণ বাজারটি কোথায় যাবে সে সম্পর্কে তাদের কোনও ধারণা নেই।
-
আমি যখন প্রথম বার ট্রেড করি তখনি লস করি । তা ছিল আমার ভুলের কারণে । এর পার আবার আমি ১০০ ডলার নিয়ে ট্রেড করি এবং লাভ করি ।আমি আমার বেলেন্স এর অর্ধেক হারিয়ে ফেলি ভাবলাম একি বুজনেস একদিনের অর্ধেক শেষ অবশেষে বুঝতে পারলাম এটা বিজনেস এর কোন দোষ নয় দোষ হল আমার ট্রেড করার জন্য ।
-
আমার প্রথম ট্রেডটি ছিল অনেকটা বিস্ময় কর । আম যখন নতুন ফরেক্স ডেমোতে আমার প্রথম ট্রেডটি ওপেন করি তখন আমার ফরেক্স সমন্ধে তেমন জ্ঞান ছিল না । আমি একই পেয়ার এ একসাথে দুটি ট্রেড ওপেন করি । কিন্তু আমি জানতাম না যে কিভাবে ট্রেডটি বন্ধ করতে হয় ।একদিন পরে আমি দেখতে পাই আমার প্রতিটা ট্রেড এ 250 ডলার করে 500 ডলার প্রফিট হয়েছে । পরে আমি আমার এক অভিজ্ঞ বড় ভাই এর কাছ থেকে শিখে নেই কিভাবে ট্রেড অফ করতে হয় । তাই আমার করা প্রথম ট্রেডটি ছিল একটু ভিন্ন রকমের।
-
প্রথম ট্রেডে আমি কিছুটা লাভ করেছিলাম। তারপর আমি মনে করেছিলাম আমার ঐ লাভ করা স্ট্যাটেজি দিয়ে সব সময় লাভ করতে পারব। কিন্তু সেটা আর বেশি দিন কাজে দেয় নি। তার কিছুদিন পরই আমি লসের মুখে পড়ি। আমি সে ট্রেড থেকে কিছুটা লাভ করি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে আগে ভাল করে ফরেক্স ট্রেডিং শিখতে হবে তারপরে ট্রেড করত্যে হবে তাহলে আমি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারব।
-
ফরেক্স ট্রেডিং বিষয়ে কিছু জ্ঞান ও ধারনা অর্জন করেছিলাম কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক না করার কারনে আমি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছি । এজন্য আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া । ফরেক্স মার্কেট এ আমার প্রথম ট্রেড করি তখন আমি ট্রেড করতে অনেক ভই পেতাম।কারন যদি আমার ট্রেড টি আমার বিপরীত যাই তাহলেত আমি ফরেক্স মার্কেট এ লস করবো। সময়ের সাথে সাথে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে সক্ষম হয়েছি।
-
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম। ডেমো করার পর ভেবেছিলাম লাইভ ট্রেড করা মনে হয় খুবই সহজ। প্রথমেই লস দিয়ে শুরু করলাম কিন্তু পরবতীতে 47 ডলার এর মত প্রফিট করলেও পরবর্তীতে তা উইথড্র করা হয়।ফরেক্স ট্রেডিং বিষয়ে কিছু জ্ঞান ও ধারনা অর্জন করেছিলাম কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক না করার কারনে আমি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছি। এজন্য আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া।তাই নতুনদের আমি বলতে চাই আপনারা ভালোভাবে ফরেক্স না শিখে টাকা ইনভেষ্ট করবেন না।
-
আমার জীবনে প্রথম ট্রেড করছিলাম ডেমোতে এবং সেই ট্রেডে আমার অনেক লস হয়েছিল।আমি না জেনে আন্দাজে ৯.০০ভলিউমে বাই করেছিলাম এবং অনেক লস হয়েছিল।এরপর আমি ট্রেডিংয়ে অনেক মনযোগী হলাম। প্রচুর পরিমান ফরেক্স বিষয়ক পড়াশোনা করতে শুরু করলাম। মূলত আমার জীবনের প্রথম ঐ ডেমো ট্রেডের বিরাট লস থেকেই ট্রেডিংয়ে আমার আগ্রহ বেড়ে গিয়েছিল।তাই আমি বলব যে যারা ফরেক্স এ নতুন তারা ফরেক্স এ ট্রেড করার পর মনে রাখতে হবে যে কম লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া উচিত । কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময় লস হতে পারে । যখন প্রথম ট্রেড শুরু করি লাভ করলাত আবার লস ও করলাম এই ভাবে বেস কয়াক মাস কাটল, তারপর আমি আমার লস আর বের করি, এবং কিছু strategy তৈরি করি, আমি আগে অন্ন অন্ন ট্রেডার দার সিগনাল নিয়া ট্রেড করতাম।আমি ২৭ ডলার দিয়ে ট্রেড করা সুরু করি।
-
আমার ফরেক্স এ প্রথম ট্রেড এর অভিজ্ঞতা মনে আছে আমি ফরেক্স এ প্রথমে ১৫ ডলার দিয়ে বেশি লটে আমার ট্রেড ওপেন করে লসে এ পরি । তাই আমি বলব যে যারা ফরেক্স এ নতুন তারা ফরেক্স এ ট্রেড করার পর মনে রাখতে হবে যে কম লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া উচিত । কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময় লস হতে পারে ।আমি মনে করি এখন ও আমার অনেক কিছু বাকি আছে শিক্ষার তাই আমি এখন ও আমার ট্রেড করছি আমি গত এক বছর ধরে আমার ফরেক্স বিজনেস এর উপর কাজ করছি আর আমি মনে করি এইটা আনার জন্য অনেক ভাল একটা রাস্তা ফরেক্স এ অবিজ্ঞতা অর্জন করার জন্য আর আমি ফরেক্স কে অনেক ভালবাই তাই এখন ফরেক্স করি
-
যখন আমি প্রথম ট্রেড করি তখন খুব নার্ভাস ছিলাম।এবং অনেক ভয় পাইসিলাম। কিন্তু এখন অনেকদিন হয়ে গেল আমি ট্রেডিং মার্কেট এ আছি। আর আমার ট্রেডিং এর অনেক উন্নতি হয়েছে।আমি ডেমোতে অনেক দিন ট্রেড করেছিলাম, তাই যখন রিয়েল ট্রেড করলাম তখন ১৭ পিপ্স প্রফিত করেছিলাম। মানি ম্যনেজমেন্ত ফলো করার কারনে খুব ছোট লটে ট্রেড ওপেন করেছিলাম, যেটা ছিল ০.০০১ । তখন বেশ আনন্দ পেয়েছিলাম।
-
অন্যের কাছে শুনে ফরেক্স মার্কেটে প্রতি আকৃষ্ট হয়ে ফরেক্স ব্যবসায় নেমেছি। আমি প্রথমে যখন ট্রেড করতে শুরু করি তখন অল্পপুজি দিয়ে শুরু করি । ট্রেড শুরুর পরে আস্তে আস্তে কিছু লাভ করে মনে খুব আনন্দ লাগছিল। কিন্তু সেই লাভ টিকিয়ে রাখতে পারি নাই। তার পরে আরো বড় পুজি খাটিযে ট্রেড করা শুরু করি। তখন মানি ম্যোনেজমেন্ট বুঝতাম না। তাই বড় লটে ট্রেড দিয়ে রাতারাতি অনেক লাভ করেছি কিন্তু সেই লাভও রাখতে পারি নাই। এক সময় জিরো হয়ে গিয়ে খুব মন খারাপ লেগেছিল। বর্তমানে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করছি।