-
আমারা অনেকেই আছি যারা ফরেক্স নিয়ে চিন্তিত এই বেবসা কি আবার বন্ধ হয়ে যায় কিনা এ বেপারে কিন্তু আমি তাদের কে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি এই ব্যবসা কখনই চলে যাবে না এটা কোন কোম্পানির আওতাভুক্ত বেবসা নয় যে চলে যাবে এটা আন্তর্জাতিক বেবসা লাইফ টাইমের জন্য এই বেবসা আমাদের কাজে দিবে আমি মনে করি।তাই আমি বলব ফরেক্স মার্কেট হল লাইফ টাইম ব্যবসা
-
আমার মতে ফরেক্স এটা লাইফ টাইম ব্যবসা হতে পারে যারা এ ফরেক্স এ কাজ করে আসচ্ছে অনেকটা আয় করতেছে। যেহেতু ফরেক্স ২৪ ঘন্টা খোল থাকে তাই সবাই যার যার নিজের টাইম এ সেট করে সব সময় কাজ করতে পাররে এবং আয় করতে পারচ্ছে। এছা্ড়া এই ফরেক্স নিজেদের পরিবারে তাদের নিজেদের মূলধন দিয়ে নিজের পরিবার দিয়ে এই ফরেক্স বিজনেস করতে পারে।
-
হ্যা, ফরেক্স একটি লাইফ টাইম ব্যবসা। এটা একবার ভাল ভাবে শিখলে সারা জীবন করা যেতে পারে। এটা ঘরে বসে করা যায়। তাই যে কোন জায়গায় গেলেও ফরেক্স ট্রেড করা যেতে পারে। আর এখানে পেসার দেয়ার কেউ নেই। যখন ইছা তখন ট্রেড করা যায়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই জন্য ফরেক্স ব্যবসা এতো পরিচিত । ফরেক্স ব্যবসা আসলেই লাইফ টাইম এর জন্য । কারন যারা ফরেক্স করে তারা ফরেক্স না করে থাকতে ই পারে না । কারন এখানে অল্প সময়ে অনেক টাকা আয় করা সম্ভব । আমি ফরেক্স ব্যবসাকে আমার লাইফ এর সাথে জড়িয়ে নিয়েছি । আমি ফরেক্স ব্যবসাকে মারাত্মক ভালোবাসি ।
-
অবশ্যই ফরেক্স একটা লাইফ টাইম ব্যবসা । কেউ যদি চাকুরি করে তবে তাকে একসময় চাকুরী থেকে বাধ্যতামূলক অবসর নিতে হবে শারিরীক সক্ষমতায় আর পেরে উঠবে না বলে । কিন্ত ফরেক্স দক্ষতা একবার সঠিক ও পূর্ণঙ্গভাবে অর্জিত হলে সে জ্ঞান তার মূত্যুর আগ পর্যন্ত তাকে এই মার্কেটে টিকে থাকতে ও ভাল একটা অবস্থান সৃষ্টি করতে সাহায্য করবে ।
-
আমার মনে হয় ফরেক্স অনেকদিন থাকবে আর যে একবার ফরেক্স এ ট্রেড করা শিকবে সে সারা জীবন ফরেক্স এ ব্যবসায় করতে পারবে। তাই আমি বলব ফরেক্স হলও লাইফ টাইম ব্যবসায় । আর যারা একবার ফরেক্স শিখবে তারা পরে অনেক অল্প পরিশ্রমে সারা জীবন এখান থেকে আয় করতে পারবে।
-
আমি মনে করি ফরেক্স হল একটা লাইফ টাইম ব্যবসা।কেউ যদি ফরেক্সে ভালো করে সফল হয় তাহলে সে ফরেক্সকে তার জীবনের একটা ব্যবসা হিসাবে নিতে পারে।
-
আমি মনে করি ফরেক্স একটি লাইফটাইম বাবসায় ।এখানে আপনি একবার ট্রেড শিখলে আজীবন আইয় করতে পারবেন । এখানে একবার ইনভেস্ট করে যত দিন না পর্যন্ত আপনার অ্যাকাউন্ট জিরো না হয় তত দিন পর্যন্ত আপনি ট্রেড করে লাভ বের করতে পারবেন । আপনি কষ্ট করে একবার ট্রেড শেখেন দেখবেন আজীবন কাজে লাগবে ।
-
আমি পূর্ব থেকেই ফরেক্স ট্রেডিং বিষয়ে কিছু জ্ঞান ও ধারনা অর্জন করেছিলাম কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক না করার কারনে আমি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছি । এজন্য আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া ।
-
আমি মনে কুরি ফরেক্স একটি লাইফটাইম ব্যবসায়। এখানে একবার ট্রেড শিখতে পারতলে আপনি সারা জীবন ট্রেড করে আয় করতে পারবেন। ফরেক্সে ট্রেড করে আয় করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে। আপনি যদি ফরক্সে একবার ইনভসস্ট করেন তাহলে আপনি ওই ইনভেস্ট দিয়ে জতদিন না পানার আচ্চউন্ট জির না হয় ততদিন ট্রেড করে আয় করতে পারবেন।