-
আমি ফরেক্স মার্কেট এ নতুন। আমি ফরেক্স মার্কেট এ এখনো আয় করতে পারি নি। তাই আমি ফরেক্স মার্কেট এখনো করো শিখাতে পারি নি। তবে আমার ইচ্ছে যে আমি ফরেক্স মার্কেট এ ভাল একজন ট্টেইনার হলে আমি নতুন গ্রাহকদেরকে এই ফরেক্স মার্কেট এর কাজ শিখাবো। আমি এখন বর্তমানে ফরেক্স শিখাচ্ছি না। তবে ফরেক্স করতে উৎসাহিত করি।
-
আমি ফরেক্স মার্কেটে কাজ করছি ৪ মাস হল কিন্তু আমি এখনো কাউকে ফরেক্স ব্যবসা শিখায় নি কারন আমি মনে করি ফরেক্স একটা ঝুকি পুর্ন ব্যবসা।তাই কাউকে এই ব্যবসা সম্পর্কে বলি না।তবে ইচ্ছা আছে আমি যদি এই মার্কেট সম্পর্কে দক্ষ হতে পারি তাহলে আমার বন্ধুদের শিখাবো।
-
আমি ফরেক্স নতুন আমি ফরেক্স শিখি আমার আশা আছে ফরেক্স যদি আমি থিক মত শিখতি পারি তবে আমি ফরেক্স আমার ছোট ভাইকে শেখাব ধন্যবাদ|
-
ব্যক্তিগতভাবে আমি আমার দুই বন্ধুকে প্রথমে ফরেক্স সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। তারা এখন ফরেক্স থেকে ইনকাম করে। এখন আমি আমার এক ছোট ভাইকে ফরেক্স সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করছি। আমার বিশ্বাস সে ও ফরেক্স থেকে ইনকাম করতে পারবে। অন্যকে ফরেক্স শেখালে আমার নিজেরও অনেক উপকার হয়। তাই ভবিষ্যৎ এ সুযোগ পেলে আমি ফরেক্স আরও অন্যদের শেখাবো।
-
এভাবে টার্গেট করে ফরেক্স করা যায় না। তবে আপনি ট্রেড জানলে আর ভাল করে করতে পারলে আপনি মাসে ১৫% গেইন করতে পারেন। ফরেক্স থেকে বেশি আসা করা থিক না যে আপনি এটা করে বড়লোক হবেন। আমি তো আসা ক্রতাম প্রতিদিন ১০ করে পাব কিন্তু তা আর পুরন হয় নাই। কি আর করার।
-
আমি এই পর্যন্ত দুই জনেক ফরেক্স শিখিয়ছিলাম। তাদের মধ্য একজন টিকে থাকতে পারেনি। আর একজন এখনো সফল হওয়ার জন্য অনেক চেষটা করে যাচ্ছে। সে অনেক ব্যালেন্স করে ট্রেড এ লাভ করছে। তবে ফরেক্স শেখার ভালো কিছু সাইত আছে। তাহলোঃ babypips.com
-
আমার ২ জন বন্ধু কে ফরেক্স এর কাজ শিখাচ্ছি।তবে আমি নিজে এখন ও ভাল ভাবে ফরেক্স এর কাজ পারিনা তবে যত টূকু পারি তত টুকু ই তাদের আমি খুব ভাল ভাবে শেখাচ্ছি যাতে তারা পরে খুব ভাল ভাবে ফরেক্স এ কাজ করতে পারে।আমি চাই সকলেই ফরেক্স শিখুক এবং এ থেকে সকলে ভাল আয় করুক তাই আমাকে এই মার্কেট থেকে ফরেক্স শিখার জন্য চেষ্টা করতে হয়।আমাকে বেশী করে এই মার্কেট হতে ভাল করে ট্রেডিং শিখতে হবে ট্রেডিং শিখতে না পারলে আমি এই মার্কেট হতে ফরেক্স করে কোন লাভ করতে পারব না।
-
আমি এখন পর্যন্ত তিন জনকে ফরেক্স সম্পর্কে জানাতে পেরেছি এবং তারা সবাই ফরেক্স এ কাজ করছে। তারা ফরেক্সের কাজ করে ভাল মুনাফা অর্জন করতে পারছে। আমার ইচ্ছে আছে আমি আমার আরও কয়েক জন নিজস্ব লোকদের ফরেক্স সম্পর্কে যানাব এবং তাদেরকে ফরেক্সে নিয়মিত করে তুলব।
-
আমি ফরেক্স এ নুতুন তাই আমি কাউকে ফরেক্স শিখায় নাই । কারন আমিই আর একজনের কাছ থেকে ফরেক্স শিখেছি আর বুঝেছি ফরেক্স শিখার কোন শেষ নাই এর পর যে যত সময় দেবে সে ততই শিখবে । তাই আমি ফরেক্স এ অনেক সময় দিই এবং আমি ফরেক্স সর্ম্পকে অনেক জানতে চাই।
-
লাভ লস হল তারা দুই ভাই । অামাদের এটাও বুঝতে হবে অার অাল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না । অতএব কাজ অামরা চালিয়ে যাব অাশা করা যায় পরিশ্রম অনুযায়ী ফল ভোগ করতে পারব । কিন্তু লাভের অাশায় যেন চালান শেষ না হয়ে যায় । অামরা মনোবল নিয়ে এ কাজ নেমে যাই ফল পাবই ।