-
ফরেক্স মার্কেট এ লস করি কারন নিজের ট্রেডিং সিস্টেম না বুঝে ট্রেড করার কারন এ লস করি আবার ট্রেডিং সিস্টেম এর বাইরে ট্রেড করেও লস করি আপনার ট্রেডিং সিস্টেম যদি ভাল থাকে আর আপনি যদি আপনার ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝতে পারেন তামেনে নিয়মিত লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে লাভ এর টাকা তুলতেও পারবেন
-
ফরেক্স এর আমরা লস করি তার কারণ হচ্ছে বেশি লটে ট্রেড করার ফলে। বিশেষ আমরা যখন বেশি লটে ট্রেডের কথা চিন্তা মানি ম্যনেজমেন্টের কথা বিবেচনা না করে ট্রেড করি তখন আমি মনে করি আমাদের প্রতিটি ট্রেড ঝুকির মুখে পড়ে থাকে। এমনকি লোভের বসত বেশি ঝুকি নিয়ে মার্কেট এনালাইসিস ছাড়াই যখন ট্রেড করে করি তখনই আমরা বেশির ভাগ সময় এই মার্কেটে লস করে থাকি। এছাড়াও নতুন অবস্থায় বেশির ভাগ ট্রেডার না বুঝে না জেনে ট্রেড করার ফলে মার্কেট লস করে থাকে। আর এগুলো পরিবহার করে যদি কেউ সফলভাবে ট্রেড করতে পারে তাহলে সে অবশ্যই একসময় লসকে ঠেকাতে পারবে।
-
ভাই এখানে একজন ট্রেডারের লস করার পেছনে বিভিন্ন কারন থাকতে পারে। কেউ মনে করেন যে মানি ম্যানেজ ম্যান্ট ফলো না করলে, কারও মনে করেন যে মার্কেটের উপর সেরকম কোন অভিজ্ঞতা নেই, আবার দেখা যায় যে অনেকে অনেক বছর ধরে এই মার্কেটে ট্রেড করছেন কিন্তু তারপরেও তিনি তার নিজস্ব একটা ট্রেডিং স্ট্রাটিজি বানাতে পারেননি, এর পর অনেকে আছেন যারা মনে করেন তাদের ইমোশোনকে কোন মতেই কন্ট্রোল করতে পারেন না, কারন তাদের ধৈর্য্য অনেক কম ইত্যাদি এছাড়াও আরও অনেক কারন রয়েছে।
-
আমরা ঝারা ফরেক্স ট্রেড করি তারা কেউ ভাল করে ফরেক্স সম্ধে ভাল করে জানি না।এতে করে আমাদের লস হয়।আবার অনেক সময় voliome সাইজ বেশি নিই এ কারনে লস করি।এ ভাবেই আমরা ফরেক্স এ লস করি।
-
ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়। অনেকে না বুঝে হুজুগের মাথায় হঠাৎ করে না বুঝে ট্রেড দিয়ে বসে তাতে লস হতে হয়। তাই ফরেক্স না বুঝে করলে ক্ষতির সম্মুখি হতে হবে। ভাল করে বুঝে ট্রেড দিতে হবে।
-
ছোট বেলা একটা প্রবাদ পড়েছিলাম - বড় যদি হতে চাও ছোট হও তবে। এখানেও তাই। যদি লাভ করতে চাও আগে হিউজ লস কর। তবেই না লাভ কিভাবে করতে হয় তা জানতে এবং একই সাথে বুঝতেও পারবে। যাই হোক আমি এখনও লস করছি সেই লেভেল এর। হয়ত বা আমি আগামীতে প্রফিটের দেখা পেলেও পেতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমরা লস করি বেশিরভাগ কারন হল ফরেক্স মারকেটের যে নিওম কানন আছে সেগুল না মেনে ট্রেদ করি আর কোন এনালাইসিস না করে ট্রেড ওপেন করা হয় নিউজ ফল না করে ট্রেড ওপেন করি বিভিন্ন কারনে আমরা লস করি।
-
আমরা ফরেক্স এ যে কারনে লস করে থাকি তা হচ্ছে আমাদের যদি ফরেক্স সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আমার লসে এ পরি । যাদের ফরেক্স এ অভিজ্ঞতা কম থাকে তাদের ক্ষেতে লস করার সম্ভাবনা বেশি থাকে । ফরেক্স মার্কেট এ যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ একজন ট্রেডার বিভিন্ন কারণে লস করে থাকে,তার ভিতর অন্যতম কারণ হলো মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা এবং অতি লোভ এ বড় লট এ ট্রেড ওপেন করা,তাছাড়া সঠিক ট্রেন্ড না ধরতে পেরে তার বিপরীতে ট্রেড নেওয়া।
-
ফরেক্স মার্কেট এ লস করার প্রথম এবং প্রধান কারণ হলো অজ্ঞতা। যত লুজার আছেন তারা আসলে ভাল ভাবে না জেনে না বুঝেই মার্কেট এ ট্রেড করা শুরু করেন তাই লস করেন। যদি কেউ লস না করতে চান তাহলে তাকে প্রথমে স্টাডি করতে হবে দীর্ঘদিন তারপর ডেমো ট্রেড করতে হবে দীর্ঘদিন এবং একটি সিস্টেম এর সাথে। যদি সঠিক ভাবে কেউ মানিম্যানেজমেন্ট এবং একটি স্ট্রেটেজি নিয়ে ট্রেড করেন তার প্রথম দিকে কিছু লস হলেও পরে সেই লস গুলো লাভের দিকে যেতে থাকবে। এবং সব সময় যদি একটি স্ট্রেটেজি ধরে রাখতে পারেন তাহলে তার সেটায় জ্ঞানও বৃদ্ধি পাবে এবং লাভও দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে।