-
আমাদের দেশে অনেক গৃহিনীরা আছেন পড়ালেখা শেষ করে কোন চাকুরি করেন আবার অনেকেই করে না। আমাদের দেশে গৃহিনীরা প্রতিদিন যে পরিমান এ সংসারে কাজ করে এতে অনেক সময়ই তারা বেকার বসে থাকেন। তাই আমি মনে করি যে আমাদের দেশে গৃহিনীরা এই ফরেক্স করে আয় করে তারা তাদের সংসারে যাবতীয় খরচ মিটাতে পারে। এছাড়া তাদের ছেলেমেয়েদের স্কুলের যে খরচটুকুউ আছে এই ফরেক্স করে তা মেটাতে পারে। ধন্যবাদ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট গৃহিনীদের জন্য এক অনন্য আইয়ের উৎস হতে পারে, কারন এই মার্কেট থেকে আয় করার জন্য ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন পরেনা। তবে এই জন্য গৃহিনীদের ভাল মানের ত্রাইনিং এবং পড়াশোনার দরকার। যাই হোক ফরেক্স মার্কেট ঘরের গৃহিনীরা করতে পারবে তার কারন ঘরের গৃহীনিরা সংসারের কাজ কর্ম করে অনেকটা অবসর সময়ে বসে থাকে। তাই আমার মতে তারা যাদি এই অবসর সময়ে ফরেক্স করে তাহলে তারা অনেকটা আয় করতে পারেন তাদের হাত খরচা করার জন্য।
-
ফরেক্স হল একটি স্বাধীন পেশা এর নির্দিষ্ট কোনো সময় নেই। তাই এটি যেকোন পেশাজীবি মানুষ করতে পারে। গৃহিণীদের জন্য ফরেক্স টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ। যেকোনো সময় ঘরে বসেই ফরেক্সে ট্রেড করে ইনকাম করতে পারেন তারা। সংসারের আর্থিক ভাবে যোগান দিতে পারেন। তবে সব পেশাজীবীর গৃহিণীরা এটা করতে পারে না। কারণ ফরক্স করতে গেলে প্রচুর ধর্য্য, জ্ঞান অর্জন করার মনোভাব, অনুশীলন করার আগ্রহ থাকতে হয় যা অনেকেরই থাকে না।
-
বর্তমানে এই ইন্টারনেটের যুগে ছেলেরাই বাইরে গিয়ে কাজ করে না বরং ঘরে বসেই অনেক অর্থ উপার্জন করছে অনলাইনে কাজ করে । সেখানে মেয়েদের তো বাইরে গিয়ে কাজ করার সুযোগ কম থাকে এবং অধিকাংশ মেয়েরাই যেহেতু গৃহিণী তাই তারা তাদের এই অবসর সময়টাকে ভাল কাজে লাগাতে পারে । আর ফরেক্স তো সবার জন্যই শুধু আগ্রহ থাকলেই হল ।
-
বিসনেস ম্যান যে শুধু পুরুষ হবে এমন কোন কথা নয় । গৃহিনীরাও হতে পারে । ফরেক্সে গৃহিনীরা বিসনেস করে পরিবারকে অনেক সফলতা এনে দিতে পারে । ফরেক্স বিসনেস করার জন্য এই বিসনেস কে অনেক বেশি সময় দিতে হয় । আর যেহেতু মহিলারা প্রায় অধিক সময়ই বাসায় থাকে তাই তাদের জন্য অনেক ভাল । ফরেক্স ঘরে বসেই করা হয় করা যায় এবং অনেক সময় পাওয়া যায় । ফলে পরিবার এবং ব্যবসা দুটো্ই সামলানো যায় এবং আয়ও করা যায় ,যা দিয়ে পরিবারের ব্যয় *নির্বাহ করে আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যা সম্পর্কে ভালো ভাবে জানা থাকলে যে কেউ এর সুবিধা ভোগ করতে পারেন ফরেক্স থেকে গৃহিণীরা ও অনেক সুবিধা গ্রহন করতে পারেন তারা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অবগত হন তাহলে তারা তাদের পরিবারকে সচ্ছল করতে পারেন এবং নিজেকেও সাবলম্বি করতে পারেন। ফরেক্স শিখতে হবে এবং ডেমো ট্রেডে অংশ নিয়ে ট্রেড করার দক্ষতা অর্জন করতে হবে। ফরেক্স থেকে সাধারনত নারী-পুরুষ সকলেই সুবিধা নিতে পারে।
-
ফরেক্স করে গৃহিনীরা অনেক সুবিধা পেতে পারে,তারা তাদের পারিবারিক কাজ এর পাশাপাশি অবসর সময় যদি ফরেক্স করতে পারে তাহলে সে ভালো ইনকাম করতে পারবে এই বিজিনেস থেকে,আর এই ইনকাম তাকে স্বাধীন ভাবে বাচতে শিখাবে,কিন্তু এর জন্য তাকে আগে ফরেক্স লার্ন করতে হবে।
-
ফরেক্স আন্তর্জাতিক ব্যাবসা যা যেকোনো মানুষ করতে পারে।যদি ফরেক্স সম্পর্কে জানা ও বুঝতে পারা যাই। গৃহিণীদের জন্য ফরেক্স মার্কেটে অনেক সুবিধা রয়েছে। কারণ ফরেক্স ঘরে বসেই করা যায়। গৃহিণীরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারে*।
-
ফরেক্স মার্কেট যেহেতু সকলের জন্য উন্মুক্ত তাই এখানে যে কেউ আসতে পারেন। আর গৃহিণীদের অবসর সময়ে ফরেক্স ট্রেডিং শিখে করতে পারলে আমি এটা খারাপ কিছু দেখি না।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা সবার জন্য। এটা সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীন। এই বিজনেসে সবাই সমান। কে ছাত্র, কে বেশি শিক্ষিত, কে চাকুরীজিবি, কে গৃহিনী এখানে সেটা কোন ব্যাপার না। তাই আমি মনে করি গৃহিনিরাও ঘড়ে বসে ফরেক্স ব্যবসা করতে পারে।