ফরেক্স সম্পর্কে চর্চা ও ভালো জ্ঞান অর্জন করা থাকে।ফরেক্স ট্রেড এ অনেক সদস্য আছে যারা ট্রেড করে প্রতিনিয়ত লসের সম্মুখীন হচ্ছেন,এটার একমাত্র কারন হলো ফরেক্স সম্পর্কে এ্যনালাইসিস ও জ্ঞান অর্জন না করা।আমি মনে করি,ফরেক্স ট্রেড যদি আমরা গুরুত্ত ও মনোযোগ সহকারে আমরা শিক্ষা লাভ করতে পারি তাহলে আশা করি আমাদের লসের পরিমান কমে যাবে এবং সবাই এখান থেকে লাভ করতে পারব।অঙ্কের সুত্র যদি জানি তাহলে ফলাফল ভাল হবে বা উত্তর সঠিক হবে। অঙ্কের সুত্র যদি সঠিক না হয় তাহলে উত্তর ভুল হবে এটাই স্বাভাবিথিক্তাই ভুজে শুনে অঙ্ক মিলানই বুদ্ধিমানের কাজ হবে।