ফরেক্স কে কখনই চিন্তা মুক্ত পেশা বলা যাবেনা কারণ এখানে অনেক সময় দিয়ে অনেক চিন্তা ভাবনা করে মার্কেট এনালাইসিস করে ট্রেড দিতে হয়|আমর যদি মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে না পানি তবে লসের অশংষ্কা থাকে সে কারনে ফরেক্স কে চিন্তামুক্ত পেশা বলা যায় না ।
Printable View
ফরেক্স কে কখনই চিন্তা মুক্ত পেশা বলা যাবেনা কারণ এখানে অনেক সময় দিয়ে অনেক চিন্তা ভাবনা করে মার্কেট এনালাইসিস করে ট্রেড দিতে হয়|আমর যদি মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে না পানি তবে লসের অশংষ্কা থাকে সে কারনে ফরেক্স কে চিন্তামুক্ত পেশা বলা যায় না ।
ফরেক্স ট্রেডিং এই পেশাটি আপনার কাছে তখনই চিন্তামুক্ত পেশা হিসাবে বিবেচিত হবে যখন আপনি ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে পুরোপুরি ভাবে সক্ষম হবেন।
ফরেক্স চিন্তা মুক্ত পেশা কেন হবে? এখানে আপনার টাকা ইনভেসট হচ্ছেনা? যদি ইনভেস্ত হয় তাহলে সেতা লাভ হয় নাকি লস হয় সেটা নিয়েতো আপনার এমনিতেই টেনশন হবেই। তা ছাড়া এখানে এখানে প্রতি মুহুর্তে সুচক উঠানামা করে, তাই মুহূর্তে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তাহলে টেনশন ফ্রি থাকার কোন সুযোগ থাকেনা।
পৃথিবীতে চিন্তা মুক্ত কোন পেশা আছে বলে আমির জানা নেই।তবে আমি মনে করি আপনি যদি ভালো করে ফরেক্স ব্যবসা শিখতে পারেন তাহলে চিন্তা মুক্ত হয়ে ফরেক্স ব্যবসা করেত পারবেন।এখানে চিন্তার কোন বিষয় নয় এখাবে বুঝার বেপার আছে আপনি বুঝে শুুনে ট্রেড করুুন এবং মাসে মাসে অনেক টাকা আয় করুুন।
ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি স্বাধীন ব্যবসা কিন্তু চিন্তা মুক্ত নয়। ফরেক্স ট্রেডিং এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসা যেখানে ট্রেডিং ওপেন করার পর মাথায় এমনিতেই চিন্তা চলে আসে। তবে যারা অনেক দিন যাবত ফরেক্স ট্রেডিং ব্যবসা করে আসছে এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তাদের চিন্তা একটু কম হয় বলে আমি মনে করি।
আরেকটু চিন্তা মুক্ত পেশা বললেই চলে কারন এতে আপনার নিজের ইচ্ছা মতন ট্রেড করতে পারবেন। এটা আপনাকে কেউ চাপ দেয়ার নেই এটা আপনার নিজের ইচ্ছামত করছেন। এটা কি কেউ হুকুম দিচ্ছে না।
না ফরেক্স কখনই চিন্তামুক্ত পেশা নয়। উল্ট করে বলা যায় ফরেক্স চিন্তাযুক্ত পেশা। কারণ ফরেক্স এমন একটি ব্যবসা যাতে শারিরিক কোন পরিশ্রম করতে হয়না। কিন্তু মানুসিক পরিশ্রম অনেক বেশি করতে হয়। এখানে অনেক বেশি মেধা খােটিয়ে ট্রেড করতে হয়। মার্কেট এনালাইসিস করতে হয়। আর ন হলে আর্থিক ক্ষতি হতে পারে।
ফরেক্স কে আমি কখনই চিন্তামুক্ত পেশা ভাবি না কারন ফরেক্স হল খুব রিস্কের বেবসা এতে বলা যাবে না বাজার কখন নাম্বে আর কখন উঠবে ।তাই আমি ফরেক্স কে চিন্তা মুক্ত পেশা বলি না ।
ফরেক্স ব্যবসা কখনো চিন্তামুক্ত ব্যবসা হতে পারে না । আর শুধু ফরেক্স নয়,,, সকল ব্যাবসায় চিন্তাযুক্ত । কোনো পেশা চিন্তামুক্ত নয় । ফরেক্স ব্যবসা ও তার বিপরীত নয় । তার কারন হলো ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । আমরা ফরেক্স মার্কেটে নগদ অর্থ ডিপোজিট করে তারপর ট্রেড করে লাভ করে থাকি । যদি আমাদের ট্রেড তার বিপরীতগামি হয় তাহলে আমাদের চিন্তা অনেকগুণ বেড়ে যায় এবং শুধু ভাবতে থাকি যে কখন মার্কেট আবার তার নিজ স্থানে ফেরত আসবে ও লাভ হবে । তাই আমি বলবো ফরেক্স মার্কেট কখনো চিন্তামুক্ত ব্যবসা হতে পারে না,,,,,, ধন্যবাদ ।