ফরেক্স ট্রেডিং শেখার জন্য নতুন রা সাধারণত যে ফ্যাক একাউন্ট ব্যবহার করে তাকে ডেমো একাউন্ট বলে। এতে ট্রেড করলে ট্রেডিং টা খুব ভাল ভাবে শেখা যায় আর ফরেক্স মার্কেটে দক্ষ হওয়া যায়। আর এর ফলে আমাদের আয় অনেক বেরে যায়। যা আমাদের আশা থাকে সব সময়।
Printable View
ফরেক্স ট্রেডিং শেখার জন্য নতুন রা সাধারণত যে ফ্যাক একাউন্ট ব্যবহার করে তাকে ডেমো একাউন্ট বলে। এতে ট্রেড করলে ট্রেডিং টা খুব ভাল ভাবে শেখা যায় আর ফরেক্স মার্কেটে দক্ষ হওয়া যায়। আর এর ফলে আমাদের আয় অনেক বেরে যায়। যা আমাদের আশা থাকে সব সময়।
ফরেক্স মাকেট শেখার জন্য ফরেক্স আপনাকে ৫০০০ ডলার দিবে আপনার পারতিস এর জন্য যাতে আপনি ফরেক্স মাকেট বুঝতে পারেন | পারতিস এর জন্য যে একাউন্ট খুলা হয় তাই হল ডেমো একাউন্ট |
ডেমো একাউন্ট হল ব্রোকার সাইটের নকল ডলারের একাউন্ট যেখানে আপনি ফ্রি ট্রেদ করার সুযোগ পাবেন কিন্তু আপনি লাভ করলে লাভের টাকা তুলতে পারবেন না।একজন নতুন ট্রেডার ট্রেডিং দক্ষতা ফ্রিতে অর্জন করতে পারে ডেও একাউন্ট প্রাকটিস করে।
ডেমো একাউন্ট হল ব্রোকার সাইটের ভার্চুয়াল ডলারের একাউন্ট যেখানে আপনি ট্রেড করে লাভ বা লস করলেন তাতে আপনার ব্যলেন্সের উপর কোন প্রভাব পড়বে না।নতুনদের ডেমো একাউন্ট শেখার ফ্রি জাইগা হল ডেমো একাউন্টে প্রাকটিস করা।
ফরেক্স শেখার ক্ষেত্রে ডেমো একাউন্ট একটি অন্যতম সুবিধা। ফরেক্স করতে গেলে সাধারনঅত আপনাকে আগে ইন্সভেস্ট করতে হয়। কিন্তু ব্রোকার রা ট্রেডিং শিখতে প্রহমেই ডেমো একাউন্ট এ ভার্চুয়াল মানি দেয়। যেটা আমরা ট্রেড শুরু করি।
ডেমো একাউন্ট হচ্ছে নতুন দের জন্য। ডেমো একাউন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা টাকা ছাড়াই ফরেক্স শিখতে পারি। এটা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের একটি খুব ভাল জায়গা। এখানে যে কেউ চাইলে একটা একাউন্ট খুলে ফরেক্স মার্কেট এ ব্যবসা শিখতে পারবে।
ফরেক্স এ ডেমো একাউন্ট এর সুযোগ করে আমাদের অনেক উপকার হইছে। কেননা ফরেক্স এ সর্বপ্রথম ডেমো একাউন্ট দিয়েই ট্রেড শুরু করতে হয়। আর রিয়েল দিয়ে শূরু করলে আমরা আমাদের নিজেদের পকেটের টাকা লস করতে পারি।
ফরেক্সে এ ডেমো একাউন্ট বলতে যে একাউন্ট দিয়ে আপনি কোন ডিপোজিট ছাড়া সর্ম্পণ ট্রেডিং সুবিধাা নিয়ে ট্রেড করেবেন এমন একটা এ্যাকাউন্ট এখানে যেমন আপনিাকে ট্রেড করার জন্য ডিপোজিট করতে হয় না তেমনি ট্রেডিং হতে অর্জিত প্রফিট ও আপনি উত্তলন করতে পারবেন না । এই ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি রিয়েল ট্রেডিং এর সকল সুবিধা পাবেন । এখান হতে আপনি শিখতে পারবেন ট্রেডিং এর সকল কলা কৈাশল অর্জন করতে পারবেন ট্রেডিং এর অভিগতা ।
ডেমো একাউন্ট হলো ফরেক্স মার্কেটে কোন রিয়েল মানি ডিপোজিট না করে ট্রেড করার একটি উপায় । একজন নতুন ট্রেডারের জন্য ফরেক্স ট্রেডিং শিখার প্রথম ধাপ। এই ডেমো একাউন্টে একজন নতুন ট্রেডার তার ইচ্ছেমত ট্রেড করে টেডিং শিখতে পারে কোন রকম রিয়েল মানি ব্যাতিত। তাই ডেমো ট্রেডিং হল একজর নতুন ট্রেডারকে রিয়েল মার্কেটে সফলতার সহিত ট্রেড করার জন্য উপযোগী করে তোলার অন্যতম সহজ একটি পথ।
ডেমো এ্যাকাউন্ট হল ফরেক্স কতৃপক্ষ আমাকে ফরেক্স শিখার জন্য একটি এ্যাকাউন্ট করতে দেয়। যেখানে বিনিয়োগ করতে হয় না। আপনি আপনার ইচ্ছা মত ভার্চুয়াল ডলার নিয়ে ট্রেড করতে পারেন এবং ট্রেড শিখতে পারেন। ডেমো এ্যাকাউন্টের ডলার কখনোই আসল ডলার নয়। এখানে সম্পূর্ন নকল ডলার থাকে। তবে আপনি আসলের ন্যায় ট্রেড করতে পারবেন। এখানে লস হলে আপনার বা ফরেক্স কতৃপক্ষ কারোই লস হবে না। আবার যদি আপনি অনেক লাভ করেন তাহলেও সে ডলার আপনি তুলতে পারবেন না। এই ডলার সম্পূর্ন প্রাকটিসের জন্য দেয়া হয়।