-
স্ক্যাল্পিং ব্যাপারটা ফরেক্স মার্কেট এর খুব সাধারন এবং জনপ্রিয় একটা টার্ম । বিশেষ করে যাদের পুজি কম তাদের জন্য স্ক্যাল্পিং অনেক সুবিধার । স্ক্যাল্পিং করে অল্প পুঁজি থেকে অনেক ভালো কিছু করা যায় । স্ক্যাল্পিং এর জন্য আমাদের ছোট ছোট টাইমফ্রেম ব্যাবহার করাই বেশি বুদ্ধিমানের কাজ । বড় টাইম্ফ্রেম গুলো স্ক্ল্যাল্পিং করার জন্য খুব বেশি সুবিধার নয় । আমরা যদি স্ক্যাল্পিং করে লাভবান হতে চাই তাহলে আমাদের ছোট ছোট টাইম্ফ্রেম গুলো খুব বেশি বেশি এনালাইসিস করতে হবে এবং মার্কেত এর গতিবিধি লক্ষ্য রাখতে হবে ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ স্কেল্পপিং পছন্দ করেন না এমন মানুষ কম আছেন কারনে এতই অনেক সহজ সিস্টেম এবং আমরা এর মাধ্যমে খুব সহজেই ফরেক্স মার্কেট থেকে ভাল টাকা লাভ করতে পারি এ জন্য আমাদের কে এই সিস্টেম শিখে ট্রেড করতে হবে যাতে করে আমাদের কোন রকম সমস্যার মধ্যে পরতে না হয় ।
-
আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। কারন আমি এটা করে কিছু প্রফিট নিয়ে আসি। আর এটা করতে বেশি সময় লাগে না। আপনারা ও চাইলে এটা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ৫ মিনিট, ১৫ মিনিট বা ৩০ মিনিট এর টাইম ফ্রেম ব্যবহার করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে স্কাল্পিং করে আমাদের কে ট্রেড করতে হবে কারন স্কাল্পিং ছাড়া ট্রেড করে আমরা এই মার্কেট থেকে তেমন সুবিধা করতে পারব না । ফরেক্স মার্কেট এ আমাদের অবশ্যই স্কাল্পিং করে ট্রেড করে যেতে হবে তাহলেই আমরা এই মার্কেট হতে সফল হতে পারব ।
-
আমি স্কাল্পিং পছন্দ করি না আমি চাই আমার জাতে ভাল একজন ট্রেডার হতে পারি আর ভাল একজন বিজনেস ম্যান হতে হলে যত গুনা বলি দরকার আমি টার সব কিছু অর্জন করার চেষ্টা করিচি আমি মনে করি আমি পারব আমার চেষ্টা দ্বারা আর এইটা সম্ভব বলে ও নিজে করি
-
হা আমি স্কেল্কপিং পছন্দ করি কারন এতে করে আমি রাতে অল্প অল্প করে ট্রেড নিয়ে আমার ইকুয়েটি বারিয়ে থাকি আসলে স্কেল্পিং আমাদের জন্য অনেক লাভজনক একটি সিস্টেম যা ব্যাবহারের মাঝে দিয়ে আমরা এই মার্কেট হতে অনেক লাভ করতে পারি খুব সহজেই ।
-
স্ক্যাল্পিং হলো সর্ট ট্রেডিং সিস্টেম। এটা অনেকে পছন্দ করে আবার অনেকে আছে পছন্দ করে না। এটা যার যার ব্যাক্তিগত বিসয়। এখানে অল্প ডিপোজিট দিয়েও মোটামুটি ভালো কিছু করা যায়। এর জন্যে থাকতে হবে ধৈর্য আর দক্ষতা। তাহলেই অল্পতেই ভালো করা যাবে। আমার যানা মতে অনেকেই স্ক্যাল্পিং করে এবং ভালোই লাভবান হয়েছে। ধন্যবাদ
-
স্কাল্পিং ভাল,তবে এর বিষয়ে অনেক বেশি দক্ষ হতে হবে তবেই আপনি এটা করে লাভবান হতে পারবেন,স্কাল্পিং এ আপনি স্বল্প ইনভেস্ট করেইবেশি মুনাফা অর্জন করতে পারবেন।এটা শর্ট টাইমের ট্রেড,তবে আমাদের দেশের নেটওয়ার্কিং ব্যাবস্থার যে অবস্থা তাতে দেখা যায় সঠিক সময়ে ট্রেড ক্লোজ করা সম্ভব হচ্ছে না এতে করে ঝামেলায় পরতে হয় অনেক সময়,আমি স্কাল্পিং এর বিপরীতে নই,শুধু এই পরিপ্রেক্ষিতে আমাদের পারিপার্শ্বিক অবস্তার কথা বললাম আর কি।
-
ফরেক্স এ খুব বেশি জনপ্রিয় হচ্ছে স্কেল্কপিং করাটা।এটা পছন্দ করেনা এমন মানুষ অনেক কম আছে।স্কেল্কপিং করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।এটা করার মাধ্যমে আপনি বিশেষ করে যাদের পুজি কম তাদের জন্য স্ক্যাল্পিং অনেক সুবিধার । স্ক্যাল্পিং করে অল্প পুঁজি থেকে অনেক ভালো কিছু করা যায়
-
প্রতিটি কাজেই ঝুঁকি আছে । যে কাজে যত ঝুঁকি সে কাজে ততো বেশী আগ্রহ থাকে আর লাভ-ক্ষতি তো কাজে থাকবেই কিন্তু আমার কাছে মনে হয় স্ক্যাল্পিং সিস্টেমটা অনেকটা লোভনীয় এবং লাভজনক ট্রেডিং সিস্টেম । আমি লোভনীয় টাকে লোভী মনে করি না কারণ আমি জানি আল্লাহর মেহেরবানিতে আমাকে কোন প্রকার খারাপ লোভের আর্কষণীয় করবেনা আর আমি এক লাফে তাল গাছে উঠতে চাই না কিংবা একদিনে ডিম পাড়ার হাঁস কেটে সব ডিম এক দিনে পেতেও চাইনা । অল্প সময়ে মেধা খাটিয়ে কেম ইনভেস্টমেন্টে বেশী মুনাফা স্ক্যাল্পিং সিস্টেমে সম্ভব বলে আমি স্ক্যাল্পিং সিস্টেম পছন্দ করি।