-
ভাই আমি এখন পর্যন্ত অনেক বার অ্যাকাউন্ট জিরো করেছি । আসলে সেটার সঠিক সংখ্যাটা মনে রাখতে পারি নি । তবে হতে পারে ১৫ বার এর মত অ্যাকাউন্ট শূন্য করেছি । আমি মনে করি আমরা যত রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করব ততই রিয়েল ট্রেডিং অভিজ্ঞতা বাড়বে । লাভ হোক আর লস যাই হোক না কেন আপনার অভিজ্ঞতা বাড়বেই । তাই অ্যাকাউন্ট শূন্য হলে মন খারাপ না করে আবার নতুন উদ্দামে নতুন করে ট্রেডিং শুরু করুন । সফলতা আসবেই ইনশাল্লাহ ।
-
এ পর্যন্ত চার বার আমার একাউন্ট জিরো হয়েছে ট্রেড করতে হলে প্রথমে একাউন্ট জিরো হবে সাবাভিক । তবে অদক্ষ কারনে এটা হয়েছে আল্লাহ রহমতে এখন বুজে ট্রেড করি আপনেরা ধোয় করবেন ।
-
এ যাবত দুইবার আমার একাউন্ট জিরো হয়েছে একবার ইউএসডি জেপিইয়াই পেয়ারের অস্বাভাবিক মুভমেন্টের ফলে একাউন্ট জিরো হয়েছিল আরেকবার ভুলভাল ট্রেড নেয়ার কারনে একাউন্ট জিরো হয়েছিল তবে একটু সতর্ক হলেই একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের একাউন্ট শূন্য হওয়ার সম্ভবনা বেশি থাকে এর মূল কারন হচ্ছে লোভ ও অদক্ষতা তবে আমি ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে দেখেছি যে কখনো তার একাউন্ট জিরো করেনি ।
-
নতুন অবস্থায় এই মার্কেট এ ট্রেডাররা বেশী পরিমাণে লস করে এর প্রধান কারন হল এই সময়ে তারা বেশী পরিমাণে ফরেক্স সম্পর্কে শিক্ষা না নিয়েই ট্রেড শুরু করে যার জন্য এমন সমস্যায় তাদের কে পরতে হয় । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে এসব বেপার এ দৃষ্টি রাখতে হবে একাউন্ট জিরো করে তারপরে শিখলে তা কোন উপকারেই আসবে না ।
-
এ পর্যন্ত আমার একাউন্ট জিরো হয়েছে প্রায় ৪ থেকে ৫ বার তবে আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেট ট্রেড করতে গেলে প্রথম অবস্থায় মোটামুটি সবাইকে একাউন্ট একবার না একবার জিরো হয়েছে। কিন্তু আপনি যদি সতর্কতার সাথে ট্রেড করেন তাহলে খুবই সংখ্যক ট্রেডারই একাউন্ট জিরো হয়েছে এবং সতকর্তার সাথে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার কোন ভয় থাকে। আর আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরো হওয়ার পিছনে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো মানি ম্যানেজম্যান্ট তাতে করে একাউন্ট জিরো হওয়ার আশঙ্কাটা অনেক কমে যায়।
-
ফরেক্স ট্রেডে আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স হিসেবে ট্রেড করতে হবে। তাহলে লস হোক বা লাভ হোক আপনার একাউন্ট জিরো হবেনা। কারণ ফরেক্স এ আপনি একটি ট্রেড দেবার পর আপনি নিশ্চিত বলতে পারেননা আপনার ট্রেডটি প্রফিটে যাবে। আপনার ট্রেডটি স্টপলস ও হিট করতে পারে।
-
আমি এখন পর্যন্ত আমার একাউন্ট একবার জিরো করেছি। এই তো কিছুদিন আগের কথাই এটা। করোনায় লক ডাউন হবার কয়েক দিন আগেই একটা বাই এন্ট্রি নিছিলাম। ভাবছিলাম লং টাইম ট্রেডের দিকে ভাব্বো। কিন্তু না লং টাইমএর কথা ভাবতে গিয়ে পুরো ১৪০ ডলার একদম কচি করে বাশ খেয়ে গেলাম। লং টাইমের জন্য আসলে অনেক বেশি পরিমান এমাউন্ট দরকার হয়ে থাকে। অল্প এমাউন্ট দিয়ে আসলে লং টাইম করা যায় না। অল্প এমাউন্ট দিয়ে শর্ট টাইম ট্রেড করতে হয় আসলে।
-
ফরেক্স বিজনেস মার্কেটে আমি খুব অল্পদিন কাজ করছি।আগে একটা একাউন্ট ছিলোও। যার মাধ্যমে আমি ভালোই প্রফিট করছিলাম। তবে হঠ্যাৎ করোনাভাইরাসের কারণে মার্কেটের উঠানামায় আমার একাউন্ট টা জিরো হয়ে যায়।তাই নতুন করে নিজেকে আবার প্রতিষ্ঠিত করি।নতুন ভাবে এগিয়ে যাওয়ার আশা নতুন উদ্যমে কাজ শুরু করি
-
এ পর্যন্ত কতবার যে এ্যাকাউন্ট জিরো হয়েছে তা হিসাব নেই। তবে অংখ্যবার ব্যালেন্স জিরো হয়েছে এটা নিশ্চিত। তবে এগুলো আমার শেখার জন্য দরকার ছিল তা আমার পাথেয় হিসাবে কাজ করবে। না হলে হয়ত আমি ফরেক্স শিখতে পারতাম না।
-
সত্যই, আমার রেকর্ডটি শূন্য কতবার মনে পড়ে না। শুরু থেকে, স্টোরগুলির পরিমাপ খুব কম ছিল যা ঘন ঘন শূন্য রেকর্ডকে অনুরোধ জানায়। এর পিছনে মূল উদ্দেশ্য হ'ল অনুভূতি, এটি অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করার জন্য আমাকে দীর্ঘ প্রচেষ্টা সরিয়ে রাখে যাতে রেকর্ডটি সাধারণত শূন্য হয়। তা যেমন হউক, উল্লেখযোগ্যভাবে শূন্য হওয়ার কারণে আমি প্রায়শই আশ্বাস হারিয়ে ফেলিনি। প্রতিবার রেকর্ড শূন্য হয়ে গেছে, আবার শুরু করেছি। এর আফ্রিফ্যাকস যা আমি এখন প্রশংসা করতে সক্ষম হব।