ক্যাপিটাল যথেষ্ট ভূমিকা রাখে ফরেক্স ট্রেডিংয়ে। যত ক্যাপিটাল কম হবে,ব্যালেন্স ঝুঁকি তত বেশী। হ্যাঁ ফরেক্স বিজনেস করতে ক্যাপিটাল লাগবে বা বেশীই লাগবে এমনটা নয় বরং ক্যাপিটাল না হলে বা কম হলেও ফরেক্স বিজনেস করা যায়। সেটা আশানুরূপ ফল দিবে না। যদি আপনি ফরেক্স থেকে ভাল কিছু আশা করেন বা ভাল ইনকাম করতে চান তাহলে ভাল ব্যালেন্সের প্রয়োজন আছে। তবে সব ক্ষেত্রেই ফরেক্স নিয়ম নীতি মেনে না চললে যত ক্যাপিটাল হোক না কেন তেমন ফল দিবে না।