-
মোটামুটিভাবে তবে পুরোপুরি নই। তাই পরিপূর্ণভাবে সফলতা পাবার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি বলতে পারেন। কারন এই মার্কেটে এমনও অনেক কিছুই আছে যা আমার ধারণার বাইরে তবে চেষ্টা করে যাচ্ছি সেসব ধারণার সাথে পরিচিত হবার জন্য। তবে আসল কথা হলো কি আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এবং সফলতার জন্য (আল্লাহর) কাছে সবসময় সাহায্য চাইতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমি নিজেকে একজন সফল ট্রেডার মনে করি ফরেক্স করতে হলে আমাদের সফলতা একান্ত কাময তাই আমাদের কে সব সময় এই মার্কেট হতে সফলতার জন্য সব সময় এখানে ভাল করে ট্রেড করতে হবে তা না হলে আমরা নিজেদের কে সফল ট্রেডার হিসাবে বানাতে পারব না ।
-
আমি মনে করি কেও যদি ভাল মার্কেট বিশ্লেষণ করতে পারে তবে সে এই মার্কেট এ সফল হবে। কারন এই মার্কেট এ যে যত অভিজ্ঞ সে তত বেশি সফল। এই মার্কেট এ সফল হতে হলে সমসাময়িক নিউজ গুলা দেখতে হবে। তাছাড়া মার্কেট এর গ্রাফ ভাল ভাবে বিশ্লেষণ করে ট্রেড ওপেন করতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট এ সফলতা সম্ভব।
-
আমি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দাবি করতে পারিনা কারন আমি মনে করি সফল ট্রেডার হওয়ার মত ট্রেড এখন আমি করিনি ।তারপরও আমি এখন বেসিরভাগ ট্রেডে লাভ করি এবং ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারি। তাই আমি নিজেকে মতামুতি ভালো ট্রেডার মনে করলেও এখন সফল ট্রেডার মনেকরতে পারি নি।
-
আমি মনে করি আমি এখনো সফল ট্রেডার বলে নিজেকে দাবি করি না তবে চেষ্টা করে যাচ্ছি সফলতা অর্জনের। ফরেক্স মার্কেট এ আমরা সকলেই আসি ট্রেড করে সফলতার অর্জন করার জন্য অনেকেই আমরা সফল হই আবার অনেকই সফল হতে পারি না।ফরেক্স মার্কেট এ আপনি যদি চান সফল ট্রেডার হতে তাহলে এই মার্কেট এর পিছনে আপনাকে শ্রম দিতে হবে।আপনাকে অবিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই আপনি হতে পারবেন একজন সফল ট্রেডার।যে যত অভিজ্ঞ সে তত বেশি সফল। এই মার্কেট এ সফল হতে হলে সমসাময়িক নিউজ গুলা দেখতে হবে।
-
আমি একজন নতুন ট্রেডার , আমাদের চারপাশে হাজারো মানুষ দেখি তার মধ্যে ৯৯% মানুষ অসফল এবং ১% মানুষ সফলতা লাভ করে আর তাদের এই সফলতার জন্য কর্ম সবথেকে বড় ভূমিকা পালন করে । ঠিক তেমনই এই মার্কেটে সফলতা আসফলতা রয়েছে তাই শুধু মাএ ভাল ভাাবে ফরেক্স শেখা অামার কাছে বড় সফলতা ।
-
আমি অন্য ব্যাবসার পাশাপাশি ফরেস্কের নিয়ে প্রায় আট বছর কাজ করি ছো আমি দেখেছি যে কোন কাজের জন্য সময়, ধর্য্য, ও চেষ্টা না করলে কিছুই পাওয়া সম্ভাব নয় তাই সফল ট্রেডার হতে হলে প্রত্যেকে আমি আগেও বলিছি সময় ধর্য্য চেষ্টা এ গুলো থাকতে হবে তাহলে আমি মনে করি সাফল্য আমাদের পিছু ছাড়বেনা, তাই আসুন আমরা ফরেস্কে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সাফল্যো অর্জন করতে পারবো ইনশাল্লাহ
-
আমি নতুন আমার ফরেক্স ট্রেড সম্পকে' এখনো পুরো জ্ঞান অজ'ন করতে পারি নি।হ্যা যারা অনেক দিন ধরে ট্রেড করছে তারা সফল যারা নতুন তাদের সফল ট্রেডার হতে কিছু তো সময় লাগবে তবে কিছু দিন পরে আমি ও সফল ট্রেডার হতে পারবো।
-
ফরেক্স মার্কেট এ সফল বলা খুবই মুস্কিল কারন অনেক বছরের অভিজ্ঞ ট্রেডার গনও বলেন যে লস করেন এখনও। তবে আপনি যখন লাভ করা শুরু করবেন তখন আপনি লাভবান ট্রেডার হতে পারবেন। ফরেক্স মার্কেট এ প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য বেশ কয়েক বছর ভাল ভাবে শিখতে এবং প্র্যাকটিস করতে হবে। ফরেক্স ট্রেডিং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার নাম এখানে তারাতারি কোন কিছু আশা করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনবেন। আগে ভালভাবে ট্রেড কিভাবে করতে হয়, কিভাবে মার্কেট এনালাইসিস করতে হয় এই সব বিষয় গুলো ভালভাবে বুঝে তারপর কয়েক বছর ডেমো ট্রেড করে নিজেকে পাকাপোক্ত করে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে যেহেতু আমি একজন নতুন ট্রেডার সেহেতু আমি এখনও এই মার্কেটে সফল ট্রেডার হতে পারিনি। কারণ আমার এখনও ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু শিখার ও দেখার বিষয় আছে। বিশেষ করে ট্রেডিং কৌশলগুলো এবং টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে তা না হলে ফরেক্স মার্কেটে কেউ সফল ট্রেডার হতে পারবে না এমনটাই আমি মনে করি। আর এই মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই দীঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে আর বেশি বেশি ডেমো ট্রেডার কৌশলগুলো নিজের মধ্যে আয়ত্ব করতে হবে। তাহলে আপনি ভবিষ্যতে ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে পারবেন।