-
"ব্যবসা কর,শিল্প ধর,চাকরীর মায়া ছাড়"-কবি গুরু৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত,শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষিত পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷
-
আপনি যদি চাকরি বা ছাত্র থেকে বাড়তি কিছু আয় করতে চান তা হলে ফরেক্স মার্কেট এ ট্রেড আপনার জন্য অনেকে আবার ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেড করে আপনি যখন দেখবেন আপনার চাকরি থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেশি টাকা পাছেছেন তখন আপনি ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেড করবেন অনেকে ফরেক্স মার্কেট এ চাকরির পাশাপাশি ট্রেড করতো যখন দেখল চাকরিতে যা পাই তার থেকে ফরেক্স মার্কেট থেকে বেশি পাসছে তখন ফুল টাইম ফরেক্স ট্রেড শুরু করছে
-
আমার মনে হয় ফরেক্স এমন একটি পন্থা যার মাধ্যমে নিজের জীবনের গতি টা কিছুটা দ্রুত আর আয়ের মাধ্যমে সম্মানকে উচ্চু করতে সক্ষম। আমি মনে করি আমার আয়ের উৎস হিসেবে ফরেক্স ই শুধু যথেষ্ট। তবে অধৈর্য হলে চলবে না।
-
ফরেক্সে কাজ করে আমরা ইচ্ছা করলেই অনেক অর্থ উরার্যন করতে পারি। এতে করে আমরা স্বাবলম্বী হতে পারি। আমরা আমাদের বেকারত্ব দুর করতে পারি।এর ফলে আরা আমাদের দেশ ও দশের উন্নত্তি করতে পারি।তাছারা ফরেক্স কাজ আমরা যখন তখনই করতে পারি তাই আমরা ইচ্ছা করলে ফরেক্সকাজ করতে পারি।
-
ফরেক্স মার্কেটে থাকব অামরা অামাদের চাহিদা পূরণের জন্য । অামরা বেশী করেই এ্যানালাইসিস করে থাকব । অামরা এ্যাকাউন্টে লিভারেজ কমিয়ে নিব । যে লোভে না পড়ে সে বিপদেও কম পড়বে । অামরা ফরেক্স করব অামাদের সকল চাহিদা মেটানোর জন । অার অাপনারাও ধৈর্য্যের সহিত কাজ করেন ।
-
ফরেক্স আমরা করবো তার কারণ হলো আমাদের জীবন বাঁচাতে এবং বাঁচতে হলে আমাদের জীবনকে গুছিয়ে নিতে হবে তার তার জন্য আমাদের ফরেক্স ব্যবসাহটা খুবই ভালো আর তার জন্য আমরা যে কোনো সময় এই কাজটা করতে পারি আসল কথা বলা যাই যে আমাদে জীবন সুন্দর করতে আমাদের ফরেক্স ব্যবসাহ প্রয়োজন ।
-
ফরেক্স হল এমন একটি ব্যাবশা যা আপনি পড়ালেখা ও চাকরির পাশাপাশি অনায়েসে করে যেতে পারেন কারন ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খুলা থাকে এবং এখানে আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারেবন আপনার যখন খুশি। একানে লাভ করেলেও আপনি দায়ি লস করলেও আপনি দাইয়ি... দ্বিতীয় কোন পক্ষ নয় কারন যা হচ্ছে সব আপনার শিদ্ধান্তে।
-
যে কোন কাজ প্রত্যক বক্তি তার নিজ প্রয়োজনে করে। কেউ যদি মনে করেন ফরেক্স করে ভালো একটা আয় সম্ভব হয়। তাহলে ফরেক্স অব্যশোই করতে নিষেধ নেই। ফরেক্স বাস্তবেই আয়ের এমন একটি রাস্তা যেখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে। শুধু দরকার অভিজ্ঞতা এং পরিশ্রম।
-
আজ কাল সবাই একটি সুন্দর ক্যারিয়ার গড়াতে ব্যস্ত হয়ে পড়েছে । এখন ফরেক্স দুনিয়ার সবচেয়ে বড় ক্যারিয়ার গড়ার আর্থিক মার্কেট । বেকার যুবকদের জন্য ফরেক্স খুব ভাল একটি মাধ্যম কারন এখানে মূলধন প্রয়োজন হয় না । আমরা চাইলে চাকরির পাশাপাশি ফরেক্স করতে পারি । এটা পৃথিবীর সবচেয়ে লাভজনক একটি ব্যবসা তাই আমরা ফরেক্স করবো ।
-
ভাই আমরা ফরেক্স করব নিজেদের আর্থিক অবস্থার উন্নতি তথা স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য। কেননা এখানে খুব সামান্য সময়ে একটা মানুষ তার ধৈর্যশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে সমাজের মধ্যে তার অবদানকে বিকশিত করার ক্ষমতা রাখে। সুতরাং কোন ব্যক্তি যদি তার সকল ইচ্ছাকে পরিপূর্ণ রুপ প্রদান করতে চান, তাহলে তাকে বিশেষ আন্তরিকতার সাথে প্রকৃত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর এজন্যই আমরা ফরেক্স করব।