-
হ্যা বন্ধু ফরেক্স ট্রেডিং করার জন্য প্রস্তুতি নেবার সাথে সাথে আমাদের লোভ এর মত মানসিক ক্রিয়া নিয়ন্তন করার জন্য জোর প্রচেষ্টা চালানো উচিত কারনে আপনি পত্যক্ষ বা পরোক্ষ ভাবে শুধু লোভের কারনে ফরেক্স ট্রেডিংয়ে ক্ষতির মুখে পরতে পারেন কারন লোভ আপনাকে এমন ভাবে অন্ধ করবে তাতে আপনি আপনার স্বাভাবিক বিচার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। ধন্যবাদ।
-
লোভ কখনই ভাল না এটা জীবনকে ঝুকির দিকে নিয়ে যায় লোভ করলেই লসের আশংকা বেশি এজন্য আমরা লোভ করব না।আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দরকার যে আমরা লোভ করব না।
-
লোভ কি ভাল? লোভ কখনোই ভাল না লোভে পাপ আর পাপে মরন। আমরা লোভ বর্জন করার চেস্টা করতে হবে। আমাদের ট্রেড করার সময় লোভ কাজ করে তাহলে আমাদের পতন ঘটবে তাই এটা বর্জন অবশ্যই করতে হবে।
-
হ্যা লোভ ভালো তবে সেটা ইতিবাচক। যেমন: আমাদের ফরেক্স থেকে দ্রুত টাকা উপার্জনের পরিবর্তে ফরেক্স সম্পর্কে যথাযথ জ্ঞান অাহরণের লোভ থাকতে হবে অতিরিক্ত লাভের জন্য লোভ করা উচিত নয়।
-
লোভ খারাপো ভালোও, নতুন দের জন্য লোভ করা খুব খারাপ, লোভের জন্য একজন নতুন ট্রেডা কোন দিনও সফল অর্জন করতে পারেনা। তবে লোভ সারা ফরেক্স ব্যবসা থেকে হঠাৎ করে ভালো অয় করাও সম্ভব না। তবে এ জন্য ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড করা উচিত। এ ক্ষেত্রে অভিজ্ঞ ট্রেডাররা সফল হয়।
-
কোন জিনিসে লোভ করা ভাল না , কারণ কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট । আর ফরেক্সের বেলায়ত আর বেশি না । কারণ এখানে মার্কেটের মুভমেন্ট মুহূর্তের মধ্যেই উলট পালট হয়ে যায় । তাই আপনি যদি বেশি লাভের আশায় লোভ করে বসেন তাহলে দেখবেন যেকোনো সময় আপনার ট্রেড আপনার বিপরীতে চলে গেছে । তাই লোভ না করে সঠিক নিয়মে ট্রেড করুন ।
-
মানুষের সবসময় লোভ পরিহার করা উচিত। লোভ মানুকে তার সঠিক পথ থেকে সরিয়ে খারাপ জায়গায় নিয়ে যায়। ফরেক্স মার্কেটে অনেকেই এই লোভ দ্বারা প্রভাবিত হয়ে বিরাট লসের মুখে পতিত হয়। তাই এই মার্কেটে আসার পূর্বে রাতারাতি ধনী হওয়ার লোভকে সম্পূর্নরুপে পরিহার করে সঠিক ট্রেডিং ধারনা নিয়ে তবেই কাজ শুরু করা উচিত।
-
কথাই আছে অতি লভে তাতি নষ্ট । তাই লভ করলে লস হবেই । আমাদের উচিৎ লোভ কে সামলে ফরেক্স এ ট্রেড করা । তানাহলে লসের ভগে পরবেন । লোভ আপনাকে শেষ করে দিতে পারে। আপনার মূলধন ও শেষ করে দিতে পারে। কারন ফরেক্স মার্কেট অনেক ঝুকিপূর্ণ ব্যবসা এখানে লোভ না করে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় ।
-
যারা লোভি তারাই ফরেক্স মার্কেটে আসে সাধারনত যাদের লোভ নাই তারা ফরেক্স এর কথা ভাবেও না যে ফরেক্স করে সেই লোভি কারন অল্প দিনে বড় লোক হবে এইটা বাইবাতো ফরেক্স করতে আসে।
-
লোভ করা ফরেক্স এর জন্য হারাম। একটা প্রবাদ আছে না, লোভে পাপ ার পাপে মৃত। ফরেক্স করার জন্য প্রথমত আপনাকে লোভ সংবরন করতে হবে। আপনি লোভ সংবরন না করতে পারলে ফরেক্স আপনার কষ্টের একাউন্ত ফাকা করে দিতে পারে। তাই সাবধান থাকতে হবে। ইমশনালি কিছুই করা যাবেনা। অনেক ধোর্জ ধরে ট্রেড করতে হবে।