-
ফোরামে আপনি ৩০ দিন ই পোস্ট করতে পারবেন।তবে ফোরামে পোস্ট করার কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনেই আপনাকে ফোরামে পোস্ট করতে হবে।যেমন-একই পোস্ট আপনি বার বার করতে পারেন না,কপি পেস্ট করতে পারবেন না।এছাড়াও দিনে আপনি সর্বোচ্চ ২০ টির মত পোস্ট করতে পারেন।এর বেশি করলে আপনি বোনাস শিকারি হিসাবে গণ্য হবেন। আপনার একাউন্ট ক্লোজ কিংবা বাদ হতে পারে।আপনাকে পোস্টের সময় একটা জিনিস এ গুরুত্ব বেশি দেওয়া উচিত বলে আমি মনে করি।আপনি পোস্ট কতটি করলেন দিনে এটি না দেখে পোস্টের গুণগত মান দেখতে হবে।আপনার গুণসম্পন্ন একটা পোস্টের জন্যই আপনি সর্বোচ্চ ৫০ ডলার পেতে পারেন।তাই আমাদের পোস্ট সংখ্যা না দেখে গুণগত মান সম্পন্ন পোস্ট করা উচিত।
-
ফরেক্স ফোরামে আমার জানা মতে মাসে ৩০ দিনই পোষ্টিং করা যায় । ফরেক্স শিখার ক্ষেত্রে ফোরামে পোষ্টিংযের বিকল্প নেই । তাই ফরেক্স ফোরামে পোষ্টিং খুব গুরুত্বপুর্ন । ফরেক্স পোষ্টিংরের আরো একটি দিক সেটা হলো ফরেক্স ফোরামে পোষ্টিংয়ের কারনে ফরেক্স আপনাকে বোনাস দিচ্ছে।
-
হ্যাঁ ভাই আপনি এখানে মাসে ৩০ দিনই ফোরাম পোষ্টিং করতে পারবেন। এতে কোন প্রকার বিধিনিষেধ নেই। তবে আপনাকে সব সময় ফোরামের রেগুলেশন মেনে কাজ করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। এবং ফোরামে যে পোষ্টগুলো আপনি লিখবেন, সেটা যে মান সম্মত হয়, সেদিকে একটু খেয়াল রাখলে কোন প্রকার সমস্যা হবে না আশা রাখতে পারেন।
-
হ্যা ফরম পোষটিং মাসের ভিতর৩০ দিনই করা যায় তবে আপনি ফরম ওয়েব সাইটের উপরে দেখুন ফরমের রুল্স আছে ফরমের রুল্স মেনে আপনি ফরমে পোষ্ট করতে পারেন এবং আপনাকে পোষ্ট করতে হইলে আপনাকে যুক্তি সংগত প্রশ্ন কিংবা উত্তর না দিলে আপনার পোষ্ট কিন্তু মুছে ফেলা হবে এ বিষয়ে সর্তক থাকবেন।
-
আমার জানামতে বাংলা ফোরাম পোষ্টিং এ প্রতি মাসের ৩০ দিনই পোষ্টিং দেওয়া যায়। পোষ্টিংয়ের ক্ষেত্রে কিছু বাধ্য বাধকতা থাকলেও স্বাভাবিক নিয়ম মেনে মাসের ত্রিশ দিনই পোষ্ট করা যায় বলে আমি মনে করি।
-
ফরেক্স ফোরামে আপনি মাসে ৩০ দিনই পোষ্ট করতে পারবেন । কোন সমস্যা নেই । ফরেক্স এর নিয়ম মেনে মাসে ৩০ দিনই পোষ্ট করা যায় । আর ফরেক্স শিখতে হলে আগে ফরেক্স ফোরামে পোষ্ট করা থেকে শুরু করা উচিৎ । তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ।
-
হ্যাঁ ফর্ম এ মাসের 30 দিনে পোস্ট করা যায় ফর্ম24 ঘন্টা খোলা থাকে মাসের 30 দিনে যে কোন সময় প্লিজ লিখতে পারবেন পোস্ট করতে পারবেন তাতে কোনো বাঁধাবিঘ্ন নাই
-
হ্যা, ফোরামে মাসে ৩০ দিনই পোষ্টিং করা যায়,তবে ফোরাম পোষ্ট করা সময় কিছু নিয়ম মেনে পোষ্ট করতে হয়,একদিনে ২০ টার বেশি পোষ্ট করতে পারবেন না,তবে চাইলে এর থেকে কম ও করতে পারেন,তবে মাথায় রাখতে হবে যে পোষ্ট গুলো যে অর্থ বহুল হয়,কারন একটা পোষ্ট থেকে ৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন,সেই সাথে একই পোষ্ট যেন বারবার না হয়,এবংঅন্যের পোষ্ট কপি না করা হয়,
-
আমরা জানি ফোরামে কবে কখন পোস্ট করা যাবে না এমন কোন নির্ধারিত নিয়ম নেই। আমি সচরাচর যা দেখেছি এখানে ২৪/৭ এবং ৩৬৫ ( প্রতি ১০ মিনিটে সর্বোচ্চ ৫ টা পোস্ট) করা যাবে। তবে যেহেতু আগে ফোরামের বোনাসের একটা লিমিট ছিল তাই অযথা অনেক বেশি পোস্ট করা ঠিক ছিল না। কিন্তু এখন যে কেউ চাইলে যত খুশি পোস্ট করতে পারে।
তবে আমাদের অধিক পোস্টের থেকে অধিক অর্থবহ পোস্টের প্রতি যত্নবান হওয়াই উচিত বলে আমার মনে হয়।
-
হ্যাঁ আপনি মাসে ৩০ দিনই ফোরামে পোস্ট করতে পারবেন। ফরেক্স মার্কেটে যদিও সপ্তাহে ৫দিন ২৪ ঘণ্টার বেশী ( শনিবার ও রবিবার বাদে ) কাজ করা যায় না। অথচ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই আপনি ফোরামে পোস্ট করতে পারবেন।কিন্তু প্রতিদিন ১০ টা এর বেশি পোস্ট করা ঠিক নয়।