একজন ভাল মানের ট্রেডারের কিছু গুন থাকে। এই গুনগুলো দ্বারা ভাল ট্রেডারের লক্ষন গুলো বোঝা যায়। একজন ভাল ফরেক্স ট্রেডার সবসময় ট্রেন্ড এর পক্ষে ট্রেড করে। কখনো অভার ট্রেড করে না। অভার ট্রেড করলেউ সেটা অনেক পিপ্স গ্যাপ এ করে যেখান থেকে মার্কেট ঘুরার সম্ভাবনা থাকে। একজন দক্ষ ফরেক্স ট্রেডার কম প্রফিট হলেউ মাস শেষে একটা নির্দিস্ট এমাউন্ট তার একাউন্ট এ জমা করতে পারে। ফরেক্স মারকেটে একজন ভাল মানের ট্রেডারের কিছু গুনাবলি আছে সেগুল হল যেমন ফরেক্স মারকেট সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা থাকা এবং আর জানার আগ্রহ থাকা ধৈর্য থাকা সততা মাথা ঠাণ্ডা রাখা সঠিক সময় সঠিক সিধান্ত নেয়া ফরেক্স মারকেটে কখন এন্ট্রি নিতে হবে তা বুঝা ফরেক্স মার্কেটে কিভাবে প্রফিট করতে হবে তার কৌশল জানা ।