-
বাংলাদেশে একমাত্র ফরেক্সই এমন একটি বিষয় যেখানে শিক্ষা এবং আয় একই সময়ে করা যায়। এক কথায় শিক্ষা থেকে আয়। তাই । আগে আমাদেরকে ফরেক্স ভালভাবে প্রাকটিক্যাললি ডেমো থেকে শিখে প্রফিট বের করার সার্টিফিকেট নিয়ে তারপর রিয়েল ট্রেড শুরু করতে হবে। প্রফিটের আত্ম বিশ্বাসই আমাদের সার্টিফিকেট।
-
আগে ফরেক্স শিখো তারপর আয়
আমি মনে করি যে কোন কোন কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে তারপর সে কাজে সফলতা আসবে ।ফরেক্স থেকে আপনি যদি আয় করতে চান তাহলে ফরেক্স সম্পর্কে আগে জ্ঞান লাভ করতে হবে ।তাহলে ফরেক্স থেকে আয় করা যাবে ।
-
আপনি যথার্থই বলেছেন। আগে আমাদেরকে এই ব্যবসা সম্পর্কে শিখতে হবে তারপর আয়ের কথা চিন্তা করতে হবে। কারণ এই ব্যবসা সম্পর্কে না শিখে ট্রেড করা শুরু করলে কখনই আমরা সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো না। কারণ এই ব্যবসা সম্পূর্ণ শিক্ষার উপর নির্ভর করে। যার যত বেশি জ্ঞান আছে সে ততভালো এই ব্যবসা হতে উপার্জন করতে পারে। তাই আগে যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা খুব সহজেই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে না শিখে আয় করা সম্ভব না
ফরেক্স মার্কেটে না জেনে কোন কাজ করলেই লস এ পরে যাবেন। ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে দক্ষতার সাথে অবিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্যে আপবাকে প্রতিদিন মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে। ভাল ভাবে ট্রেডিং করা জানতে হবে। সর্বপরি আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাব ভাবে শিখতে হবে। তাহলেই আপনি ভাল আয় করতে পারবেন।
-
অবশ্যই আগে আপনাকে এই মার্কেট সম্পর্কে প্রপার লানিং নিতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। তবে এই মার্কেটে আপনাকে শিক্ষার পাশাপাশি নিজের টেকনিক, বুদ্ধিমতা ও চতুরতার পরিচয় দিতে হবে, নাহলে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। তাই ব্যবসার প্রতিটি জিনিষকে নিখুঁদভাবে যাচাই করে তারপর সেটা আপনার ট্রেডিং-এ প্রয়োগ করুন।
-
ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন । না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয় । তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই ।
-
ফরেক্স সম্পর্কে আপনার বেসিক কোন জ্ঞান না থাকলে আপনি ফরেক্স এ শুধু লস এর পথ দেখতে পাবেন এখন ইন্টারনেটে অনেক বাংলা সাইট আছে যেখান থেকে আপনি মোটামুটি ফরেক্স শিথতে পারবেন। ফরেক্স শিখতে হলে আপনাকে প্রথমে একটু কষ্ট করতে হবে মানে ফরেক্স নিয়ে ভাল করে পড়ালেখা করতে হবে।
-
আগে ফরেক্স শিখো তারপর আয়
ফরেক্স একটি আন্তর্জাতিক ও অনলাইন ব্যবসা ।এখানে প্রতিদিন অনেক ট্রেডার ট্রেড করে থাকেন । তবে সবাই সফল হতে পারে না ।কারন তারা ফরেক্সে অভিজ্ঞ না ।ফরেক্সে আয় করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ।তারপর ট্রেড করলে সফল হওয়া যাবে ।
-
হ্যাঁ আমি ও তাই মনে করি আগে ফরেক্স শিখতে হবে তারপর আয় করতে হবে । ফরেক্স না শিখে আয় করার কথা চিন্তা করা যাবে না ।কারন ফরেক্স না শিখলে ফেরেক্সে ট্রেড করলে লস হবে । ফরেক্স হল একটি আন্তর্জাতিক ও অনলাইন ব্যবসা এখান থেকে আয় করতে হলে আগে এর সম্পর্কে অভিজ্ঞ হতে হবে । না হলে আয় করা যাবে না ।
-
পৃথিবীতে টাকা উপার্জন করা সবচেয়ে কষ্টকর কাজ।তাই যে কোন কাজ করে টাকা উপার্জন করা একদমই সহজ কাজ না। কাজটা আগে ভালো ভাবে শিখতে হয় তারপর করতে হয়। আপনি যদি কাজ ভালো ভাবে না ই জানেন, তাহলে সেই কাজটা আপনি করবেন কিভাবে..? আর কাজ যদি ভালো ভাবে না করেন তাহলে আপনি টাকাও উপার্জন করতে পারবেন না। ফরেক্সও তেমনি। আগে শিখতে হয় তারপর আয় করতে হয়। একটু কস্ট করে ফরেক্স শিখে ট্রেড করা শুরু করলে অবশ্যই ভালো কিছু আয় করা সম্ভব বলে আমি মনে করি।