-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে স্কাল্পিং করে আমাদের কে ট্রেড করতে হবে কারন স্কাল্পিং ছাড়া ট্রেড করে আমরা এই মার্কেট থেকে তেমন সুবিধা করতে পারব না । ফরেক্স মার্কেট এ আমাদের অবশ্যই স্কাল্পিং করে ট্রেড করে যেতে হবে তাহলেই আমরা এই মার্কেট হতে সফল হতে পারব ।
-
আমার মতে জারা অতি দক্ষ কেবল মাত্র তারাই স্কাল্পিন ট্রেড করে সফল হতে পারেন৷ স্কাল্পিন ট্রেড সকলের জন্য নয়। কারন এটি অতি বিপদ জনক। একটু ভুল হলে অনেক বড় লস হয়ে জেতে পারে। আসলে স্কাল্পিন ট্রেড টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে নেওয়া হয়ে থাকে। তাই অনেক অংশ এটি ভালো প্রফিট দিয়ে থাকে। স্কাল্পিন ট্রেড আমার তেমন পছন্দ না তবে মাঝে মাঝে আমিও এটি করে থাকি।
-
আমি ব্যক্তিগতভাবে স্ক্যাল্পিং পছন্দ করি না কারণ আমি এই বাজারে একজন নতুন ট্রেডার সেহেতু আমি ফরেক্স সম্পর্কে তেমন বেশি জ্ঞান অভিজ্ঞ না তাই ট্রেডিং কৌশলগুলো কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়গুলো পুরোপুরি দক্ষ না। অতএব আমি যতটুকু বুঝতে পেরেছি তার উপর ভিত্তি করে বলতে পারি ফরেক্স এ যারা গভীরভাবে মার্কেট এনালাইসিস করতে সক্ষম এবং নিত্য নতুন কৌশল ও ইন্ডিকেটর ব্যবহারে দক্ষ কেবল মাত্র তাদের জন্যই ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং প্রযোজ্য হতে পারে। নতুবা নতুন বা মধ্য জাতীয় ট্রেডারের জন্য স্ক্যাল্পিং খুব ভয়ানক হতে পারে। স্ক্যাল্পিং এর মূল নীতিই হচ্ছে স্বল্প সময়ে ট্রেড করে মুনাফা উপার্জন করা। অর্থাৎ যে সময় মার্কেট বেশি মুভমেন্ট করে সে সময় এই ধরনের ট্রেড করে মুনাফা উপার্জন করতে হবে। আর যারা অল্প জ্ঞানের অধিকারী তারা যদি ট্রেড করে তাহলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে এমনটাই আমি মনে করি।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স মার্কেটে আমি কোনো শর্ট টার্ম ট্রেডিং করিনা কারণ শর্ট টার্ম ট্রেডিং আমার কাসে অনেক বেসি ঝুকির মনে হয় কারণ অল্প টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে । তবে স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি।
-
আমরা জানি প্রতিটি কাজেই ঝুঁকি আছে । যে কাজে যত ঝুঁকি সে কাজে ততো বেশী আগ্রহ থাকে আর লাভ-ক্ষতি তো কাজে থাকবেই কিন্তু আমার কাছে মনে হয় স্ক্যাল্পিং সিস্টেমটা অনেকটা লোভনীয় এবং লাভজনক ট্রেডিং সিস্টেম । আমি লোভনীয় টাকে লোভী মনে করি না কারণ আমি জানি আল্লাহর মেহেরবানিতে আমাকে কোন প্রকার খারাপ লোভের আর্কষণীয় করবেনা আর আমি এক লাফে তাল গাছে উঠতে চাই না কিংবা একদিনে ডিম পাড়ার হাঁস কেটে সব ডিম এক দিনে পেতেও চাইনা । অল্প সময়ে মেধা খাটিয়ে কেম ইনভেস্টমেন্টে বেশী মুনাফা স্ক্যাল্পিং সিস্টেমে সম্ভব বলে আমি স্ক্যাল্পিং সিস্টেম পছন্দ করি।
-
ফরেক্স মার্কেট এ আমরা যারা আছি তারা অনেকেই স্কাল্পিং পছন্দ করি না কারন এটা হল অল্প সময়ের ট্রেড আর অল্প সময়ের ট্রেড থেকে অল্প লাভ ছাড়া বেশী লাভ করা যায় না । তাই যারা এটা ভাল বোঝে তারা স্কাল্পিং করে যারা বুঝে না তারা করে না ।
-
পার্সোনালি আমি নিজেও স্কাল্পিং পছন্দ করি না। কারণ এতে খুব শর্ট টাইমে ট্রেড ক্লোজ করার প্রয়োজন হয়, আর সেটা যদি সঠিক ভাবে সম্ভব না হয় তাহলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।এছাড়াও সঠিক ভাবে এনালাইসিস করা সম্ভব হয় না এবংসার্বক্ষণিক মার্কেটের দিকে নজর রাখার প্রয়োজন হয় যেটা আমার পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠেনা। তাছাড়া আমি মনে করি ফরেক্স সম্পর্কে আমার আরো অনেক বেশি জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে, এসকল কারণেই আমি স্কাল্পিং করা থেকে বিরত থেকে লং টাইম ফ্রেমে ট্রেড ওপেন করে থাকি। এটাই আমার কাছে অনেক সুবিধাজনক এবং লাভজনক বলে মনে হয়।
-
জী না আমি স্ক্যাল্পিং পছন্দ করিনা,আমি একজন লং টাইম ফরেক্স ট্রেডার,আমি লং টাইম এন্ট্রি নিতে পছন্দ করি,স্ক্যাল্পিং কে আমি রিস্ক মনে করি,স্ক্যাল্পিং করে অনেক ট্রেডারদের ব্যালেন্স জিরো হতে দেখেছি,তাই আমি সবাইকে উপদেশ দিয়ে থাকি লং টাইম এন্ট্রি নিতে,লং টাইম এন্ট্রি সব থেকে বেশি লাভজনক আমি মনে করি।
-
স্ক্যাল্পিং সিস্টেমটা সম্পর্কে সত্যিই কোন ধারণাই ছিলো না। স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায়।*অল্প সময়ে মেধা খাটিয়ে কেম ইনভেস্টমেন্টে বেশী মুনাফা স্ক্যাল্পিং সিস্টেমে সম্ভব বলে আমি স্ক্যাল্পিং সিস্টেম পছন্দ করি।
-
স্কাল্পিং ভালো লাগে ফরেক্স মার্কেট এ আমরা অনেকেই আছি যারা স্কাল্পিং কে অনেক পছন্দ করে থাকি বেশির ভাগ স্কেল্পাররা ১মিনিট থেকে ১৫মিনিট এর টাইম ফ্রেম কে বেশী পছন্দ করে কারন এসব টাইম ফ্রেমে খুব সহজেই স্কাল্পিং করা যায় এবং ভাল প্রফিট নেওয়া যায় । আবার অনেক সময় স্কাল্পিং সময়ে ট্রেড করলে লস হতে পারে তাই অভিজ্ঞতাও থাকতে হবে এখানে ।