-
ফরেক্স এর প্রধান শত্রুই হলো আবেগ। আবেগ যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে ফরেক্স ট্রেড এ সফলতা পাওয়া যথেষ্ঠ কষ্টকর। আমাদের আবেগ কে কন্ট্রোল করা জানতে হবে। তবে স্টাডি করতে পারলে আবেগ একসময় থাকে না কারন মার্কেট এর ব্যাপারে যত অজ্ঞ হবেন তত বেশী অবেগ প্রবন হবেন। যখন সঠিক বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে তখন আর আবেগ আপনার উপর ভর করতে পারবে না। তাই সময় দিতে হবে আপনাকে ফরেক্স কে আয়ত্ব করার জন্য। সবাই চায় কত তারাতারি আয় করা যায় ফরেক্স থেকে। কিন্ত তারাতারি কোন বিষয়ে ভাল ফলাফল পাওয়া যাবে না। আপনাকে অন্তত ৫ বছর সময় দেয়া লাগবে ফরেক্স হতে ভাল আয় করা জন্য।
-
ফরেক্স এর কথাটি কার ক্ষেত্রে সঠিক আবার কারো ক্ষেত্রে সঠিক নয়। কারন যারা দক্ষ ট্রডার তারা সব সময় সময় বুঝে ট্রড করবে। আর যাদের মধ্য আবেগ কাজ করে তারা আবেগের বসত লোভ করে বেশি রিক্সি নিয়ে ট্রড করে ধরা খাবে। তাই আবেগ বা লোভ বাদ দিয়ে আপনারা ট্রড করুন তাহলে আপনি একজন ভালো ট্রডার হতে পারবেন।
-
ঠিক বলেছেন ভাই , আমিও আপনার সাথে একমত । কারণ এই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আছে আমার । প্রথম যখন আমি ট্রেড শুরু করি তখন ট্রেড এ লস হলে নিজেকে নিয়ন্ত্রন করতে পারতাম না । লস পোষানোর জন্য ট্রেড করতে থাকতাম । সব থেকে দুঃখজনক একটা ঘটনা এখনও আমার খুব মনে পরে । অনেক কষ্টের গোছানো টাকা আর কিছু ধার করে ৫০০$ ফরেক্সে ইনভেস্ট করি । ট্রেডিং এ ৫০$ এর মত লাভ করলেও কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্ট মার্জিন কলে কেটে যায় । এর কারণ ছিল ওভার ট্রেডিং এবং আবেগ । তাই ভাই ফরেক্স এ আবেগ দিয়ে ট্রেড করা থেকে বিরত থাকাটা খুবই জরুরী ।
-
আপনি সর্বোত্তমভাবে করতে পারেন আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন লার্নিং এবং জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাকে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে এবং দক্ষতা তৈরি করতে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে আপনাকে বাজারের একটি নির্দিষ্ট এবং বুদ্ধিমান সিদ্ধান্তের প্রয়োজন যা আপনি কেবল যখন গ্রহণ করতে পারেন আপনার বাজার সম্পর্কে সঠিক জ্ঞান আছে
-
আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ের কথা বলেন তবে অভিজ্ঞতা ছাড়া ঝুঁকিপূর্ণ একমাত্র এটিই নয়। এই পুরো বিশ্বে সমস্ত কিছুই ব্যবসায়ের বিষয়ে অভিজ্ঞতা ছাড়াই ঝুঁকিপূর্ণ। কারণ ব্যবসায়ের অভিজ্ঞতা এবং জ্ঞান প্রয়োজন যদি আপনি এটি সম্পর্কে কিছু না জানেন এবং এটি সম্পর্কে আপনার কোনও অভিজ্ঞতা না থাকে তবে স্পষ্টতই আপনি আপনার বিনিয়োগের ঝুঁকি নিয়ে যাচ্ছেন।
-
ফরেক্স মার্কেট এ সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করতে হবে কারন আবেগের কারনে আমরা বেশির ভাগ সময়ে ট্রেড থেকে লস করে থাকি । তাই আমাদের লস কে প্রতিরোধ করতে হলে আমাদের কে আবেগ কে ভাল করে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই সফল হতে পারব
-
সৎ হওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করা উচিত এবং তারপরে আপনি এতে একজন সফল নেতা হয়ে উঠবেন এবং আপনি যদি জ্ঞান ব্যবহার করেন তবে প্রভাব ফেলতে থাকবেন। মন্দির হওয়ার জন্য প্রচুর পোস্ট করুন এবং আপনি যদি কৌশল সম্পর্কে চিন্তা করেন তবে আপনি এই দলে থাকবেন
-
হ্যাঁ আমি আপনার সাথে পুরোপুরি একমত। এবং যাদের একটু অভিজ্ঞতা আছে ফরেক্স এ তারা অবশ্যই আপনাকে সমর্থন দেবে এতে কোন সন্দেহ নাই। কারন আবেগ আপনাকে অনেক বেশি ঝুঁকি নেয়াবে। আপনার সব স্বাভাবিক জ্ঞান হারিয়ে যাবে এবং আপনি কিছু বোঝার আগেই শেষ হয়ে যাবেন।
-
কোন ব্যবসাতেই আবেগের কোন মূল্য নেই। আবেগ দিয়ে কখনো ব্যবসা চলেনা। ফরেক্সের বেলাতেও তা। আপনার আবেগের নিকট বিবেগকে বন্ধক রাখলে ফতুর তো আপনি হবেনই।
-
এই বিষয়ে আপনার মতের সাথে আমি একদম একমত পোষণ করছি । মানুষের আবেগ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এটাও সত্যি কথা যে ব্যবসায় কোন আবেগ চলে না । আবেগে বশীভূত হয়ে ব্যবসা করলে লস ছাড়া কখনোই লাভের আশা করা যাবে না । আমরা প্রায়ই একটা ভুল সবাই করে থাকি যে, ট্রেড করে লাভ হতে থাকলে আবেগ কন্ট্রোল করতে না পেরে ভুলভাল ট্রেড দিয়ে থাকি যার ফলে ফরেক্স মার্কেট এ আমাদের লস হয়ে থাকে এবং আমরা হতাশ হয়ে পরি । তাই ফরেক্স মার্কেট এ আবেগ না নিয়ে বাস্তবতা বুঝে কাজ করলে বেশি লাভবান হওয়া যাবে বলে আমি মনে করি ।