-
ফরেক্স ট্রেড করার নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। যেকোনো সময় করা যায়।আমি একজন ছাএী।লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে আমি ট্রেড করে থাকি।তবে সেটা বেশী ভাগ সময় বিকাল বা রাতে করা হয়ে থাকে।এসময় মাকের্টের পরিস্থিতি ভালো থাকে অনেকটা।মাকের্টের সূচকভালো উঠানামা করে।
আমি যে সময় ট্রেডটি করে থাকি সেটা বাংলাদেশ সময় বিকাল ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত মানে নিউইয়র্ক টাইম যখন লন্ডন টাইম কে অতিক্রম করতে থাকে এবং নিউইয়র্ক টাইম এর শেষ এ, কারন তখন মার্কেট ১ দিনের ক্যান্ডেল ক্লজ হয়।আর সবাই তার সুবিধা অনুযায়ী সময় ট্রেড করে থাকে
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন নিদিষ্ট সময় নেই আপনে যে কোন সময় ট্রেড করতে পারেন । আমি বিকাল ৪ টা থেকে রাত ১০ টা প্রযোনত ট্রেড করা ভাল এ সময় আমি মনে করি কারন এ সময় মার্কেট বেশী উঠা নামা করে থাকে । তখান আপনে বুঝে ট্রেড করলে ভাল আয় করতে পারবেন ।
-
আপনি আপনার ট্রেডিং এবং এখানে পোস্টিংতে মনোনিবেশ করতে শুরু করেছেন এবং দীর্ঘমেয়াদে আপনার যাচাইকরণের সমস্যাগুলির বিষয়ে আপনার যে বিঘ্ন ঘটছে তা উপেক্ষা করার পরে আপনার সিদ্ধান্তটি আরও ভাল t ট্রেডিং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং শেষে যেদিন আপনার সমস্যাটি এখনও একরকম বা অন্যভাবে সমাধান করা হবে।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি জায়গা, যেখানে সাপ্তাহে ৫দিন ২৪ ঘন্টার যে কোন সময় ট্রেড করা যায়। তাই তো প্রতিটি ট্রেডার তার সুবিধা মত সময়ে ট্রেড করে থাকে। আমি সাধারণ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করি। কারণ এ সময় বাজারের মুভমেন্ট ভাল থাকে। তাই খুব কম সময় ব্যয় করে লাভ করা যায়।
-
আমি বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট অনেক দ্রুত চলে । এসময় ট্রেড করে অনেক মজা পাওয়া যায় এবং লাভও করা যার অনেক সহজে । আমার মতে এটাই ফরেক্স এর বেষ্ট টাইম ।
-
আসলে নিয়ম হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করা। আমি প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে নিই। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করি। মানিমেনেজমান্ট করি আর ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করি।
-
ট্রেড করার জন্য আমি উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করি,আমি তখন ট্রেড করি যখন আমি আমার কৌশল অনু্যায়ী কোন এন্ট্রি পাই,ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ব্যস্ত না হয়ে উপোযুক্ত টাইম এর জন্য অপেক্ষা করা উচিৎ,মার্কেট আপনাকে ট্রেড করার জন্য সুযোগ দিবে,আপনি সেই সুযোগ কাজে লাগিয়ে ভালো প্রফিট করতে পারবেন।
-
যারা ফরেক্সে কাজ করে তারা ভালো করেই জানে সঠিক কোনো টাইম নেই ট্রেড করার। আপনি মার্কেটে থাকবেন মার্কেট বুজবেন যখনই দেখবেন একটি সঠিক পজিশন পাওয়া গেছে এখান থেকে প্রফিট করা যাবে সেসময়ই আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। মুলত বেশিরভগ সময়ই আপনাকে মার্কেট পর্যবেক্ষণ করতে হবে।
-
আপনি কখন ট্রেডিং করবেন তাহা আপনার ট্রেডিং পরিকল্পনা এবং ট্রেডিং পদ্ধতির উপর নির্ভর করে। তবে আমি মনে করি যে, যখন মার্কেট বেশি ভোলাটাইল থাকে অথবা যখন মার্কেট প্রায় স্থির থাকে তখন ট্রেডিং না করাই ভাল। কারন এই সকল সময়ে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই সময় মার্কেটের নড়াচড়া সম্পর্কে স্বচ্ছ ধারনা পাওয়া যায় না। আমি বলতে চাই আপনি যখনই ট্রেডিং করতে চাননা কেন আপনাকে মার্কেট ভালভাবে পর্যলোচনা করে দেখতে হবে মর্কেট ব্যবসার জন্য উপযুক্ত কিনা।
-
ট্রেডের ক্ষেত্রে সময় একটা গুরুত্বপুর্ন দিক । ট্রেড করতে হলে সময় নির্বাচন করতে হয় । আমি একজন স্টুডেন্ট আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড করি । সুতরাং আমি যখনই সময় পাই তখম ট্রেড করি । তবে রাত্রের বেশি সময় এর পেছনে ব্যয় করি কারন দিনের বেলায় কলেজে থাকি । সুতরাং সময়ের কোন নির্দিষ্টতা নাই ।