-
আগামীকাল সোমবার, ৩০ মে ট্রেডিং সপ্তাহের প্রথমদিন নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বাংলাদেশ সময় 9:00pm এ ইউএসডি এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ FOMC Member Waller Speaks প্রকাশিত হবে। যেটা ইউএসডি এর জন্য কিছুটা মার্কেট মুভার একটি নিউজ। FOMC Member Waller Speaks এর সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত।
-
আগামিকাল ৩১শে মে যারা দিনে যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬:০০ এ মাসিক জিডিপি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছেন যে মাসিক জিডিপি হবে ০.৫% । আগে মাসে এটি ছিল ১.১% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মাসিক জিডিপি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যা কানাডিয়ান ডলারকে কিছুটা দুর্বল করতে পারে। যদি মাসিক জিডিপি আগের মাসের চেয়ে ভাল হয় তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু না কিছু ফরেক্স রিলেটের ফান্ডামেন্টাল নিউজ প্রকাশিত হয়ে থাকে। যেটা মার্কেট এনালাইসিস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ সময় বিকাল 1:55pm এ EUR এর জন্য গুরুত্বপূর্ন নিউজ German Unemployment Rate প্রকাশ করবে। আগের মাসে যেখানে বেস্ট রিডিং সংখ্যা ছিল 5% এবং মাসের জন্য ফর কাস্ট করা হয়েছে 5%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে EUR কে দুর্বল করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে EUR কে শক্তিশালী করবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত ইউরো রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই নিউজ ট্রেডারদের অবশ্যই নিউজ প্রকাশের পূর্বেই যথাযথভাবে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। তবে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এই সময়ে থেকে দূরে থাকাই ভালো। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা এবং মানি ম্যানেজমেন্ট আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার এ পরিণত করতে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় 8:00pm এ ইনস্টিটিউট সাপ্লাই ম্যানেজমেন্ট ISM Manufacturing PMI এর নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 55.4 আর এই মাসে এর পূর্বাভাস হল 54.4 । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামিকাল ২রা জুন যারা যারা সুইস ফ্রাংকে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ৩:০০ তে ফেডারেল পরিসংখ্যান অফিস সুইস ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছেন যে ভোক্তা মূল্য সূচক হবে ২.৩% । আগে মাসে এটি ছিল ৫.৩% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী ভোক্তা মূল্য সূচক হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যা সুইস ফ্রাংককে কিছুটা দুর্বল করতে পারে। যদি মাসিক ভোক্তা মূল্য সূচক আগের মাসের চেয়ে ভাল হয় তাহলে তা সুইস ফ্রাংকের জন্য ভাল হবে। সেক্ষেত্রে সুইস ফ্রাংক বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় সুইস ফ্রাংকের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর সুইস ফ্রাংকের ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল রোজ শুরুবার মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30pm এ ডলারে জন্য হাই ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 3.6% আর এই মাসে এর পূর্বাভাস হল 3.5% । এর মানে বেকারত্বের হার কমার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারের জন্য ভাল হবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজ বৃহস্পতিবার, ০২ জুন নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ বাংলাদেশ সময় 6:15pm এ USD এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ ADP Non-Farm Employment Change প্রকাশিত হবে। যেটা USD এর জন্য কিছুটা মার্কেট মুভার একটি নিউজ। আগের মাসে যেখানে এর ব্রিডিং সংখ্যা ছিল 247K সেখানে এনালিস্টরা মাসের জন্য ফোরকাস্ট করেছেন 295k। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে USD কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে USD কে দুর্বল করবে। ADP Non-Farm Employment Change নিউজ প্রকাশের সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত।
-
হ্যালো ট্রেডার বন্ধুরা, ফরেক্স মার্কেটে আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে। আজ শুক্রবার, ০৩ জুন নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ বাংলাদেশ সময় 6:30pm এ USD এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ Unemployment Rate প্রকাশিত হবে। যেটা USD এর জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। আগের মাসে যেখানে এর ব্রিডিং সংখ্যা ছিল 3.6% সেখানে এনালিস্টরা মাসের জন্য ফোরকাস্ট করেছেন 3.5%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে USD কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে USD কে দুর্বল করবে। Unemployment Rate নিউজ প্রকাশের সময় USD রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন সফল ট্রেডার এ পরিণত করতে পারে।
-
ফরেক্স এর কিছু গুরত্বপুর্ন ফান্ডামেন্টাল নিউজ প্রকাশের সময় ও বিস্তারিত আলোচনা।
১) এনএফপি-১: USD। বাংলাদেশ সময় সন্ধা ৬.৩০ মি: প্রতি মাসের প্রথম শুক্রবার। ৬০-২৫০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
২) এনএফপি-২: GBP Claimant Count Change এটি প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি। এটিকে ২য় এনএফপি বলা হয়। ৭০-১২০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
৩) এনএফপি-৩: AUD Employment Change এটি প্রতি মাসের ১০ম দিনে বাংলাদেশ সময় সকাল ৭.৩০ মি। এটিকে ৩য় এনএ্ফপি বলা হয়। ৭০-১৫০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
৪) ইউএসডি: এফওএমসি। বাংলাদেশ সময় রাত ১২.০০ টায় বছরে ৮ বার। ৬০-৪০০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
৫) USD ADP Non-Farm Employment Change। ৫০-১৫০ পিপস। এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় সন্ধা ৬.১৫মি:।
এটি দ্বারা কৃষি ও সরকারী চাকুরী বাদে অন্য সকল চাকুরীজীবির পরিবর্তনের হার নির্দেশ করে।
৬) AUD Monetary Policy Meeting Minutes ৬০-৪০০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
৭) GBP MPC Rate Statement ( এফওএমসি), যে কোন সময় হতে পারে। ৭০-৪০০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
৮) জিপিবি- কন্সট্রাকশন পিএমআই। এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় বিকাল ২.৩০ মি:। ৩০-৭০ পিপস। এটি নির্মাণ শিল্পে ক্রয় ক্ষমতা নিদের্শ করে।
৯) জিপিবি- সার্ভিস পিএমআই। এটি প্রতি মাসের ৩য় দিন বাংলাদেশ সময় বিকাল ২.৩০ মি:। ৩০-৭০ পিপস মুভমেন্ট হয়ে থাকে। এটি শিল্পের সেবার ক্রয় ক্ষমতা নিদের্শ করে।
১০) আইএসএম মেনুফেকচুইরিং পিএমআই- প্রতি মাসের প্রথম দিন বাংলাদেশ সময় সন্ধা ৬.৩০ মি:। ৫০-১৫০পিপস মুভমেন্ট হয়ে থাকে। এটি আমেররিকার এর উৎপাদন শিল্পের জন্য ক্রয় ক্ষমতা নিদেশ করে, এটি একটি দেশের প্রোডাকশন ক্ষমতা বাড়বে না কমবে – তার একটি নিদের্শক হিসেবে কাজ করবে।
১১) ইউরো:- আন-ইমপ্লয়মেন্ট রেট-
প্রতি মাসের ৩০ দিন পর পর বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। ৪০-১০০ পিপস মুভমেন্ট হয়ে থাকে।
এটি ইউরো এর বেকার সংখ্যার রেট প্রকাশ করে যা জিডিপি এর জন্য খুবই গুরত্বপুর্ন।
১২) এইউডি:- ক্যাশ রেট। এটি প্রতি মাসের প্রথম মঙ্গল বার বাংলাদেশ সময়
১০.৩০ মিনিট। জানুয়ারী মাস ছাড়া। ৩০-১০০ পিপস।
এটি ব্যাংক এর ডিপোজিটের উপর সুদের হার নির্দেশ করে।
১৩) এইউডি- রিটেল সেলস এম/এম। এটি প্রতি মাসের ৩৫তম দিনে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মি: ৩০-৭০ পিপস। এটি দিয়ে খুজরা বিক্রেতার মোট মান নিদের্শ করে।
১৪) USD Core Retail Sales m/m
USD Retail Sales m/m
Released monthly, about 14 days after the month ends; বাংলাদেশ সময় ৬.৩০ মি। ৩০-৭০ পিপস।
১৫) ইন্টারেষ্ট রেট। এটি- ইউএসডি, এইউডি, জিবিপি, কানাডা, সুইজ, এনজেডডি, জাপান, সকলের ই আছে।
১৬) জিডিপি। এটি- ইউএসডি, এইউডি, জিবিপি, কানাডা, সুইজ, এনজেডডি, জাপান, সকলেরই আছে।
-
আগামী মঙ্গলবার, ০৭ জুন যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আজ ০৭ জুন বাংলাদেশে সময় সকাল 10:30pm এ অস্ট্রেলিয়ান ডলারের জন্য গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে। এদের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ন নিউজ হলো RBA Interest Rate Decision। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছেন এই মাসে Interest Decision এর হার 0.75% হতে পারে। আগের মাসে যেখানে এর হার ছিল 0.35%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে অস্ট্রেলিয়ান ডলারকে দুর্বল করবে। যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে। তাই নিউজ প্রকাশের পূর্বেই ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আগামী ৭ই জুন যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১০.৩০ এ রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া তার সুদের হার এর বিবৃতি এবং নগদ হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই নগদ হার ০.৭৫% রাখবে। আগের মাসে এটি ছিল ০.৩৫%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী নগদ হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করতে পারে। যদি নগদ হার আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে যারা অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর যারা অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল যারা কানাডিয়ান ডলারে ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল মঙ্গলবার, ০৭ জুন বাংলাদেশের সময় সন্ধা 8:00pm এ কানাডিয়ান ডলারের জন্য গুরুত্বপূর্ণ নিউজ Ivey PMI প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 66.3, সেখানে এনালিস্টরা এ মাসের জন্য ফোরকাস্ট করেছেন 64.3। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে। তাই নিউজ প্রকাশের পূর্বেই ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আগামীকাল রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় 12:00pm তে ইউরোর জন্য মধ্যম ইমপ্যাক্টের নিউজ জার্মান কারখানার অর্ডার German Factory Orders m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর ইউরোর উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -4.7% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.4% এর মানে German Factory Orders m/m হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি ইউরোর শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা ইউরোর দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল বুধবার, ০৮ জুন যারা ইউরো রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 2:00pm এ ইউরোর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Retail Sales YoY প্রকাশিত হবে। এটি ইউরোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কেট মুভার নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 5.6% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 5.8%। অর্থাৎ ইউরো স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউরোকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউরোকে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে।
-
যারা chf ট্রেড করেন তাদেরকে অবগত করছি যে ৮ই জুন বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১১:৪৫ এ সুইজারল্যান্ডের বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে বেকারত্বের হার ২.২% হবে। আগে মাসে এটি ছিল ২.২%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্বের হার স্থির থাকার সম্ভাবনা রয়েছে যা chf শক্তিশালী করতে পারে। যদি বেকারত্বের হার এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর নীচে থাকে তাহলে তা chf জন্য ভাল হবে। সেক্ষেত্রে chf বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় chf ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল বৃহস্পতিবার, ০৯ জুন যারা USD রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 6:30pm এ USD এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Unemployment Claims প্রকাশিত হবে। এটি USD জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 200K সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 205K। সেই হিসেবে USD দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএসডি শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএসডি কে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন সফল ট্রেডার এ পরিণত করতে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আগামিকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধায় 5:45pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ Main Refinancing Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.00% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.00% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল শুক্রবার, যারা কানাডিয়ান ডলারে ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধা ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান ডলারের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে। এদের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ন নিউজ হলো Unemployment Rate। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছেন এই মাসে বেকারত্বের হার হতে পারে 5.2%। আগের মাসেও যেখানে বেকারত্বের হার ছিল 5.2%। নিউজ প্রকাশের পর যদি বেকারত্বের হার যদি Actual সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে। তাই নিউজ প্রকাশের পূর্বেই ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১০ই জুন বাংলাদেশের বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এখনো এটি এই মাসে ৫.২% হবে। আগে মাসে এটি ছিল ৫.২% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্বের হার স্থির থাকার সম্ভাবনা রয়েছে যা কানাডিয়ান ডলারকে শক্তিশালী করতে পারে। যদি বেকারত্বের হার প্রকাশ করে এবং এর সাথে এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর নীচে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ শুক্রবার, ১০ জুন ট্রেডিং সপ্তাহের শেষ দিনে যারা USD রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজ বাংলাদেশ সময় 6:30pm এ USD এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Consumer Price Index-CPI প্রকাশিত হবে। এটি USD জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.3% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 0.7%। সেই হিসেবে USD শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএসডি শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএসডি কে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন সফল ট্রেডার এ পরিণত করতে পারে।
-
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি তাদেরকে অবশ্যই সব সময় ফান্ডামেন্টাল নিউজ এর সাথে আপডেট থাকতে হয়। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু না কিছু আগাম নিউজ প্রকাশিত হয় যেটা মার্কেট প্রাইস কে অনেক বেশি প্রভাবিত করে থাকে। তাই আমাদেরকে অবশ্যই এসব নিউজ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিদিনের ন্যায় আগামীকাল যারা GBP রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 12:00pm এ GBP এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Balance of Trade প্রকাশিত হবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত GBP রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল £11.552B সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে £11.8B। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে পাউন্ডকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে পাউন্ডকে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা আপনার ব্যালেন্স কে সুরক্ষিত রেখে একজন প্রফিটেবল ট্রেডার হতে সহযোগিতা করতে পারে।
-
রোজ সোমবার বাংলাদেশ সময় 12:00pm তে পাউন্ডের জন্য লো ইমপ্যাক্টের নিউজ GDP m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর পাউন্ডের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -0.1% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.2% এর মানে GDP m/m বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি পাউন্ডের শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা পাউন্ডের দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন। আগামীকাল
-
নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল মঙ্গলবার, ১৪ জুন যারা USD রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 6:30pm এ USD এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Producer Price Index-PPI প্রকাশিত হবে। এটি USD জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.5% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 0.8%। সেই হিসেবে USD শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএসডিকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএসডি কে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন সফল ট্রেডার এ পরিণত করতে পারে।
-
যারা যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল ১৪ই জুন বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ তে শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক উৎপাদক মূল্য সূচক (পিপিআই)এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই উৎপাদক মূল্য সূচক (পিপিআই) ০.৮% হবে। আগে মাসে এটি ছিল ০.৫%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মূল্য সূচক (পিপিআই) বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে শক্তিশালী করতে পারে। যদি উৎপাদক মূল্য সূচক (পিপিআই) এই আগের রিপোর্ট এর চেয়ে ভাল হয়ত তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল বুধবার, ১৫ জুন যারা USD রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে, মার্কিন পরিসংখ্যান বুরো আগামীকাল বাংলাদেশ সময় 6:30pm এ USD এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Retail Sales প্রকাশিত হবে। এটি USD জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মার্কেট মুভার নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.9% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 0.1%। সেই হিসেবে USD দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএসডিকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএসডি কে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন সফল ট্রেডারে পরিণত করতে পারে।
-
আগামীকাল বুধবার মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm তে মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Retail Sales m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.6%। আর এই মাসে এর পূর্বাভাস হল 0.7% । তার মানে এটি বৃদ্ধি পেতে পারে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
হ্যালো ট্রেডার বন্ধুরা, আজ FOMC day । আজ যারা মার্কিন ডলারে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা-১২:৩০টা অর্থাৎ ৭ ১৬ জুন 12:00-12:30 এর মধ্যে USD এর জন্য অধিক গুরুত্বপূর্ন এবং মার্কেট মুভার অনেক গুলো নিউজ FOMC Economics Projections, FOMC Rate Statement, Federal Funds Rate, FOMC Press Conference প্রকাশিত হবে। যেগুলো ইউএসডি এর জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। FOMC নিউজ এর সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে রিটেইল ট্রেডার/ ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা এবং মানি ম্যানেজমেন্ট আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার এ পরিণত করতে পারে।
-
যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১৬ই জুন বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৭:৩০ ঘটিকায় অস্ট্রেলিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এই পূর্বাভাস এই মাসে হবে ৩.৮%। আগে মাসে বেকারত্বের হার ছিল ৩.৯%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্বের হার কমার সম্ভাবনা রয়েছে যা অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করতে পারে। যদি বেকারত্বের হার যদি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
হ্যালো ট্রেডার্স, আজ বৃহস্পতিবার, ১৬ জুন আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি তাদেরকে অবশ্যই সব সময় ফান্ডামেন্টাল নিউজ এর সাথে আপডেট থাকতে হয়। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু না কিছু আগাম নিউজ প্রকাশিত হয় যেটা মার্কেট প্রাইস কে অনেক বেশি প্রভাবিত করে থাকে। তাই আমাদেরকে অবশ্যই এসব নিউজ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিদিনের ন্যায় আজ যারা GBP রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বাংলাদেশ সময় 5:00pm এ GBP এর জন্য high-impact নিউজ Official Bank Rate প্রকাশিত হবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত GBP রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 1.0% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 1.25%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে পাউন্ডকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে পাউন্ডকে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা আপনার ব্যালেন্স কে সুরক্ষিত রেখে একজন প্রফিটেবল ট্রেডার হতে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ সবাইকে।
-
আমি সকলকে অবহিত করছি যে ইউরোস্ট্যাট আগামিকাল শুক্রবার বাংলাদেশ সময় 3:00pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ Final CPI y/y এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 8.1% আর এই মাসে এর পূর্বাভাস হল 8.1% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজ শুক্রবার, ১৭ জুন ট্রেডিং সপ্তাহের শেষ দিনে নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ বাংলাদেশ সময় 6:45pm এ ইউএস ডলার এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ Fed Chair Powell Speaks প্রকাশিত হবে। যেটা ইউএস ডলারের জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। Fed Chair Powel Speaks এর সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাশের শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে রিটেইল ট্রেডার/ ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা এবং মানি ম্যানেজমেন্ট আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার এ পরিণত করতে পারে। ধন্যবাদ সবাইকে।
-
আগামীকাল ২০শে সেপ্টেম্বর যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল ডেস্ট্যাটিস একটি লো ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল মাসিক জার্মান উৎপাদক মূল্য সূচক। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে জার্মান উৎপাদক মূল্য সূচক হবে ১.৫%। আগে মাসে এটি ছিল ২.৮%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী জার্মান উৎপাদক মূল্য সূচক কমার সম্ভাবনা রয়েছে যা ইউরোকে দুর্বল করতে পারে। যদি জার্মান উৎপাদক মূল্য সূচক যদি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।
-
হ্যালো ট্রেডার্স বন্ধুরা, আগামীকাল শুরু হতে যাচ্ছে ফরেক্স ট্রেডিং এর আরও একটি নতুন সপ্তাহ। আগামীকাল সোমবার, ২০ জুন ট্রেডিং সপ্তাহের প্রথম দিনে নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বাংলাদেশ সময় 7:00pm & 9:00pm এ ইউরো এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ ECB President Lagarde Speech প্রকাশিত হবে। যেটা ইউরোর জন্য অনেক বেশি হাই ইমপ্যাক্ট ও মার্কেট মুভার একটি নিউজ। ECB President Lagarde Speech এর সময় ইউরো রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। যদিও এই নিউজ প্রকাশের শুরুতে ইউরো উয়িক হলেও পরবর্তীতে অনেকটা স্ক্রং হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে রিটেইল ট্রেডার/ ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা এবং মানি ম্যানেজমেন্ট আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার এ পরিণত করতে পারে। ধন্যবাদ
-
আগামীকাল মঙ্গলবার, ২১ জুন নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বাংলাদেশ সময় 7:30am এ Reserve Bankbof Australia অস্ট্রেলিয়ান ডলারের জন্য গুরুত্বপূর্ন নিউজ RBA Meeting Minutes নিউজ প্রকাশ করবে। যেটা অস্ট্রেলিয়ান ডলার এর জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। এটি সাধারণত Cash Rate ঘোষণার দুসপ্তাহ পরে প্রতিমাসে ১১ বার প্রকাশিত হয়ে থাকে। এই নিউজ প্রকাশের সময় AUD রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা ও মানি ম্যানেজমেন্টই পারে আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিনত করতে।
-
আগামীকাল কানাডিয়ান ডলারের জন্য একটি হাই ইমপ্যাক্ট এর নিউজ রয়েছে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় 6:30pm কানাডার পরিসংখ্যান ব্যুরো Core Retail Sales m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের ভোলাটিলিটি যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.4% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.5% এর মানে এটি কমার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা কানাডিয়ান ডলারের দুর্বল করবে।
-
প্রতিদিনের ন্যায় আগামীকাল বুধবার, ২২ জুন যারা GBP রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল বাংলাদেশ সময় 12:00pm এ GBP এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Consumer Price Index-CPI প্রকাশিত হবে। এই নিউজ প্রতিমাসে একবার প্রকাশিত হয়ে থাকে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত GBP রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে বড় ধরনের ভোলাটিলিটি তৈরি করে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 9.0% সেখানে এনালিস্টরা এই মাসের জন্য ফোরকাস্ট করেছেন 9.1%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে পাউন্ডকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে পাউন্ডকে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা আপনার ব্যালেন্স কে সুরক্ষিত রেখে একজন প্রফিটেবল ট্রেডার হতে সহযোগিতা করতে পারে।
-
২২শে জুন যারা gbp তে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের স্থানীয় দুপুর ১:০০ ঘটিকায় যুক্তরাজ্যের জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস বার্ষিক ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে ভোক্তা মূল্য সূচক ৯.১% হবে। আগে মাসে এটি ছিল ৯.০% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী ভোক্তা মূল্য সূচক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা gbp কে শক্তিশালী করতে পারে। যদি ভোক্তা মূল্য সূচক এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা gbp জন্য জন্য ভাল হবে। সেক্ষেত্রে gbp বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় gbp ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর gbp ভোলাটিলিটি বাড়তে পারে।
-
হ্যালো ট্রেডার্স, আজ বুধবার, ২২ জুন আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি তাদেরকে অবশ্যই সব সময় ফান্ডামেন্টাল নিউজ এর সাথে আপডেট থাকতে হয়। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু না কিছু আগাম নিউজ প্রকাশিত হয় যেটা মার্কেট প্রাইস কে অনেক বেশি প্রভাবিত করে থাকে। তাই আমাদেরকে অবশ্যই এসব নিউজ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ যারা কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বাংলাদেশ সময় 6:30pm এ কানাডিয়ান ডলার এর জন্য high-impact নিউজ CPI m/m প্রকাশিত হবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.6% সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 1.0%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে কানাডিয়ান ডলার কে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে কানাডিয়ান ডলার কে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আমি সকলকে অবহিত করছি যে Markit আগামিকাল রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় 1:30pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ মাসিক German Flash Manufacturing PMI এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো ভোলাটিলিট কিছুটা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 54.8 আর এই মাসে এর পূর্বাভাস হল 54.0 । অর্থাৎ এটি কমতে পারে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ বৃহস্পতিবার, ২৩ জুন যারা ইউরো রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বাংলাদেশ সময় 1:30pm এ ইউরোর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ German Flash Service PMI প্রকাশিত হবে। এটি ইউরোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 55.0 সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 54.6। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউরোকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউরোকে দুর্বল করবে। এছাড়াও আজকে ইউরো রিলেটেড অনেক গুলো গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে। তাই নিউজ ট্রেডারদের এসব নিউজ এর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ রইল। সুতরাং, নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে অতি সতর্কতার সহিত ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। মনে রাখবেন একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং পরিকল্পনা আপনাকে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে।