-
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দু ধরনের এনাইসিস কেই গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে । সবসময় নিজের মেধা খাটিয়ে এনালাসিস করার উপর গুরুত্ব দিতে হবে । এতে একদিকে যেমন আপনি অনেক বেশী জানতে পারবেন,অন্যদিকে পরনির্ভরশীলতা দূর হয়ে যাবে । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই নিজে এ্যানালাইসিস করতে জানতে হবে। অন্যের এ্যানালাইসিস এবং সিগনাল দিয়ে কোন দিনে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিতে ট্রেডিং করা শিখতে হবে। অন্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না।
-
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের বিকল্প কিছ*ু নেই । আর এই এ্যনালাইসিস নিজেকেই করতে হবে । ভালভাবে মার্কেট এ্যনালাইসিস না করলে আপনাকে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন । তাছাড়া মার্কেটে ট্রেড করতে হবে ধৈয্য সহকারে । আপনার লাভজনক ট্রেডটি দ্রুত ক্লোজ না করে ধৈর্য্য ধারন করুন । সবসময় নিজের মেধা খাটিয়ে এনালাসিস করার উপর গুরুত্ব দিতে হবে । এতে একদিকে যেমন আপনি অনেক বেশী জানতে পারবেন,অন্যদিকে পরনির্ভরশীলতা দূর হয়ে যাবে । নিজের দক্ষতা এবং এই মার্কেটে টিকে থাকতে হলে নিজেকেই এনালাইসিস করতে হবে ।
-
এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস । কারন ফরেক্স মার্কেটে এনালাইসিস ব্যাতিত সফলতা আশা করা দক্ষতা ব্যাতিত ইনকাম করার মতই । তাই একটা কথা ফরেক্স মার্কেটে আমি প্রায় শুনতে পায় যে একজন ট্রেডারকে ভালো একজন ট্রেডার হওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো বিশ্লেষক হতে হবে । অর্থ্যা্ৎ যে ট্রেডার ভালভাবে এনালাইসিস দক্ষতা অর্জন করতে পারবে সে ট্রেডারই ভবিষ্যতে অনেক বেশি ভালো করতে পারবে । আর ভালো করার অন্যতম হাতিয়ার হল দক্ষতা অর্জন ।
-
আপনি কি হুমায়ন আহমেদ এর বই পড়েন নাকি। আপনার পোষ্ট পড়ে একটু না হেসে পাড়লাম না। যাই হোক নিজের বুদ্ধিতে ফকির হলেও ভাল । অন্যর সাজেশান নিয়ে দেখেছি ভাল একটা কাজ হয়না । আবার নিজে নিজে এনালাইসিস করে যখন ট্রেড ওপেন করি ঠিক তারপরেই মার্কেট ৫০ পিপস প্রতিকুলে যায়। বুঝিনা কিছু কেন এমন হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে এ্যানালাইসিস করতে হবে। ফরক্স এ ২ ধরণের এনালাইসিস এর মাধ্যমে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। ১। ফান্ডামেন্টাল এনালাইসিস ২। টেকনিক্যাল এনালাইসিস । এনালাইসিস এর মাধ্যমে আপনি বুঝবেন মার্কেট এখন আপ এ যাবে কিংবা ডাউন এ যাবে, আন্দাজ বা ধারণা করে তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শিখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয়।
-
অন্যর উপর নিরভর কার মানে বোকামী করা । সবসময়ি নিজের উপর নিরভর করবেন । নিজে এ্যানালাইসেস শিখে তারপর ট্রেড দিবেন । তানা হলে দ্রুত মারকেট থেকে ক্যাশ হারিয়ে বিদায় হতে হবে । এবিশয়টে ১০০ ভাগ সঠিক । অন্যে আমার চেয়ে ভালো বুঝে সেটা কেন আমি মেনে নেব ।
-
একজন ফরেক্স ট্রেডার হিসাবে প্রত্যেকটি কারেন্সের ইতিহাস জানা দরকার । যেমন অন্তত বিগত ৩ বছরের মধ্যে কোন কারেন্সি সরব নিন্মে আসা এবং সরব উপরে যাওয়া । এগুলো জানা থাকিলে এ্যানালাইসেসে সুবিধা হবে বিশেশ করে দীরঘ সময়ের ট্রেডে ।
-
আমি একজন নতুন ট্রেডার তবে আমার অল্পসময়ের অভিজ্ঞতায় বুঝলাম এখানে ১০০ ডলারে মাসে যেমন ১০০০ ডলার আয় করা সম্ভব। আবার ১ সপ্তাহে ক্যাশ জিরো হয়ে যাওয়াঅ সম্ভব ।
-
বাংলাদেশ ফরেক্স ফোরামে আমি একজন গর্বিত ট্রেডার। আমি এনালাইসিস করি ৩ ভাবে।
১.ফান্ডামেন্টাল
২.টেকনিক্যাল
৩.সেন্টিমেন্টাল
১ ও ২ বেশি ব্যবহার করি। এনালাইসিস ছাড়া ট্রেড করলে দেউলিয়া হতে বেশি সময় লাগবেনা।
-
ফরেক্স ট্রেডে নিজের দক্ষতা বাড়াতে হলে সবসময় নিজের এনালাইসিসের উপর গুরুত্ত বেশি দেওয়া উচিত। কারন এনালাইসিসে যত বেশি দক্ষ হওয়া যায় ট্রেডের সফলতা তত বেশি নিশ্চিত করা যায়। ট্রেডের ক্ষেত্রে এনালাইসিসের গুরুত্ত অপরিসীম। তাই যথাসম্ভব এনালাইসিস করে বুঝে ট্রেড করতে হবে।