-
সঠিকভাবে বলেছে সর্বোচ্চ পোস্টটির অর্থ সর্বোচ্চ বোনাস কারণ যখন সর্বোচ্চ পোস্ট এবং সর্বোচ্চ মানের পোস্ট থাকবে তখন আপনার বোনাসটিও সর্বোচ্চ আসবে এবং এর অর্থ প্রত্যেকেরই। এর জন্য উপার্জন এর জন্য আমাদের ফরেক্সকে সময় দেওয়া উচিত এবং ফরেক্স সম্পর্কিত আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা উন্নত করা উচিত। তবেই আমরা এতে খুব ভাল কাজ করতে পারি এবং ভাল বোনাস দিয়ে ভাল লাভও করতে পারি। এতে প্রচুর অর্থোপার্জন করুন। যদি আমরা এটিতে না যাই, তবে আমাদের লাভ করার জন্য প্রচুর বোনাস থাকা উচিত। আপনি বলেছেন যে একজন ভাল বস সারাংশ থেকে ভাল লাভ করতে পারে তাই আপনার তাকে যতটা সম্ভব সময় দেওয়া উচিত। সে কারণেই তারা আরও বোনাস পাবে যা নিজের জন্য অর্থ উপার্জন করতে পারে
-
ফরেক্স ট্রেডিং এ সাইকোলজি বিশাল বড় একটি ফ্যাক্টর যা কি না ট্রেড এর প্রায় সবটুকু জুরে আছে। সাইকোলজিক্যাল সমস্যা গুলো হলো সিগ্ন্যাল আসার আগেই ট্রেড নেওয়া, বেশী বেশী ট্রেড করা, মার্কেট বেশী দেখা, লসের ট্রেড ধরে রাখা এবং লাভের ট্রেড কে তারাতারি কেটে দেওয়া ইত্যাদি। এই সব বিষয় গুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে না হলে সব রকমের অভিজ্ঞতা থাকা সত্তেও মার্কেট এ টিকতে পারা যাবে না। সাইকোলজিক্যাল বিষয়ে দক্ষতা নেওয়ার জন্য আপনাকে আগে সব কিছু নোট করে নিতে হবে কিভাবে ট্রেড করবেন এবং কখনও ইন্সট্রাকশনের বাইরে ট্রেড করা যাবে না। আর চার্ট কম দেখতে হবে এবং ঘন ঘন ট্রেড ওপেন করা যাবে না।
-
সাইকোলজির উন্নতি করতে পারলে আমাদের ট্রেডিং এর সফলতাও বৃদ্ধি পাবে। আমাদের সাইকোলজি ডেমো ট্রেড থেকেই উন্নত করতে হবে বলে মনে করি। কারন ট্রেড শিখার জন্য এবং ফরেক্সে রিয়েল ট্রেড পর্যায়ে পদক্ষেপের জন্য ডেমো ট্রেডই হল মাধ্যম। একজন ট্রেডার যদি মানসিকভাবে নানা রকম সমস্যার সম্মুখীন হয় তাহলে তার ট্রেড করার মনোবল কমে যায়।
-
ফরেক্স মার্কেটের সাইকোলজি এবং ব্যক্তির সাইকোলজি দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেটিং সাইকোলজি তো আপনি এনালাইসিস ধারণা করতে পারবেন কিন্তু আপনার নিজের সাইকলজিক্যাল অবস্থা নিজেকে ফিট রাখা আবশ্যক। ডেমো ট্রেডিং এর সময় সাইকোলজিকাল অবস্থা এবং রিয়াল ট্রেডের সময় সাইকোলজিকাল অবস্থা একই রকম রাখা একটু ডিফিকাল্ট বাট অসাধ্য কিছু নয়। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর অন্তর্গত হল সাইকোলজিকাল পজিশন।
-
ফরেক্স এ আমরা ১০০% প্রফিট দেয় এরকম ইন্ডিকেটর খুজি। ট্রেডিং সাইকোলজি যে এখানে সবচচেয়ে বেশি প্রয়োজন তা আমার ভাবি না। কেননা সব সিস্টেম ই কিছু প্রফিট দিয়ে থাকে। আমরা সব সময় ট্রে করতে চাই। একটু মার্কেট এ মুভমেন্ট দেখলেই আমাদের ট্রেড না করলে চলে না। সীমিত ট্রেড করতে হবে।