হ্যা ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে ইমোশনাল এর কোন স্থান নেই। মার্কেট তার আপন গতিতে চলতে থাকবে। আপনার ইমোশন কখনোই মার্কেট কে প্রভাবিত করতে পারবে না। তাই নিজের ইমোশনের উপর নির্ভর না করে মার্কেট এর ইমোশন বুঝার চেস্টা করুন। সে মতে ট্রেড করুন।
Printable View
হ্যা ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে ইমোশনাল এর কোন স্থান নেই। মার্কেট তার আপন গতিতে চলতে থাকবে। আপনার ইমোশন কখনোই মার্কেট কে প্রভাবিত করতে পারবে না। তাই নিজের ইমোশনের উপর নির্ভর না করে মার্কেট এর ইমোশন বুঝার চেস্টা করুন। সে মতে ট্রেড করুন।
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেডিং এর ব্যপারে একটি কথা আমাদের মাথায় রাখতে হবে তা হল কোন ট্রেডার যত বেশি দক্ষ অথবা অভিজ্ঞ হন না কেন যদি আবেগ নিয়ন্ত্রন করে ট্রেড করা না হয় তাহলে আবেগ আমাদের ভুল সিদ্ধান্ত গ্রহনে প্ররোচিত করে। এতে করে আমাদের লাভের পরিবর্তে উল্টা লস করার সম্ভাবনা থাকে। তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করবার আগেই আবেগ পরিহার করা। তাহলে আমাদের সফলতার সম্ভাবলা বেড়ে যাবে।
ফরেক্স মাঈকেটে আপনাকে কাজ করতে গেলে ইমোশনাল হলে চলবে না এটা একদম ভাল না ফরেক্স মার্কেট এর জন্য তাই ফরেক্স মার্কেট এ কাজ করতে গেলে ইমোশন টা কে বাদ দিতে হবে তা না হলে ফরেক্স মার্কেট এ আপনি লাভবান হতে পারবেন না শুদু লস এর মুখে পড়তে হবে। তাই লস না করতে চাইওলে ইমোশন টা বাদ ডিতে হবে।
বেশি আবেগ প্রবন হলে কোনো কাজে সফল হওয়া যায় না,আর ফরেক্স এ আবেগের কোনো যায়গা নেই।ফরেক্স এ ট্রেড করে সফল হতে হলে বাস্তবিক হতে হবে।এবং ফরেক্স ট্রেডের সকল নিয়ম এবং কৌশল মেনে ট্রেড করতে হবে,মানি ম্যানেজমেন্ট,মার্কেট এনালিসিস,এবং লক্ষ নির্ধারন ফরেক্স ট্রেড এর সফল হবার প্রধান উপায়।
আপনার পোষ্টটা থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।আসলে একটা জিনিস লক্ষ্যনীয় যে আপনি যখন একটা দেশের অর্থনীতি নিয়ে পর্যালোচনা করবেন,তখন একটি দেশের সাথে অন্য আরেকটি দেশের ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করবেন।যা আমরা প্রায় সময় ফরেক্স মার্কেটে লক্ষ্য করে থাকি।
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ইমোশন বিষয়টি মারাত্বক ভাবে আপনার ট্রেডিং এ প্রভাব ফেলে । টেডিংএর সময় আপনি যদি ইমোশনাল হয়ে যান তাহলে আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পরেন । আপনার উচিত পরপর যদি আপনি দুই থেকে তিনটি ট্রেড লস করেন তাহলে মার্কেটে ট্রেড না করে মার্কেটের মুভমেন্ট দেখা । তাছাড়া লসকে ব্যবসায়ের একটি অংশ হিসেবে নিতে হবে ।
অনেক ফরেক্স বিজ্ঞরাই বলেন,ফরেক্সে সাফল্য নির্ভর করে ২০% আপনার স্ট্রাটেজির উপর আর বাকী ৮০% নির্ভর করে আপনার আবেগ নিয়ন্ত্রনের উপর । একজন দক্ষ ট্রেডার হতে হলে ৪ ধরনের আবেগ নিয়ন্ত্রন করা জরুরী । যেমনঃ- লোভ,ভয়,আশা এবং হতাশা ।
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেডিং এর ব্যপারে একটি কথা আমাদের মাথায় রাখতে হবে তা হল কোন ট্রেডার যত বেশি দক্ষ অথবা অভিজ্ঞ হন না কেন যদি আবেগ নিয়ন্ত্রন করে ট্রেড করা না হয় তাহলে আবেগ আমাদের ভুল সিদ্ধান্ত গ্রহনে প্ররোচিত করে। এতে করে আমাদের লাভের পরিবর্তে উল্টা লস করার সম্ভাবনা থাকে। তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করবার আগেই আবেগ পরিহার করা। তাহলে আমাদের সফলতার সম্ভাবলা বেড়ে যাবে।
ফরেক্স ট্রেডিং মার্কেটে ইমোশনের কোনো স্থান নেই। কেননা কোনো আবেগের কারনে ক্ষতি হতে পারে।তাই এখানে আবেগ নিয়ন্ত্রন করে ট্রেড করার চেষ্টা করতে হবে। অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি।তাই আবেগ নিয়ন্ত্রন করার জন্য আপনার মনকে শক্ত করুন।আর ভাবুন ভালোভাবে ট্রেড শিখতে পারলে ভবিষ্যতে লাভ করতে পারবেন।
আসলেই এই কথা টি সত্য যে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ কে কনট্রোল করা খুবি কষ্ট কর।কারণ ফরেক্স মার্কেট হচ্ছে টাকা আয় করার সব থেকেই ভালো মাধ্যম।তাই কেও এখানে নিজের লোভ কে কনট্রোল করতে পারেনা। আপনি যদি আপনার লোভ কে কন্ট্রোল করতে চান তাহলে আগে আপনাকে কম কম ট্রেড করতে হবে।ডিপোজিট কম করে করতে হবে।বেশী বেশী ট্রেড করলে লোভ আর বেশী বেরে যাবে।তাই কম কম ট্রেড করুন।