-
আমার মতে, সিগনাল ট্রেদারদের কে পরনির্ভরশিল করে তুলে। কারণ তখন সে আর নিজের মত করে এনালাইসিস করে না। মার্কেট বুঝারও চেষ্টা করে না। শুধু সিগনাল কখন আসবে সেই দিকে তার খেয়াল থাকে। আমার মতে নিজের মত করে মার্কেট এনালাইসিস করে ট্রেড কলে লস করলেও শান্তি লাগে, কিন্তু পরের সিগনালের উপর নির্ভর করে ট্রেড করে লুজার হলে তা আপনি কখনও মেনে নিতে পারবেন না, হতাশায় ভোগবেন, মার্কেট থেকে সরে দাড়াতে হবে।
-
আপনার উদাহরণটি আমার খুব ভাল লাগল। আপনি যদি 0.01 লটে ট্রেড করেন তাহলে সারা জীবন ট্রেড করেও ৩/৪ লক্ষ টাকা শেষ করতে পারবেন না। এখানে যে মানি ম্যানেজমেন্টের সূত্র আছে এই সূত্র এটাই প্রমাণ করে যে ফরেক্স আমাদেরকে আয়ের রাস্তা দেখাতে এসেছে। আমাদের সব কিছু কেড়ে নিতে নয়।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য আমাদের ট্রেন্ড লাইন বুঝতে হবে, যে ফরেক্স ট্রেডার ট্রেন্ড লাইন বুঝতে পারবে সেই ট্রেডার ফরেক্স মার্কেট হতে অনেক সহজেই ভাল প্রফিট করতে পারবে,তার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট এর ৪ঘন্টা বা ১ দিনের টাইম ফ্রেম দেখে ট্রেন্ড লাইন নিশ্চত হুয়া যায়।
-
ট্রেড নির্ধারণ করতে পারলেই ট্রেডাররা লাভবান হতে পারবে । নির্ধারণ করাটাই হল ঝামেলার ব্যাপার । অামরা সেটাই শেখার জন্য এত এ্যানালাইসিস করতেছি । অামরা কাজ করব হিসেব করে তাহরেই অামরা লাভবান হতে পারব । যে ট্রেডার বেশী কাজ বুঝবে সে তত বেশী বুঝতে পারবে । অামরা কখনোই ওভার কিছু করার চেষ্টা করব না ।
-
আমার মনে হয় ফরেক্সে লাভ বা লসের জন্য প্রয়োজন ট্রেন্ড বুঝা।আপনি যদি ট্রেন্ড বুঝতে পারেন এবং ট্রেন্ডের পক্ষে ট্রেড করেন তবে লাভই করবেন।কিন্তু যদি ট্রেন্ড ভালোভাবে নির্ধারন করতে না পারেন এবং ট্রেন্ডের বীপরিতে ট্রেড করেন তবে বড় ধরনের লস করতে পারেন।তাই ট্রেন্ড ভালোভাবে নির্ধারন করা শিখার প্রয়োজন।
-
ফরেক্স মার্কেট সবসময় ট্রেন্ড মেনে চলে তিন ধরনের ট্রেড আমরা ফরেক্স মার্কেটে দেখতে আপ,ডাউন এবং সাইডওয়ে ট্রেন্ড।কোন দেশের অর্থনৈতি,রাজনৈতিক অবস্থার উপর বিরাজ করে ট্রেন্ড চলতে থাকে তাই আমাদেরকে ট্রেন্ড সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে।
-
ফরেক্স এ ট্রেন্ড এর সাথে ট্রেড করারটা খুবই জরুরী। একবার যদি সঠিক ট্রেন্ড ধরা যায় তাহলে আমরা অনেক প্রফিট করতে পারব। কিন্তু তার জন্য মার্কেট এ আগে ট্রেন্ড দেখতে হবে। মার্কেট এখন কোন ত্রেন্ড আছে এবং পরে কোণ ট্রেন্ড এ চলতে পারে সেদিকে বিবেচনা করতে হবে।
-
যারা ট্রেন্ড নির্ধারণ করতে বেশিরভাগ সময়ই সফল হন তারা ফরেক্সের সবচেয়ে অভিজ্ঞ ট্রেডার । আর এই ট্রেন্ড নির্ধারণ করার জন্য রয়েছে অনেক ধরনের এনালাইসিস আর স্ট্রেটেজি । আমিও ট্রেন্ড কিভাবে নির্ণয় করতে হয় এবং এর জন্য কোন স্ট্রেটেজি গুলো অনুসরণ করা উচিত সেটি সম্পর্কে ভাল করে ধারনা নিতে চাই । কিন্তু কিভাবে শুরু করব এবং কোথা থেকে শিখতে পারব সহজ উপায়ে সে সম্পর্কে যদি কেউ বিস্তারিত জানাতেন তাহলে অনেক ভাল হয় আমার জন্য ।
-
ট্রেন্ড হয়ছে ফরেক্স এর মেইন বন্ধু,আপনি যদি ফরেক্স এর সঠিক ট্রেন্ড নির্ণয় কর*তে পারেন তাহলে খুব সহজে প্রফিট করতে পারবেন,তাই প্রতেক ট্রেডার এর উচিত মার্কেট ট্রেন্ড নির্ণয় করা সঠিক ভাবে,ট্রেন্ড যদি সঠিক ভাবে নির্ণয় করতে না পারেন তাহলে ফরেক্স সফলতা সম্ভব নয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য আমাদের ট্রেন্ড লাইন বুঝতে হবে। যে ফরেক্স ট্রেডার ট্রেন্ড লাইন বুঝতে পারবে সেই ট্রেডার ফরেক্স মার্কেট হতে অনেক সহজেই ভাল প্রফিট করতে পারবে। তার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট এর ৪ঘন্টা বা ১ দিনের টাইম ফ্রেম দেখে ট্রেন্ড লাইন নিশ্চত হওয়া প্রয়োজন।