-
ফরেক্সের মার্কেট সবসময় উঠানামা করে।দেখা যায় পাচ মিনিটে বিশ পিপস আপ করে পরের বিশ মিনিটে ত্রিশ পিপস নেমে গেলে।এভাবে আপ এবং ডাউনের মাধ্যমে দিনের শেষে আপ অথবা ডাউনে সত্তর থেকে ১৫০ পিপস মুভও বা তার কম বেশি ও মুভ করতে পারে। এভাবে দিনের হিসেবে যে মুভ করে সেটা ধরতে পারলেই ফরেক্সে নিয়মিত প্রফিট করা যায়।তাই ডেইলি টািমফ্রেম বুঝে ট্রেড করা ভালো।
-
ফরেক্স মার্কেটে পেশাদার ও প্রতিষ্ঠিত ট্রেডারগণ সবাই D1 ট্রেডিং চার্ট হিসাবে ব্যাবহার করে থাকেন৷এই D1 চার্টে Daily কেন্ডেলগুলো এনালাইসিস করা তুলনামূলক সহজ৷নতুন শিক্ষার্থী ট্রেডারদের অবশ্যই D1 চার্ট দেখে ট্রেড করার অভ্যাস করা জরুরী৷নিখুঁত প্রফিটেবল ট্রেডিংয়ের জন্য D1 চার্টই সর্বাধিক নির্ভরযোগ্য৷
-
হ্যা ভাই ডেইলি চার্ট বলেন আর সাপ্তাহিক বলেন কিংবা মাসিক চার্ট সবগুলোই আসলে একই ধরনের। কারন এই সবগুলোতেই কিন্তু আপনাকে আপনার ঐ নিজস্ব একটা সিস্টেম ফলো করে কাজ করতে হবে। কাজেই এখানে আপনাকে যে জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হল আপনার ধৈর্য, আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেট যতক্ষন না আপনার ফেবারে আসে, তার আগে কখনই আপনি পজিশন না পাওয়া পর্যন্ত ট্রেডে যেতে পারবেন না।
-
আসলে ঠিকই বলেছেন এবং এটা বাস্তব সম্মত টেডিং টিপস্। কারণ আমি আগে কখনও ভাল কোন প্রফিট করতে পারিনি কিন্ত ডেইলি এবং এইচ৪ চার্টে এনালাইসিস করে টেড করে লাভ করতে পারছি। আমার মনে হয় এই দুটি টাইমফ্রেম ইউনিভার্সাল। সুতরাং সবাইকে বলবো লাভবান ট্রেডার হতে হলে অাপনাকে লং টাইম নিয়ে এনালাইসিস করতে হবে। আর ট্রেডিং করার সময় মানি ম্যানেজমেন্ট জরুরী। মানিম্যানেজমন্টে হলো সেফ্টিলক আপনার একাউন্ট এর জন্য।
-
ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সপ্তাহিক চার্ট বেশি বেশি ফলো করুন। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।
-
আমার মনে হয় দৈনিক চার্টে ট্রেড করা অনেক লাভজনক, কারণ এই চার্টের মাধ্যমে খুব সহজেই বাজারের ট্রেন্ড ধরা যায়। আপনি এই চার্টের সাহায্যে বেশি লোভ না করে ট্রেড করেন তাহলে আপনার প্রায় ট্রেডই সফল হবে। আমি সাধারণত বর্তমানে সাপ্তাহিক আর দৈনিক চার্টের এর ভিত্তিতে বাজার বিশ্লেসণ করতেছি আর এতে আমি ভাল ফলাফল দেখতে পারতাছি।
-
আসলে ডেইলি চার্ট-এ ট্রেড করা অনেক সুবিধাজনক। কেননা এখানে আপনার এ্যানালাইসিসের জন্য সময় তুলনামূলকভাবে অনেক কম লাগবে। কারন মার্কেটটা এক ঝলক দেখে নিলেই আপনার এ্যানালাইসিসের প্রায় অর্ধেক কাজ ৫ মিনিটেই সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই চার্টে আরেকটি বিশেষ সুবিধা হলো আপনি ট্রেড যদিওবা কম পাবেন অর্থাৎ* মাসে ১ টা দুটো, কিন্তু আপনার রির্স্কের পরিমাণটাও অনেক কম থাকবে।
-
আমার মতে দৈনিক চার্টে যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা সাধারণত বেশ লাভজনক ভাবেই ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারে। বিশেষ ডেইলি চার্ট করে ট্রেড করা বেশ সুবিধাজনক ও লাভজনক কারণ খুব সহজেই ফরেক্স মার্কেটে চার্টের মাধ্যে ট্রেন্ড ধরা যায়। আর এই চার্টের মাধ্যমে বেশির ভাগ ট্রেডার সফলভাবে ট্রেড করতে পারে বলে আমার বিশ্বাস। আর আমি সাধারণত ডেইলি চার্টের উপর নির্ভর করে ট্রেড করি আর এতে করে বেশ ভাল মুনাফা উপার্জনে সক্ষম হয়েছি।
-
আমরা জানি ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার ডেইলি চাট এর চেয়ে সপ্তাহিক চার্ট বেশি বেশি ফলো করুন। কেননা নতুন ট্রেডারদের জন্য সপ্তাহিক চার্ট সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন হতে ডেইলি চার্ট অথবা ৪ঘন্টার চার্ট ফলো করলে আপনি বেশ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এজন্য আপনাকে বেশি বেশি মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জানতে হবে আর নিউজগুলো বুঝার ক্ষমতা অর্জনে সক্ষম হতে হবে।
-
আসলে একেকজন একেক ধরনের চার্ট টাইপ ফলো করে আমি সাধারনত ডেইলি এবং ফোর আওয়ার চার্ট ব্যাবহার করে ট্রেড এনালাইসিস করি।আমার কাছে এটা সুবিধা মনে হয় কারন আমি শর্ট টাইপ ট্রেডার আর যারা লং ট্রেডার তারা সাপ্তাহিক, মাসিক চার্ট দেখে ট্রেড করে বলে আমার ধারনা।