অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। আমরা ভাবি শুধু ট্রেড করতে পারলে আমাদের লাভ হবে। আসলে ব্যাপারটি এমন নয়। আমি দেখেছি যখনই আমি বেশি ট্রেড ওপেন করি তখনই আমার একাউন্ট এ লস এর পরিমান বেড়ে যায়। অল্প অল্প ট্রেড করতে হবে।
Printable View
অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। আমরা ভাবি শুধু ট্রেড করতে পারলে আমাদের লাভ হবে। আসলে ব্যাপারটি এমন নয়। আমি দেখেছি যখনই আমি বেশি ট্রেড ওপেন করি তখনই আমার একাউন্ট এ লস এর পরিমান বেড়ে যায়। অল্প অল্প ট্রেড করতে হবে।
হ্যা একথাটি পুরোপুরি সত্য এমন কিছু কিছু পেয়ার আছে যেগুলো ট্রেড করার আগে অনেক বেশি চিন্তা করা উচিত। কেননা মার্কেটে অনেক বেশি মুভমেন্ট করে থাকে যেমন গোল্ড। এই পেয়ারটিতে আপনি অল্প পুজি দিয়ে কখনও ট্রেড করতে পারবেন না। কারণ এটিতে স্প্রেডের পরিমাণ অনেক বেশি যা অন্যান্য পেয়ারের চেয়ে বেশি এছাড়াও এই পেয়ারটি দৈনিক উঠানামা করে প্রায় ১০০০ থেকে ১২০০ পিপ্স পর্যন্ত। এজন্য আমি মনে করি এই পেয়ারটিতে আপনি যখন ট্রেড করতে আসবেন তখন বেশি সতর্কতা নিয়েই ট্রেড করা উচিত নতুবা আপনি ফরেক্স মার্কেটে মূলধন হারাতে পারেন।
ট্রেড করার পুর্বে একটু এনালাইসিস করে নেওয়া ,বেশী ইমোশনাল হওয়া যাবে না, ধৈর্য্য ধারন করে ট্রেড করতে হবে । ট্রেড আপ হবে নাকি ডাউন হবে সে ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে।সবশেষে বেশী বেশী অ্যানালাইসিস করতে হবে।
আমি মনে করি অবশ্যই ফরেক্সে ট্রেড করার সময় কিছু বিষয় ট্রেডারকে মনে রাখতে হবে আর তা হল কোন ভাবেই মানিম্যানেজমেন্ট এবং মার্কেট অ্যানালাইসিস ছাড়া ধরেক্সে ট্রেড করার যাবে না,লোভ এবং আবেগকে সব সর্ম দূরে সরিয়ে রেখে তার পর ফরেক্সে ট্রেড করার সিদ।ধান্ত গ্রহন করতে হবে,কোন ট্রেড লস করলে লসের প্রকৃত কারন খুজে বের করতে হবে এবং তা থেকে নিজের ভূলকে শুধরে নিতে হবে।
অবশ্যয় একজন সফল ট্রেডার এর এই গুনগুলি থাকতে হবে তা নাহলে সে কখনও বেশি দুর আগাতে পারবে না। কারন এ গুলি না মেনে আমি নিজেও যখন ট্রেড করে দেখেছি আমার লস হয়েছে। আর তাই আমি এখন এগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আর যারা নতুন ট্রেডার আছে তাদেরকে বলব এগুলি আপনি ফলো করেন তাহলে ফরেক্স এর ৮৫% আপনার আয়াত্বে চলে আসবে। আর এগুলি বাদ দিয়ে যত ট্রেড করেন না কেন লস আপনার হবেই।
হ্যা ভাই আমি আপনার সাথে একমত, ফরেক্স মার্কেটে এমন কিছু পেয়ার আছে যেগুলোতে ট্রেড করার আগে আপনাকে কঠোরভাবে উক্ত পেয়ার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি উক্ত পেয়ারগুলো সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করে ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই উক্ত পেয়ার হতে প্রফিট করতে পারবেন। আর যদি কোন ভাবে আপনি উক্ত পেয়ারে সঠিকভাবে সিদ্ধান্ত না নিয়ে ট্রেডে এন্ট্রি নেন তাহলে সেখান থেকে লাভের বিনিময়ে ক্ষতির হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য ্য,নির্লোভ৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷
কথাগুলো প্রিন্ট করে আপনি যে টেবিলে বসে ট্রেড করেন মানে আপনার ডেস্ক সেখানে ওয়ালে লাগিয়ে রাখা যেতে পারে। কারন অনেককিছু আমরা জানার পরেও ভুল করে ফেলি। দেখা যায় মনে থাকে না। আপনার চোখের সামনে জিনিসগুলো থাকলে আপনি চাইলেই এই ভুলগুলো করবেন না। সকাল দুপুর রাত সব সময় চোখ পড়বে আর আপনার অনাকাঙ্খিত ভুল করা থেকে আপনি বেচে যাবেন।
ভাই এখানে ব্যবসা করার জন্য আপনাকে সবসময় সর্বাধিক সতর্কতা অবলম্বন করে ট্রেড করতে হবে। এছাড়াও আবেগের বশীভূত হয়ে কখনই কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। মানি ম্যানেজম্যান্টকে বেশি গুরুত্ব দিতে হবে, অতিরিক্ত লোভ ট্রেডারের পতনের কারন সেটাও এখানে সবাইকে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাকে আপনার পদ্ধতির বাইরে কোন রকম কোনকিছু করা থেকে বিরত থাকতে হবে।
প্রথম বেপার হচ্ছে নিউজ প্রকাশ হবার আগে ট্রেড নেয়া যাবে না। ট্রেড নিতে হলে টিপি স্টপ লস ব্যবহার করতে হবে। তার হুরা করে ট্রেড নেয়া যাবে না। হাই ইমপেক্ট নিউস এর সময় শত ভাগ নিশ্চিত হয়ে ট্রেড নিতে হবে। অন্য কারো সিগনাল এর উপর নিবর করা যাবে না। লোভ করা যাবে না। কিছু নিউস আছে যেমন ট্রেড বেলেন্স, এন এপ পি, বেক্সিট, ইলেকসান এর নিউজ এর সময় ট্রেড থেকে বিরত থাকা উত্তম।