-
প্রতিদিন আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা খুশি মত ফোরামে পোস্ট করতে পারবেন না আপনি প্রতিদিন সব্বোচ্চ ৪০ থেকে ৪৫ টি পোস্ট ফোরামে করতে পারবেন অর্থাত আপনি মাসে ফোরাম থেকে সব্বোচ্চ ২৪০ ডলার প্রর্যন্ত বোনাস লাভ করতে পারবেন। আপনি যে পোস্ট গুলো ফোরামে করবেন তা অবশ্যই মানসম্মত হতে হবে তা না হলে ফোরাম মডারেটর আপনাকে ফোরাম থেকে ব্যান্ড করে দিতে পারে।
-
অবশ্যই ফোরামে পোষ্ট দেওয়ার একটা লিমিট রয়েছে । অামরা যদি ফরেক্সে ঠিকমত পোষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় লিমিট মত পোষ্ট দেওয়ার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারবে ।
-
আমি যতদুর জানি তা হলো ফোরাম পোষ্টে পোষ্ট করার একটা লিমিট আছে । প্রতিদিন ৩০ টার বেশি পোষ্ট করা ঠিক না । তবে অনেকে এর থেকে কম বা বেশি পোষ্ট করে থাকে । পোষ্ট বেশি করলে ভাল , এতে বেশি বোনাস পোষ্টিং পাওয়া যায় । তবে বেশি বোনাস পোষ্টের ক্ষেত্রে লিমিট বজায় রেখে করা ভাল । তা নাহলে যদি একাউন্ট ব্যান্ড করে দেয় তাহলে তো সব লস হয়ে যাবে । তাই লিমিট রেখে প্রতিদিন পোষ্ট করা ভাল ।
-
আসলে আমি এই ব্যাপারে এখনো কোথাও সুনিদ্দিষ্ট নির্দেশনা পাই নি । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা যদি ফোরাম বোনাসের উপর নির্ভরশীল হয়ে পোস্ট করি তাদের উচিত ফরেক্স ফোরাম কর্তৃপক্ষের সমস্ত রুলস মেনে চলা । কেননা ফরেক্স মার্কেটে আমরা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চা্য় তবে ফরেক্স বাংলা ফোরাম হবে ফরেক্সের জ্ঞানের ভান্ডার ।
-
প্রতিটি বিষয়ের মত ফরেক্স ফোরামে পোস্ট করারও একটি লিমিটেশন রয়েছে আপনি চাইলেই নিজের ইচ্ছা অনুযায়ী এখানে আনলিমিটেড পোস্ট করতে পারবেন না। আপনি ফোরামে প্রতিদিন সব্বোচ্চ হলে ৪৫ টি পোস্ট করতে পারবেন তবে সেই পোস্ট অবশ্যই ইউনিক এবং প্রাসঙ্গিক অবশ্যই হতে হবে।
-
আমি মনে করি ফরেক্সে ফোরাম একটা লিমিটেশন আছে। আমাদের অবশ্যই নিয়ম মেনে পোস্ট করতে হবে। আমি মনে করি প্রতিদিন ৪০টার বেশি পোস্ট করা উচিৎ নয়। কারন এতে ফরেক্সে অনেক সমস্যা হয়ে থাকে। প্রতিদিন নিয়ম মেনে ৪০টা পোস্ট করলে মাসে ভাল একটা টাকা পাওয়া যায়। আমি প্রতিদিন ৪০ টার বেশি পোস্ট করি না। আপনারা ও প্রতিদিন নিয়ম মেনে অল্প অল্প পোস্ট করুন।
-
হ্যা ফোরামে পোস্টিং করার একটি লিমমিটেশন আছে।আমি যতদূর জানি এখানে প্রতিদিন ৪০ টা পোস্ট করা যাবে।তবে আমি এত বেশি পোস্ট করতে পারি না।আমি প্রতিদিন মোটামুটি ২৫ থেকেে ৩০ টা পোস্ট করার চেষ্টা করি।
-
ফরেক্স বাংলা ফোরাম মন্তব্য পোস্টিং বা থ্রেড পোস্ট এর জন্য বোনাস দেয়। প্রতি পোস্ট এর 0.20$ বোনাস দিয়ে থাকে যা দিয়ে রিয়েল ট্রেড করা যায় এবং প্রফিট উত্তোলন করা যায় । এই ফোরামে পোস্ট এর কিছু লিমিটেশন অবশ্যই আছে । প্রতিটি পোস্ট কম পক্ষে দুই লাইন এর হতে হবে ।
-
ফরেক্স বাংলা ফোরাম এ আপনি প্রতিদিন পোস্ট করতে পারেন , তবে একই পোস্ট বারবার কপি পেস্ট করা যাবে না । আর প্রতিদিন সর্বোচ্চ 50 টি মন্তব্য পোস্ট করা যাবে । এর বেবেশি পোস্ট করলে আপনি বোনাস শিকারী হিসেবে চিহ্নিত হতে পারেন এবং আপনার একাউন্ট বাতিল হওয়ার রিস্ক থাকে।
-
আমি একজন ফরেক্স ট্রেডার। আমি দিন রাত ২৪ ঘন্টায় ৪০ টি পোস্টিং দিতে পারি। কিন্তু পোষ্টিং দিই খুব কম। অন্তত: ৩৬ টি পোষ্টিং দেওয়া উচিৎ। কিন্তু তাও দিই না। আসলে এখানে পুরাপুরি আত্ম নিয়োগ করা উচিৎ।