আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য একের অধিক এ্যাকাউন্ট একটা কম্পিউটারে রাখব না । আমার মতে এটা না করাই উত্তম। কেননা আইপি ম্যাচ হয়ে গেলে আপনার দুটো বা যতগুলো একাউন্ট আছে সব বাতিল হয়ে যাবে।
Printable View
আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য একের অধিক এ্যাকাউন্ট একটা কম্পিউটারে রাখব না । আমার মতে এটা না করাই উত্তম। কেননা আইপি ম্যাচ হয়ে গেলে আপনার দুটো বা যতগুলো একাউন্ট আছে সব বাতিল হয়ে যাবে।
কিছু বদমায়েশ লোভী আমাদের চারপাশে বসবাস করে৷এরা সর্বক্ষেত্রেই এধরনের বাটপারী করে,সুস্হ-সুন্দর পরিবেশকে নষ্ট করে,বিশৃঙখলা সৃষ্টি করে,ভালো ট্রেডারদের বিরক্ত করে,অন্যদের কাজে ফেৎনা সৃষ্টি করে৷এদের সনাক্ত করে কঠোর ব্যাবস্হা নেওয়া শ্রদ্ধ্যেয় মডারেটরদের দায়িত্য-কর্তব্য৷নতুন সদস্যদের উদ্দেশ্যে বলি-বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷
ফোরামে একটা কম্পিউটা্র ব্যবহার করে একটা মাত্র একাউন্ট খোলা যাবে আমার জানা মতে । আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে আমাদেরকে ফোরাম এর সাথেই থাকতে হবে । যে যত বেশি ফোরাম এর সাথে থাকবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে ভালো করতে পারবে বলে আমি মনে করি । তাই ফোরামে যতটা সম্ভব কাজ করে যেতে হবে । না হলে ভালো ফল আসবে না ।
একটি ফোরাম এর জন্য একটি কম্পিউটার ব্যবহার করা ভাল বেশি ফোরাম একাউন্ট থেকে আপনি একটা ফোরাম এ পোষ্ট করলে আপনি অনেক ডলার পাবেন তাহলে অনেক ফোরাম এর তো কন দরকার হয় না। একটা একাউন্ট এ ভাল করে কাজ করে গেলে সফল হওয়া সম্ভব।
আপনি অনেক ভাল কথাই বলেছেন ভাই। কেননা একজনে যদি একাধিক ফোরাম একাউন্ট নিয়ে কাজ করে তাহলে ফোরামে পোস্টের কোয়ালীটি পরবর্তিতে খারাব হওয়ার আশঙ্কা রয়েছে যেটা কিনা ফোরামের নতুন সদস্যদের উপর অস্পট প্রভাব ফেলে থাকে। কারন তারাতো যদি না বুঝে ভুল ডিরেকশনে আগায় তাহলে সেটা আমাদেরই ব্যর্থতা। সুতরাং একটি কম্পিউটার ব্যবহার করে একাধিক ফোরাম একাউন্ট চালানোর আগে আমাদের অবশ্যই এখানে সবার কথা বিবেচনা করা উচিত।
হ্যা ভাই আপনি ফরেক্স ফোরামে কাজ করতে পারবেন একটি মাত্র কম্পিউটার দিয়ে একটি এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। যদি আপনি একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার এ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও আপনি যদি একাধিক এ্যাকাউন্ট খোলে ফোরামে কাজ করতে জান তাহলে আপনার ফোরাম পোষ্টিং কখনও মান সম্মত হবে না বরং ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। তাই একাধিক এ্যাকাউন্টের চিন্তা না করে একটি এ্যাকাউন্ট খোলে একটি ফোরামে পোষ্ট করুন এবং মান সম্মত পোষ্ট করার চেষ্টা করুন।
একাধিক ফোরাম একাউন্ট খুলে লাভ কি? বোকা নাকি আপনি বেশী একাউন্ট না খুলে একটি একাউন্ট খুলেন এবং বেশী বেশী মান সম্মত পোষ্ট করেন তাতেই তো আপনি অনেক বোনাস পাবেন মাসে অন্তত ২৫০ ডলার এটা কি কম নাকি। আর আপনি যদি ২৫০ ডলার মাসে একাউন্টে নিয়ে ট্রেড করতে পারেন তাহলে এই ২৫০ থেকে লাভ করতে পারবেন না হলেও ৫০ ডলার তাহলে এত সব ঝামেলা করে লাভ কি? আর আপনি যদি ট্রেড না করতে পারেন লাভ করার যোগ্যতা না থাকে তাহলে আপনি মাসে ১০০০ ডলার বোনাস পেলেও লাভের লাভ কিছুই হলো না। সুতরাং এত বেশী লোভ না করে একটি একাউন্ট রাখুন সেটাকেই ভাল ভাবে মেনেজ করুন দেখবেন ভাল কিছু করতে পারবেন।
ভাই আপনি একটি কম্পিউটার দিয়ে একটি মাত্র এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে একাধিক এ্যাকাউন্ট খোলতে পারবেন এতে তেমন কোন সমস্যা না হলেও একাধিক এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না ঐ কম্পিউটারে। কারণ আপনি ব্রোকারের একটি এ্যাকাউন্ট নম্বর attach করতে পারবেন। যদি আপনি ঐ কম্পিউটারের অন্য এ্যাকাউন্ট নম্বর attach করেন তাহলে আপনার ঐ কম্পিউটারের ব্যবহৃত যতগুলো এ্যাকাউন্ট থাকবে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। এজন্য ভাই আমি মনে করি একাধিক এ্যাকাউন্ট ব্যবহার না করে একটি এ্যাকাউন্ট ব্যবহার করুন এবং আপনার পোষ্টের মান উন্নত করার চেষ্টা করুন তাহলেই হবে।
আমি নতুন ট্রেডার হিসেবে যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি এক আইপি অ্যাড্রেস দিয়ে একটি একাউন্ট খোলা যায় একাধিক অ্যাকাউন্ট খুললে সবকয়টি ব্যান্ড হয়ে যেতে পারে যেমন একটি কম্পিউটার দিয়ে একটি একাউন্ট খোলা বা একটি মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা উচিত যদি এর বেশি একাউন্ট খোলা হয় তবে সব কয়টি একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি বাস্তব প্রমাণ হিসেবে কয়েকজনকে বন্ধ হয়ে যেতে দেখেছ
একটি ফোরাম অ্যাকাউন্ট চালানো উচিত কারন তাতে করে যেমন অনেক ভাল ভাবে ভাল মানের পোস্ট করা সম্ভাব হয় পাশাপাশি অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ারর ও তেমন কোন ঝুকি থাকে না। আমার মতে এটা না করাই উত্তম। কেননা আইপি ম্যাচ হয়ে গেলে আপনার দুটো বা যতগুলো একাউন্ট আছে সব বাতিল হয়ে যাবে। তাই যাই করার একটা একাউন্টে করতে থাকেন।