-
ফরেক্স কোন শিক্ষার জায়গা না। এটা টাকা উপার্জনের জায়গা। আপনি যদি এই ব্যবসা হতে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে আগে শিখে আসতে হবে। আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই আগে ভালভাবে শিখুন আর এটাকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার না করাটাই ভাল। কারণ এটি একটি ব্যবসা শিক্ষার যায়গা না।
-
ফরেক্স কখনোই লোভ করার শিক্ষা দেয় না, কারন ফরেক্সে আপনি যদি লোভ করেন তাহলে আপনি অল্প কয়েকদিনের মধ্যেই ফরেক্স থেকে হারিয়ে যাবেন। বেশি দিন ফরেক্সে টিকে থাকতে হলে কখনোই লোভ করা যাবে না। বেশি লাভ করার আশায় বিভিন্ন ধরনের এনালাইসিস না করে ট্রেড করলে লসের পাশাপাশি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।
-
লোভ সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। ফরেক্স কখনো লোভ করার শিক্ষা দেয় না। বরং ধৈর্য্য ধরে ফরেক্সের কাজগুলি শিখে দক্ষতা অনায়ন করে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। কিভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয় এটা ফরেক্স আমাদের শিক্ষা দেয়। কিভাবে মানি ম্যানেজমেন্ট মেনে অল্প মূলধন নিয়ে লাভ করা যায় এটা ফরেক্স আমাদের শিক্ষা দেয়। কিভাবে ফরেক্সের মাধ্যমে ক্যারিয়ার গড়া যায় এই শিক্ষাগুলি ফরেক্স আমাদের দেয়। ফরেক্সের সকল নিয়ম গুলি মেনে যদি কেউ সামনে আগায় তাহলে সে ফরেক্স ট্রেডিং এ সফল হবে এবং এখান থেকে প্রচুর প্রফিট করতে পারবে।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লাটফ। যেখানে লাখ মানুষ ব্যবসা করে লাভবান হচ্ছে।ফরেক্স মার্কেটে যারা ব্যবসা করে তাদের সবাই উদ্দেশ্য ফরেক্স থেকে লাভ করা। ব্যবসায় লাভ লস আছেই এটাই ব্যবসার নীতি ৷ তবে আপনি যদি ফরেক্স মার্কেটে এসে লোভ করেন তাহলে আপনি লসে পরে যাবেন।
ফরেক্স মার্কেটে আপনাকে লাভ করতে হলে দক্ষতার সাথে অবিজ্ঞতা অর্জন করতে হবে। ফরেক্স আমাদের শিখা দেই কিভাবে ফরেক্স থেকে লাভ করতে হয় লোভ নয়।
-
খুব সুন্দর একটা প্রশ্ন ফরেক্স কি রকম শিক্ষা দেয় লোক না না আমি মনে করি দুই রকমের শিক্ষা দেয় এগুলো করতে এসে ফেঁসে অনেক টাকার লোভ থাকে শূন্য টাকা নিয়ে ঘরে ফিরে
-
ভাই সকল প্রকার ব্যবসাতে লাভ লস দুটোই আছে এবং এটা চিরন্তন সত্যি। তবে এখানে আপনি বলেছেন ফরেক্স আমাদের কি শিক্ষা দেয় এর প্রেক্ষিতে আমি বলবো ফরেক্স আমাদের একজন সফল ট্রেডার /মানুষ হওয়ার শিক্ষা দেয়। তবে ফরেক্স কখনোই লোভি হওয়ার শিক্ষা দেয় না। তবে আমরা এখানে লোভি হই এর কারন হলো বেশি লাভ করা। আর এই বেশি লাভ করতে গিয়েই বাধে বিপত্তি। তাই আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং এ সকল প্রকার লোভ সামলিয়ে ট্রেড করা তাহলে এখানে আমরা সকলেই সফল হতে পারবো বলে আমি মনে করি। কারন লোভের কারনেই সব শেষ হয়ে যায়। ধন্যবাদ
-
ফরেক্স হলো আন্তর্জাতিক একটা মুদ্রা ব্যাবসা। এটি একটি স্বাধীন ব্যবসা। ফরেক্স করে পৃথিবীতে অনেক মানুষ তাদের জিবিকা নির্বাহ করতেছে। ফরেক্স আমাদের দুই ধরনের ই শিক্ষা দেয় । লাভ বা লোভের শিক্ষা আসলে আমাদের নিজেদের নিয়ে নিতে হবে। ফরেক্সে লোভ মানে হলো নিজের বিপদ নিজে করে ফেলা। তাই আমাদের লোভ কে ভুলে লাগের দিকে নজর দেওয়া উচিৎ। লাভ টা হোক অল্প কিংবা বেশি কিন্তু লোভ যেনো না করি
-
ফরেক্স ট্রেডিং হলো একটা অনলাইন ব্যবসা।আপনার প্রশ্নের উওরে বলতে পারি ফরেক্স ব্যবসায় যে লোভ করবে তার অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা অনেক বেলি।তাই আমি মনে করি ফরেক্স ব্যবসায় অল্প লাভ করুন এবং নিজের জীবন গড়ুন।
-
ফরেক্স আমাদের কখনো লোড করার শিক্ষা দেয় না। কারণ কিলো কখনো কারোর ভালো করতে পারে না। লোভের কারণে বেশিরভাগ ট্রেডার্স রাই লোকসানের সম্মুখীন হয়। যদি কেউ লক করে ট্রেডিং করে তাহলে তার সেই ব্যবসায় লোকসান হবে।
-
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।