যারা মানে না তারাই লস বেশি করে ভাই কিন্তু যারা মেনে চলে তাদের লসের পরিমাণ কম হয় এবং লস হলেও তারা সেইটা কাটিয়ে উঠতে পারে তাই আমাদের সবার e উচিত যেনো আমরা রুল গুলা মেনে চলি 😄
Printable View
ফরেক্স ট্রেড যারা করেন । তারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে বুঝেেই ট্রেড করেন। প্রত্যেকেই যথাসম্ভব চেষ্টা করে প্রফিট করার জন্য। কিন্তু বেশীরভাগ ট্রেডাররাই প্রফিট তো দূরে থাক, বার বার নিজের ব্যালেন্স জিরো করার পরে বিদায় নেয় ফরেক্স থেকে । আমাদের সকলের লোভ পরিহার করে চলতে হবে । নিয়ম নীতি মেনে চলে মার্কেটে এ্যানালাইস করে ট্রেড করলে অবশ্যই সে ফল পাবে বলে অাশা করা সম্ভব । যে ট্রেডারগণ যত বেশী মানতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা লোভটাকে সামলে যদি ঠিক সময় ট্রেড করা যায় তাতেই সফল ।
আসলে ফরেক্স এ যে নিয়ম গুলো আছে তার মধ্যে ১০০% এর মধ্যে আমরা ১০% ও করি না বিধায় আমরা তেমন সাফলতা অর্জন করতে পারি না। আমরা যদি এই ১০০% মধ্যে যদি ৫০% থেকে ৬০% ও কাজে লাগাই তাহলে আমরা ফরেক্স থেকে প্রতিটি ট্রেড এই ৯০% সাফলতা লাভ করতে পারতাম। আমরা আমাদের নিজেদের আগেব, অধৈর্য্য, অপরিশ্রম করার কারনে আমরা ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারি না। অভিজ্ঞ ট্রেডার গন প্রতিটি কাজ তারা ১০০% নিয়ম মেনে চলার চেষ্টা করে বলে তারা ফরেক্স থেকে সাফলতা অর্জন করে থাকে। তাই আমার মতে ফরেক্স এর সকল কাজ কর্ম সঠিক নিয়মে করার চেষ্টা চালিয়ে ফরেক্স করলে আমরা একদিন ফরেক্স থেকে সাফলতা অর্জন করব। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে আমরা যে নিয়মকানুন জানি তা মেনে চলি না তার পেছনে একটিই কারণ বলে আমি মনে করি । সেটি হচ্ছে লোভ । আমাদের সকলের লোভ পরিহার করে নিয়মনীতি মেনে চলে মার্কেটে এ্যানালাইস করে ট্রেড করলে আমি বিশ্বাস করি আমরা মার্কেটে লাভবান হতে পারব । নিয়ম নীতি মেনে চলে মার্কেটে এ্যানালাইস করে ট্রেড করলে অবশ্যই সে ফল পাবে বলে অাশা করা সম্ভব । যে ট্রেডারগণ যত বেশী মানতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা লোভটাকে সামলে যদি ঠিক সময় ট্রেড করা যায় তাতেই সফল ।
নিয়ম জানার পরেও সেটাকে যদি আমরা সঠিকভাবে না মেনে চলি এর চেয়ে অভাগা এই জগতে আর কেহই নেই । ফরেক্স মার্কেটের একটা বিশেষ গুরুত্বপূর্ণ রুলস হল এখানে আপনাকে ডিসিপ্লিন মেন্টেন করে চলা, নিয়ম মেনে চলতে হবে তানাহলে নিমিষেই সবকিছু হারিয়ে ফেলবেন, একেবারে হতাশ হয়ে পড়বেন । সুতরাং আমাদেরকে ফরেক্সের সব নিয়ম জানার পরে সেটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা অব্যহত রাখতে হবে ।
ফরেক্স মার্কেট এর নিয়ম মানাটাই আসল জানি আমরা সবাই কিন্ত কাজটা করে বসি উলটা । যে দিন নিয়ম মানতে পারার মত সহনশীলতা হবে সেদিনই সফলতা আর কিছু নয় ।
ফরেক্স ট্রেডিং পুরোটাই কাজ করে আপনার সেন্টিমেন্টাল এনালাইসিসের উপরে। অনেক সময় আমরা সিদ্ধান্ত হিনতা ভুগী। তাই এইটা থেকে সমাধান এর উপায় হচ্ছে মানিমেনেজম্যান্ট করে ট্রেড নেওয়া। আসলে আমাদের উচিত খুব কঠোর ভাবে হলেও ফরেক্স ট্রেডিং এর জন্য আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করা আর আমরা যদি এটা করতে পারি তাহলেই ফরেক্স ট্রেডিং করে আমরা সফলতার মুখ দেখতে পারবো।
ফরেক্স মার্কেটের সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে অতিরিক্ত লোভ কে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে একটা নির্দিষ্ট টার্গেট প্লান অনুযায়ী ট্রেডিং করতে হবে।কেননা ফরেক্সে নেয়া আপনার সামান্য ভুল সিদ্ধান্ত ও আপনার অ্যাকাউন্টের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ধৈর্য ধারণ করে সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। কেননা তা হলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং যথেষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারব।
আমি আপনার সাথে সম্পূর্ণ ভাবে সহমত পোষণ করছি কারণ আমরা সবাই ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম কানুন জানি কিন্তু কেউই সম্পূর্ণরূপে সেটাকে কাজে লাগাতে পারি না যার কারনেই আমাদের একাধিকবার লসের সম্মুখীন হতে হয়।আর এটার পিছনে আমি যেটাকে সবথেকে বেশি দায়ী করবো সেটা হলো আমাদের লোভ এবং ইমোশন অর্থাৎ আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন আমরা আমাদের লোভ এর দ্বারা প্রভাবিত হয়ে যাই এবং কোন প্রকার মানি ম্যানেজমেন্ট ছাড়াই অধিক লাভের আশায় অতিরিক্ত লেট করে ফেলি। শুধুমাত্র তাই নয় যখন দেখি আমাদের ওপেন করার ট্রেড টি আমাদের বিপরীত দিকে যাচ্ছে তখন আমরা মানসিকভাবে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই যার ফলে আমরা কোন প্রকার ধৈর্যধারণ না করেই হয়তো বিপরীত কোন ট্রেড ওপেন করে ফেলি অথবা কিছু পরিমাণ লস নিয়ে ট্রেডগুলো ক্লোজ করে দেই। আর ফলস্বরূপ আমাদের একাউন্টে প্রফিট যোগ হওয়ার পরিবর্তে অ্যাকাউন্ট থেকে ডিপোজিট বিয়োগ হয়ে যায়।তাই আমি মনে করি আমাদের এই ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত অর্থাৎ আমাদের শিক্ষাটাকে ফরেক্স ট্রেডিংয়ে সম্পূর্ণরূপে কাজে লাগানো উচিত অন্যথায় আমরা ফরেক্স মার্কেট থেকে লাভ তো কখনই করতে পারব না বরং আমাদের ডিপোজিট হারিয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে।
আসলে আমরা সকলেই এটা জানি কিন্ত ঠিকমত কাজটা করি না । সেটা হলো লোভ , লোভটাকে সামলে যদি ঠিক সময় ট্রেড করা যায় তাতেই সফল ।নিয়ম জানার পরেও সেটাকে যদি আমরা সঠিকভাবে না মেনে চলি এর চেয়ে অভাগা এই জগতে আর কেহই নেই । ফরেক্স মার্কেটের একটা বিশেষ গুরুত্বপূর্ণ রুলস হল এখানে আপনাকে ডিসিপ্লিন মেন্টেন করে চলা, নিয়ম মেনে চলতে হবে তানাহলে নিমিষেই সবকিছু হারিয়ে ফেলবেন, একেবারে হতাশ হয়ে পড়বেন