ফরেক্স মার্কেটের মুভমেন্টের উপরে ভিত্তি করে উপার্জন করতে হবে। মূলধনের পরিমাণ যেমনি হোক না কেন আপনি সঠিক ব্যবহার করতে পারলে লাভবান হবেন।আমি মনে করি ১০০ ডলার থেকে ২ডলার পাওয়া যথেষ্ট নয়।১০০ যে সর্বনিম্ন ৫ হলে ভালো হয়।
Printable View
ফরেক্স মার্কেটের মুভমেন্টের উপরে ভিত্তি করে উপার্জন করতে হবে। মূলধনের পরিমাণ যেমনি হোক না কেন আপনি সঠিক ব্যবহার করতে পারলে লাভবান হবেন।আমি মনে করি ১০০ ডলার থেকে ২ডলার পাওয়া যথেষ্ট নয়।১০০ যে সর্বনিম্ন ৫ হলে ভালো হয়।
হ্যা ১০০ ডলারে ২ ডলার যথেষ্ট প্রফিট নতুনদের ক্ষেত্রে এরকম ছোট টার্গেট নিয়েই ট্রেড করা উচিত। প্রথমদিকেই বেশি লাভের আশা করা ঠিক হবে না। তবে ধীরে ধীরে যখন অভিজ্ঞতা অর্জন হয়ে তখন স্বাভাবিকভাবেই আপনার প্রফিটের হারটাও বৃদ্ধি করতেই পারতেন তবে ফরেক্স ভালো করে না জেনে বেশি প্রফিটের আশা করা ঠিক হবে না।
আপনি যদি ফরেক্স মার্কেটে দীর্ঘদিনব্যাপী প্র্যাকটিস করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারেন তাহলে নিয়মিত প্রচুর প্রফিট করতে পারবেন ৷আর প্রফিট কখনোই নির্ধারিত করা যায় না ৷ কারণ আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজি অনুসারে ট্রেড করবেন ৷ আর আপনার সেই ট্রেডিং স্ট্রাটেজি-ই আপনাকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ প্রফিট দিতে বাধ্য হবে ৷ তাই এখানে নিশ্চিত করে বলা যায় না যে আপনি কত ডলার দিয়ে ট্রেড করে কত ডলার প্রফিট করবেন ৷
যে সকল ট্রেডারগণ ১০০ ডলার ইনভেষ্ট করে সে যেন চিন্তা করে দৈনিক ২ ডলার আয় করাই যথেষ্ট । কারণ বেশী লোভ বিপদের কারণ ডেকে আনে ।তবে আপনার ব্যালেন্স যদি পরবর্তিতে সামনে আরো বাড়াতে পারেন, তাহলেই তো আরও বেশি ইনকাম করতে পারবেন। আর এতে করে আপনার মানি ম্যানেজম্যান্টটা ঠিক থাকবে আর আপনি একেবারে রিস্ক ফ্রি ভাবে ট্রেড করতে পারবেন। সুতরাং আমরা লোভকে একেবারেই ছেড়ে দেব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
ফরেক্স এ আপনি যত কম লটে ট্রেড করবেন তত ই আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন। আমি যখন ফরেক্স এ ৫০ ডলার ইনভেস্ট করেছিলাম তখন আমি প্রতিদিন ২টি ট্রেড এ দৈনিক ১ ডলার এর মত আয় করতে পারতাম। কিন্তু যখন আমি বেশী লটে ট্রেড করা শুরু করলাম তখন আমার একাউন্ট ব্যালেন্স অনেকটা কমে গিয়েছিল। তাই আমি আবার আস্তে আস্তে কম লটে ট্রেড করা শুরু করি। এতে আমি অনেকটা সাফলতা অর্জন করি।
সত্য কথা বলতে ফরেক্সে লাভের পরিমাণ আপনার ক্যাপিটাল বা ডলারের উপর নির্ভর করে না। সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞান ,অভিজ্ঞতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের মানসিকতার উপর।কেননা ফরেক্স সম্পর্কে আপনি যত বেশি জ্ঞানী ও অভিজ্ঞ হবেন আপনার মানি ম্যানেজমেন্ট ক্ষমতা ততই বেশি থাকবে। এবং আপনি অধিক বিচক্ষণতার সাথে মার্কেট এনালাইসিস করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। যাতে করে আপনি আপনার টার্গেট অনুযায়ী প্রফিট বা লাভ করতে পারবেন।তাই ফরেক্সে লাভের পূর্বে অবশ্যই ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ হন ।তাহলে আপনি সঠিক মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে নিয়মিত ,আপনার টার্গেট অনুযায়ী ডলার লাভ করবেন।
ভাই ফরেক্স মার্কেটে সবার স্ট্রাটেজি সমান না । আপনি হয়তো বলতেছেন ১০০ ডলার দিয়ে ২ ডলার আরেক জন বলবে ২০ ডলার । আসলে এটা নির্ভর করে মার্কেটে যার যার স্ট্রাট্রেজির উপর । আমি মার্কেটে সবসময় যে জিনিসটার উপর বেশি গুরুত্ব দেই তা হল মার্কেটে অভিজ্ঞতা অর্জন করা । ধন্যবাদ।
আমি যা বুঝলাম অনেকে ডেমো ট্রেড করে করে ডিপ্রেসড হয়ে যায় আর পরে রিয়েল ট্রেড শুরু করে দিয়ে অনেক প্রফিট করতে চায়। কিন্তু এটা পুরাটাই একটা ভুল সিদ্ধান্ত। একবারে সব কিছু পাওয়া যায় না। মনে রাখবেন যা খুব জলদি আসে তা আবার খুব জলদি চলেও যায় । ১০০ ডলারে দিনে ২ ডলার খুব একটা খারাপ এমাউন্ট না কিন্তু আসলে লোভ আমাদের পিছ ছাড়ে না। মনে হবে যে আর একটু বড় লটে ট্রেড নিয়ে নেই অথবা আরো দুইটা ট্রেড নিয়ে নেই । কিন্তু এইটা করতে গিয়েই অনেক সময় আমরা লস করে ফেলি। ফলে আমাদের যা লাভ ছিলো সেটা তো চলে যায় ই সাথে আসল টাকা টাও চলে যায়।
ফরেক্স মার্কেটে একশত ডলারে দিনে দুই ডলার প্রকৃতি নিয়ে সন্তুষ্ট থাকা অনেকেই একমত হবে না। নতুন এবং পুরাতন এর ট্রেডারের মনোভাব ভিন্নতা রয়েছে। তুলনামূলক কম অভিজ্ঞ ট্রেডারদের ক্ষেত্রে একশত ডলারের দুই ডলার প্রফিট এটা অনেক কিছু, কারণ নতুন অবস্থায় একটি টিকাই অনেক কিছু। আর নতুনদের ক্ষেত্রে এই কৌশল একমত নাও হতে পারে।
আমরা এটা জানি আমরা যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চাই তাহলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় । তবে বিনিয়োগ করা অর্থের পরিমাণ বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনি আপনার ইচ্ছামত যে কোন পরিমাণ অর্থ বিনিয়োগ করে ট্রেডিং শুরু করতে পারেন । আপনি মনে করেন ১০০ ডলার যদি বিনিয়োগ করেন তাহলে আমার ধারণা মতে প্রতিমাসে অনায়াসে ২০ থেকে ২৫ ডলার খুব স্বল্প রিস্ক নিয়ে আপনি উপার্জন করতে পারবেন । আরো উপার্জন কখনো দিন হিসেবে ধরবেন না উপার্জন টা সেট করবেন মাস হিসেবে ।