আপাতত ১ ডলারও পুজিঁ লাগবেনা !! ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বা নিয়মিত পেশাদারী ব্যাবসা করতে হলে প্রথমে ট্রেডিং কৌশলগুলো শিখতে হবে৷আর পুজিঁ এই ফোরাম থেকেই পাবেন কিছু সহজ শর্তসাপেক্ষে৷তাই পুজিঁর জন্য কেউ চিন্তা না করে বরং শেখার জন্য ধৈর্য্য ও দীর্ঘ সময়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন৷অবশ্যই নেট কানেকশন সহ পিসি তো প্রয়োজন আছেই যা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ তা হলো ব্যাপক স্টাাডি করা৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে৷শেখার কোনো বিকল্প নাই৷১০ টা কম্পিউটার থাকলেও কিছুই পারবেন না যদি সঠিক কৌশলগুলো শিখতে না পারেন৷আর লাগবে একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত৷