-
আম্রা যারা ফরেক্স এ ট্রেড করি তারা বেশি ডিপজীট করতে না পারায় বড় ট্রেড করতেপারি না অভিজ্ঞতা থকা সত্ত্যেও,তাদের জন্য ফরেক্স ফোরাম পোস্টিং এর মাধ্যমে বোনাসের ব্যাবস্থা করে ভালো সুজোগ করে দিয়েছে।এবং আয়ের ব্যাবস্থা করার সাথে আরো বেশি জানার সুজোগ করে দিয়েছে।
-
এটা একটা ভাল সুবিধা যে সুধু ফোরাম এ লিখে ফরেক্স এর মত একটা জায়গা তে ট্রেড করা যায়। এর মাধ্যমে অনেকে ফরেক্স এ কাজ করার সাহস পাই। হয়তো ফরেক্স মার্কেটে অনেকে কাজ করতো না যদি না ফোরাম এ লিখে ডলার না ইনকাম করা না যেতো।
-
বাংলা ফোরাম সাইট বাংলাদেশের জন্য আশির্বাদ সরুপ।আপনি বিনা টাকাই রিয়েল ট্রেড ওপেন করতে পারেন।আপনি বাংলা ফোরামে প্রতিটা ফরেক্স সম্পর্কিত পোস্টের জন্য ২০ সেন্ত করে পাবেন এবং মোট যত গুলো পোস্ট করবেন তা আপনার রিয়েল একাউন্টে পাঠানো হবে।
-
ফোরামে লিখে ফরেক্স মার্কেটে থেকে আয় করা যায় না । বাংলাদেশ ফরেক্স ফোরাম বাংলাদেশের নতুন ফরেক্স ট্রেডার তৈরী করতে ও ট্রেডারদের উৎসাহ দিতে ফরেক্স ফোরামে কমেন্ট পোস্ট করার জন্য $.২০ বোনাস দিয়ে থাকে আর এই বোনাস আমরা ইন্সটা ফরেক্স এর মাধ্যমে ফরেক্সের মূল বাজারে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারি । এবং এই মুনাফা আমরা তুলে নিতে পারি । বাংলাদেশ ফরেক্স ফোরামের এই উৎসাহ বাংলাদেশে অনেক নতুন ফরেক্স ট্রেডার সৃষ্টি করছে ও আমাদের দেশে একটি নতুন আয়ের দ্বার খুলে দিচ্ছে ।
-
ইন্সটা ফরেক্স নতুনদের জন্য বিরাট সুযোগ করে দিয়েছে। কারণ পকেটের টাকা ইনভেস্ট করতে অনেকে ভয় করবে। ফোরামে পোস্টিং এর মাধ্যমে যা আয় হয় এটা দিয়ে ট্রেড করতে ভয় লাগবেনা। তাই নতুনদের এই সুযোগ কাজে লাগানো উচিত। প্রত্যেকদিন সামান্য পরিশ্রম করলে মাস শেষে ভাল একটা ফিগার দাঁড়াবে। এবং এটা দিয়ে ভাল আয় করা যাবে। সবাইকে ধন্যবাদ।
-
ইন্সটা ফরেক্সে-এর ফোরাম এ আপনে ৩০ দিন এই ফোরাম পোস্টিং করতে পারবেন । আপনি প্রতি পোষ্ট করলে পাবেন ২০ সেন্ট।তবে দিন ২০-২৫ পোস্ট করা ভালো।আর আমরা ফোরাম পোস্টিং করে ফিরেক্সে ইনভেস্ট করে ডলার ইনকাম করতে পারি ।
-
সত্যি বলতে আমরা অনেকেই আছি যে টাকার অভাবে ফরেক্স করতে পারি না। কিন্তু ইনস্টা ফরেক্স ফোরাম আমাদের অনেকটা সাহায্যে করেছে যে আমি কোন টাকা ঋন না করে টাইপ করে আমি কিছু ডলার দিয়ে ফরেক্স করতে পারব এবং আয় করতে পারব। তবে এই ফরেক্স ফোরাম থেকে টাকা উঠানো যাবে না। ফোরাম থেকে ফরেক্স এ সেন্ড করে ফরেক্স এ খেলে যে উপরি লাভ হয় তা উঠাতে পারব।
-
ব্রোকারদের মধ্যে আমার জানামতে ইন্সটা ফরেক্স এশিয়ার মধ্য সবচেয়ে জনপ্রিয় একটি ব্রোকার। আর ইন্সটা ফরেক্স ব্রোকার আপনাকে দিচ্ছে দারুন একটি সুযোগ। আমরা অনেকে আছি যারা ইচ্ছা থাকা সত্তেও ফরেক্স করতে পারি না টাকার কারনে। তাদের জন্য সু্যোগ রয়েছে ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং করে আমরা ইন্সটা ফরেক্স এ লাইভ ট্রেড করতে পারি।
-
ফোরামে লিখে ফরেক্স মার্কেট থেকে আয় করা খুব সহজ পদ্ধতি। নতুন ট্রেডারদের জন্য এ সুবিধা দিয়ে থাকে। যেন তারা প্রথম ইনভেষ্টমেন্টের টাকা জোগাড় করতে পারে। আমি forex-bangla.com ফোরামকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই ফোরামে লিখার মাধ্যমে ফরেক্স করার জন্য মূলধন সংগ্রহ করতে পারি। এতে করে আমাদের ফরেক্স ট্রেডিং শুরু করা সহজ হয়। ডেমো ট্রেড করার পর লাইভ ট্রেডিন-এর এক্সিপেরিয়েন্স পাওয়া সহ ফরেক্সের খুটিনাটি বিষয় জানতে পারি।
-
ফোরাম লিখে ফরেক্স মার্কেটে টাকা আয় করা সম্ভব, এবং আমি মনে করি ফোরাম লিখে ফরেক্স মার্কেটে অনেক সুবিধা লাভ করা যায় ফোরাম থেকে যাবে সেই টাকার অতিরিক্ত যা লাভ হবে তাই শুধু উত্তোলন করা যাবে ।