ফরেক্স এ লস কমানোর জন্য আমি মার্কেট থেকে অনেক সূরে থাকি। কারন আমি ট্রেড দেয়ার সাথে সাথে মার্কেট ক্লোজ করে কম্পিউটার অফ করে বের হয়ে পরু। নির্দিষ্ট সময় শেষে আমি ফরেক্স একাউন্ট চেক করি। আমার ট্রেড এর কি অবস্থা সেটা চেক করি।
Printable View
ফরেক্স এ লস কমানোর জন্য আমি মার্কেট থেকে অনেক সূরে থাকি। কারন আমি ট্রেড দেয়ার সাথে সাথে মার্কেট ক্লোজ করে কম্পিউটার অফ করে বের হয়ে পরু। নির্দিষ্ট সময় শেষে আমি ফরেক্স একাউন্ট চেক করি। আমার ট্রেড এর কি অবস্থা সেটা চেক করি।
ফরেক্স থেকে আপনি আপনার আগের লোকসান দূর করে পেলবেন , এই ছিন্তা টা মাথা থেকে পেলে দিন। আপনি যদি আপনার আগের লসের টেনশন করে ট্রেড করেন তাহলে আপনি এমসন কন্ট্রোল করতে পারবেন না। এতে আপনার ফান্ড আপনি হারিয়ে পেলবেন। ফাস্ট ইস ফাস্ট । সব ভুলে নতুন করে শুরু করুন। সফলতা ধরা দিবে। আগের লোকসানের কথা মাথায় রাখবেন না।
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের জন্য অত্যন্ত জরুরী হলো সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো করা৷সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো করার জন্য অবশ্যই রিস্ক ও রিওয়ার্ড রেশিও সঠিক ভাবে ফলো করতে হবে৷তাই স্টপলস ও টেকপ্রফিটও যথাযথ স্হানে প্রয়োগ করতে হবে৷মানি মেনেজমেন্ট ভূল করলে লস আসতে বাধ্য৷
আমার মনে হয় না এই ব্যবসা থেকে আপনি পুরোপুরি লোকসান দুর করতে পারবেন। তবে হ্যা আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার লোকসান কমাতে পারেন। আর এখানে লোকসান কমানো মানে মুনাফা বৃদ্ধি করা। আর আমাদের সকলের লক্ষ্য মুনাফা করার। আপনি যদি এটি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বিষয় নিয়ে অধ্যয়ন করতে হবে। কারণ এখানে জ্ঞান এর কোন বিকল্প নেই।
আমার মতে আপনি কখনও ফরেক্স থেকে লোকসান দূর করতে পারবেন কারণ ফরেক্সের সাথে লোকসান জড়িত আছে। তবে হ্যা আপনি যদি একটু গভীর ভাবে ফরেক্স সম্পর্কে শিকার চেষ্টা করেন তাহলে হয়তো কিছুটা লোকসান কমাতে পারবেন। আর এটা কমাতে পারলেই আপনি মুনাফা বৃদ্ধি করতে পারবেন। আর প্রতিটি ট্রেডারের লক্ষই থাকে ফরেক্স থেকে প্রফিট অর্জন করার। তাই এখানে প্রফিট করতে চাইলে আপনাকে অবশ্যই আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস কে কনট্রোল করার জন্য আপনাকে কিছু বিষয় এর প্রতি খেয়াল রাখতে হবে।যেমন- ট্রেড করার সময় ইমোশন কে কন্ট্রোল করতে হবে।লোভ কে কনট্রোল করতে হবে।এনলাইসিস ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করা জাবে না।ভলিউম কে কনট্রোল করে ট্রেড করতে হবে।তাহলেই আপনি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করে আয় করতে পারবেন এবং ট্রেড করে লস কে কনট্রোল করতে পারবেন।
এত এত জ্ঞান গর্ভ টপিক আসে কোথা থেকে আমার ভাবতে ইচ্ছা করে। যাই হোক আমি মনে করি আপনি যদি লোকসান নাই দিতে চান আপনার উচিত মার্কেট থেকে দূরে চলে যাওয়া। এই মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে লোকসান দিতেই হবে।
আমাদের যদি লোকসান হতে দুরে থাকতে হয় তাহলে মানিম্যানেজমেন্ট ভালভাবে বুঝতে হবে। যদি ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তাহলে লস নিয়ে চিন্তা করতে হবে না। আর একটি ব্যপার হলো টেকপ্রফিট এবং স্টপলস ব্যবহার করতে হবে। অনেকই আছেন যে, টিপি এবং এসএল ব্যবহার করতে চান না যা কিনা আরও বেশী বিপদ ডেকে আনে। আমরা যদি সঠিকভাবে মানিম্যানেজমেন্ট এবং এসএল এবং টিপি ব্যবহার করতে পারি তাহলে নিশ্চিত ভাবে আমাদের একাউন্ট থাকবে সুরক্ষিত।
যদি একটি ট্রেড ভুলক্রমে ওপেন হয়ে যায় তাহলে তাৎক্ষনিকভাবে সেটি ক্লোজ করে দিতে হবে। যাতে সেই ট্রেডটি বড় লসে পরিনত না হয়। আর বুঝে শুনে ট্রেড ওপেন করতে হবে। ট্রেড করলেই যে প্রফিট হবে এই চিন্তা করে একাধিক ট্রেড করা যাবে না।
লাভ লস নিয়েই ফরেক্স বিজিনেস,কনো ট্রেডার একতানা লাভ করতে পারেনা,লস হবেই,কিন্তু লস এর পরিমাণ কমম হওয়া উচিত,আমাদের ফরেক্স হতে লোকসান কমাতে হলে মানি-ম্যানেজমেন্ট সঠিক রেখে ট্রেড করতে হবে এবং মার্কেট এর সঠিক ট্রেন্ড নিণয় করে মার্কেট এ এন্ট্রি নিতে হবে তাহলেই আমরা লোকসাব হতে রেহাই পাবো।