ফরেক্স মার্কেটে অল্প কিছু লাভ হলেই আমি অনেক খুশি হই৷তখন অনেকটা চাপমুক্ত লাগে,মনে হয় বুকের উপর থেকে ভারী একটা পাথর সরানো হলো এইমাত্র৷আত্নবিশ্ াস অনেক বেড়ে যায়,কাজের প্রতি আগ্রহ-মনযোগ অনেক বাড়ে৷লাভ কম/বেশি যাই হোক কষ্টটা সার্থক হয়৷
Printable View
ফরেক্স মার্কেটে অল্প কিছু লাভ হলেই আমি অনেক খুশি হই৷তখন অনেকটা চাপমুক্ত লাগে,মনে হয় বুকের উপর থেকে ভারী একটা পাথর সরানো হলো এইমাত্র৷আত্নবিশ্ াস অনেক বেড়ে যায়,কাজের প্রতি আগ্রহ-মনযোগ অনেক বাড়ে৷লাভ কম/বেশি যাই হোক কষ্টটা সার্থক হয়৷
আমরা যখন একটা ট্রেডের জন্য প্রস্তুতি নেই তখন আমাদেরকে অনেক চিন্তা ভাবনা ও এনাল্যাইসিসের মধ্য দিয়ে, এমনকি সামনে পেছনে সবকিছু বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় । কিন্তু তারপরেও দেখা যায় যে বেশিরভাগ সময় লস খাচ্ছি, এমতাবস্থায় যদি কোন ট্রেডে লাভ হয় তখন আনন্দটাও স্বাভাবিকভাবে একটু বেশি হয় ।