ফরেক্স মার্কেট এ বাস্তব হিরো সেই যে দীর্ঘদিন ধরে ফরেক্স এ টিকে থাকেন। টিকে থাকাই বড় কথা। এখানে ফরেক্স ট্রেডাররা টিকেও থাকতে পারেন না। ফরেক্স এ সফল হতে হলে আপনাকে মার্কেট এ টিকে থাকতে হবে। টিকেই যদি না থাকি তাহলে ট্রেদ করবে কিভাবে।
Printable View
ফরেক্স মার্কেট এ বাস্তব হিরো সেই যে দীর্ঘদিন ধরে ফরেক্স এ টিকে থাকেন। টিকে থাকাই বড় কথা। এখানে ফরেক্স ট্রেডাররা টিকেও থাকতে পারেন না। ফরেক্স এ সফল হতে হলে আপনাকে মার্কেট এ টিকে থাকতে হবে। টিকেই যদি না থাকি তাহলে ট্রেদ করবে কিভাবে।
যে ফরেক্স ট্রেডার প্রফিত কম করেও মাসের পর মাস টিকে আছেন তিনি হচ্ছেন ফরেক্স হিরো। অনেক রাগব বোয়াল কিছু দিন যেতে না যেতে ফরেক্স মার্কেট থেকে হারিয়ে যায়। তিনি আশল হিরো নয়। যিনি লাভ কম করে হলেও টিকে আছেন তিনিএই ফরেক্স মার্কেটের আশল হিরো। কারন প্রফিত কম হতে হতে এক সময় টার বালেঞ্চ ঠিকেই বড় হয়ে যাবে।
ফরেক্স এ বাস্তব হিরো হতে হলে অবশ্যয় আপনাকে ফরেক্স এর সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং নিয়মিত প্রফিট ধরে রাখতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটের হিরো বলে আখ্যায়িত হবেন। এর জন্য দরকার কঠিন পরিশ্রম এবং ধৈর্য্য। তাছাড়া আপনি কোন মতে ফরেক্স এ লাভবান হতে পারবেন না। তাই সব গ্লানি মুছে ফেলে কঠিন পরিশ্রমের মনমানসিকতা নিয়ে ট্রেডিং শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আপনি একদিন না একদিন ফরেক্স এর হিরো হতে পারবেন।
যে ভালভাবে পরিশ্রম করতে পারে এবং যার ধৈর্য্য শক্তি বেশি আমার মনে হয় একমাত্র সেই এই বাজার থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারে আর আমার মতে সেই একমাত্র বাস্তব হিরো এই ব্যবসার জন্য। তাই আমি মনে করি আপনি যদি বাস্তব হিরো হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মার্কেটে অধিক পরিশ্রম করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে অনেক ধৈর্য্যের পরিক্ষা দিতে হবে। যদি আপনি সেটা সফলভাবে করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আগে আমাদের জানা উচিত মার্কেট কি ভাবে নিয়ন্ত্রিত হয়। আমরা অনেকেই আছি যে মার্কেট সম্পর্কে না জেনে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে চলে আসি। আর কয়দিন পর ইনভেস্ট হারিয়ে আবার ফরেক্স মার্কেট কে বিদায় জানাই।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে তারপর ট্রেড ওপেন করা উচিত।
মুদ্রা জুটি বুলিশ অবধি লেভেলগিপাসড রেটিং পর্যন্ত স্তরের উপরে চলে যায় তার মূল থ্রেড এবং অন্যান্য বুলিশ প্রবণতার মুদ্রা জোড়ার জন্য প্রধান স্তর এটি বা সংযত থাকে যাতে আপনি লক্ষ্য করে দেখবেন যে বাজার এখন ভাল কাজ করছে এবং যাচ্ছে আপনি যদি মুদ্রা জোড়ায় সুযোগ গ্রহণ করতে চান তবে স্তরটি বাজারের জন্য স্তরের উপরের দিকে যেতে পারে যদি আমি ব্যবসায়ীর পক্ষে কেনার সুযোগকে সবচেয়ে ভালভাবে প্রস্তাব দিই
আসলে ভাই ফরেক্স মার্কেটে হিরো আর জিরো বলে কিছু না । আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হন তাহলে অন্য ট্রেডারগণ আপনাকে হিরো ভাববে । কারণ এত জটিল একটা মার্কেট থেকে আপনি আপনার সফলতা অর্জন করতে পারছেন সেটাই অনেক বড় । তাই বলে লস করলে কাউকে জিরো ভাবার দরকার না , লস সবাই করে । আমাদের উচিত লস থেকে কিভাবে বের হওয়া যায় তার উপায় খুঁজে বের করা ।
আমার মতে বাস্তব হিরো হচ্ছে টাকে থাকার সেই ট্রেড্রার। জার ট্রেডিং হিস্ট্রি ৩-৫ বছরের পুরনো। কারন সে মানিমেনেজমান্ট জানে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করতে জানে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করে।
ফরেক্স মার্কেটে সেই ব্যক্তি হিরো,, যে ব্যক্তি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে,,, পরবর্তীতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করা যায় । আর যে ব্যক্তিবর্গ এই কাজগুলি সম্পূর্ণভাবে করতে পারবে তারাই হবে এই ফরেক্স মার্কেটের হিরো,,,, ধন্যবাদ ।
ফরেক্স মার্কেট একটা আর্থিক মার্কেট প্লেস । প্রতিনিয়ত এখানে সারা বিশ্বের প্রায় অসংখ্যা ট্রেডার যুদ্ধ করছে প্রচুর টাকা ইনকাম করার জন্য । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হওয়া যায় যদি ভাল মানের দক্ষতা অর্জন করা যায় । আর ফরেক্স মার্কেটে যার প্রচুর দক্ষতা ও অভিজ্ঞতা আছে সেই ট্রেডার হল প্রকৃত হিরো । তার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এখানে ।