সবাই ভাল প্রফিটের জন্য ট্রেড করে থাকে। কেউ লস করার জন্য ট্রেড করে না। তবে সব সময় লাভ হয় না। মাঝে মধ্যে লসও নিতে হয়। তাই আমি বলব যারা ট্রেড করেন তারা শুধু লাভের জন্য নয় ঠিকে থাকার জন্য ট্রেড করুন। আসলেই এর থেকে বড় জিনিস আর হয় না।
Printable View
সবাই ভাল প্রফিটের জন্য ট্রেড করে থাকে। কেউ লস করার জন্য ট্রেড করে না। তবে সব সময় লাভ হয় না। মাঝে মধ্যে লসও নিতে হয়। তাই আমি বলব যারা ট্রেড করেন তারা শুধু লাভের জন্য নয় ঠিকে থাকার জন্য ট্রেড করুন। আসলেই এর থেকে বড় জিনিস আর হয় না।
সবাই ভালো প্রফিট করতেই চায় । কেও নিজের টাকা লস করতে চায় না। ভালো প্রফিট করতে চাইলে আপনাকে সবার আগে ফরেক্স কে ভালো ভাবে শিখতে হবে। যদি ভালো ভাবে শিখতে না পারেন তবে ভালো প্রফিট ত দুরের কথা আপনি কোন প্রফিট ই করতে পারবেন না বরং আপনার লস হয়ে যাবে। ফরেক্স একটু ভালো ভাবে বুঝলে এখান থেকে মাসে মুটামুটি মানের একটা এমাউন্ট প্রফিট করা সম্ভব
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতেছি আমার নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে।আমি ফরেক্স ট্রেডিং মার্কেট নিয়ে এনালাইসিস করতেছি শুধুমাত্র আমার নিজের দক্ষতা অর্জন করতে।আমি আমার নিজের দক্ষতা অর্জন করে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে অনেক ভাল প্রফিট পেতে চায়।তার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি নিজের দক্ষতা বাড়ানোর জন্য।আমি টেকনিক্যাল এনালাইসিস টার উপর বেশি গুরুত্ব দিয়ে কাজ করতেছি।আসা করি আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো।
অবশ্যই , সবাই ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো প্রফিট করার জন্যই । বর্তমানে আমি ট্রেডিং এ খুব ভালো কোন ট্রেডিং কওশল রপ্ত করতে পারি না , তাই আমি এখনও চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমি নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলব । সেই জন্য এখন ট্রেডিং থেকে লাভ করার বিষয়টা মুখ্য নয় , বর্তমানে ট্রেডিং করার মুখ্য বিষয় হল আমার ট্রেডিং এর অভিজ্ঞতা বাড়ানো এবং নিজের জন্য খুব ভালো একটা ট্রেডিং কওশল বানানো ।
ফরেক্স অনলাইন কারেন্সি ট্রেডিং ব্যবসা। যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলার লেন্-দেন হয়ে থাকে। সবাই চাই এ ব্যবসা থেকে মাস সেষে যেন ভালো একটা প্রফিট থাকে। প্রতিটা ট্রেডার এর এই রকম লক্ষ্য থাকা উচিত। কারন ফরেক্স করে নিজের টাকা ব্রোকার কে দেয়ার কোন মানে হয় না। আমরা ইনভেস্ট করি টাকা আয়ের জন্য দেয়ার জন্য নয়।
আমি সবসময় চেষ্টা করি একটু ভালো ট্রেড নেওয়ার জন্য যার মাধ্যমে আমি একটু ভালোই রোজগার করতে পারি এবং একটু বড় ট্রেড নেওয়ার জন্য সবসময় বেশি চেষ্টা করে থাকি যাতে করে আমার একটু বেশি লাভ হয়ে থাকে এবং আমি ভালো রোজা করতে পারি আমি কখনোই সটেট করি না কারণ এতে আমার ভালো লাগেনা এবং খুব বেশি রোজগার হয় না এবং রোজগার হওয়া তো দুরের কথা উপরোক্ত ভাবে লস বেশি করতে হয়।
অবশ্যই আমি ভালো প্রফিটের জন্য ফরেক্স ট্রেডিং ব্যবসা করি।আপনিও ফরেক্স ট্রেডিং থেকে ভালো প্রফিট করতে পারবেন।ভালো প্রফিট করতে হলে আমাদেরকে অবশ্যই ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক ভালোভাবে শিখে তারপর ব্যবসা শুুরু করা উচিত।
আপনি ঠিকই বলেছেন যে ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সংঘটিত হয়ে থাকে।তাছাড়া এখানে যেমন যে কোন পেশার যেকোনো বয়সের মানুষ ব্যবসা করতে পারে তেমনি অল্প সময়ে প্রফিট করার মাধ্যমে খুব ভালো আয় করতে পারে।আরে জন্য অন্য সকল ট্রেডারদের মত আমিও চাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে খুব ভাল প্রফিট করতে।আর ভাল প্রফিট করার উদ্দেশ্যেই আমি ফরেক্স মার্কেটের ট্রেডিং করে থাকি।
ফরেক্স হলো আন্তর্জাতিক মুদ্রা বেচা কেনার ভার্চুয়াল একটা মার্কেট। এখান থেকে সবাই লাভের আশাই করে। কিন্তু আসলে আমরা ভুলে যাই লাভ করতে গিয়র যেনো লভে পড়ে না যাই। লাভ করা ভালো কিন্তু লোভ করা ভালো না। লোভ করতে গেলে কিন্তু লাভ হবে না বরং তারচেয়ে উল্টাটাই হবার সম্ভবনা থেকে যাবে । তাই আমাদের উচিৎ লাভের আশা করা কিন্তু লোভ না করা। অল্প কিছু লাভ হলেও যেনো আমরা খুশি হতে পারি কিন্তু লসে যেনো না থাকি
প্রফিটের সাথে সাথে এখানে অনেক লসও হতে পারে কিন্তু যদি ব্যবসা বুঝে করা যায় , তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক কম। এটা অত্যান্ত লাভ জনক একটি ব্যবসা এবং এই ব্যবসা বর্তমানে অনেকই করতে আগ্রহী হচ্ছে কেননা এটি এমন একটি ব্যবসা যেখানে বিনিয়োগ লাগে অত্যন্ত কম। এবং প্রফিট করা যায় অনেক বেশি।