ডেমো অ্যাকাউন্ট করতে গেলে ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই investment প্রয়োজন নেই,তাই বলে অবহেলায় ইনভেস্ট করে করতে যাওয়া ঠিক হবে না,
Printable View
ডেমো অ্যাকাউন্ট করতে গেলে ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই investment প্রয়োজন নেই,তাই বলে অবহেলায় ইনভেস্ট করে করতে যাওয়া ঠিক হবে না,
একজন নতুন ছেলেদের জন্য প্রথম অবস্থায় এক বছর minimum ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে,* কারেন্ট একাউন্টে যখন সে প্রফিট করতে পারবে এর ও তিন মাস পর* নিউজ গুলি দেখে fundamental এর উপর idea করে ট্রেড করতে যাওয়া উচিত
যে কোন সফটওয়্যার এমটি ফোর অথবা এমটি ফাইভ ডাউনলোর্ড করে নিয়ে সেখানকার টার্মিনাল এর মধ্যে আপনি ডেমো ট্রেড শুরু করতে পারবেন । রিয়েল একাউন্টে যেভাবে ট্রেড করতে হয় এর সবকিছু সম্পর্কে আপনি এখানে আগাম সবকিছুর ধারনা পেয়ে যাচ্ছেন, সুতরাং এই ডেমো একাউন্টের দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া আমাদের সকলের একটা বিশেষ দায়িত্ব, লাইভ একাউন্টে ট্রেড করার পূর্বে ।
ডেমো শুরু করার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। শুধুমাত্র ইন্সটাফরেক্স থেকে একটা ডেমো একাউন্ট খোলবেন তারপর আপনি ওই একাউন্ট এর কিছু তথ্য পাবেন এরপর অাপনি ইন্সটাফরেক্স থেকে টার্মিনাল ডাউনলোড করবেন তারপর আপনি আপনার একাউন্ট এর তথ্য দিয়ে সেখানে লগইন করবেন তারপর ট্রেড শুরু করবেন। আমার মনে হয় এটা তেমন একটা কঠিন বিষয় না।
আসলে এটা আমাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে ডেমো ট্রেড শুরু করব? অনেকেই হুতাশে ট্রেড করে থাকে। এর ফল ভাল না হবার সম্ভাবনা খুবই বেশি। আপনাকে ট্রেড করতে হবে জেনে শুনে। আপনাকে ট্রেড করতে হবে সিরিয়াসলি। কেননা এখানে লাভ লসের ব্যাপার জড়িত। আপনি যদি সিরিয়াসলি ট্রেড না করেন তবে আপনার লস হবার সম্ভাবনা আছেই। শিখার সময় যদি সঠিক ভাবে সঠিক টা না শিখেন তবে আখেরে লসের মুখ দেখতেই হবে।
আমার মতে ডেমো ট্রেড করতে চাও তাহলে তোমরা প্রথমে ইন্সতা ফরেক্স ওয়েব সাইট টা ওপেন করবা তারপর ফরম টা পুরুন করে একাউন্ট ওপেন করবা । তারপর ডেমো ট্রেড শুরু করবা । ইনিস্টা ফরেক্স থেকে মিনোবার ফাইল এ যান তারপর ওপেন এন একাউন্ট এ যান। সেখান থেকে ডেমো একাউন্টে ক্লিক করেন তারপর আপনি ইয়উসের নাম,পাস্ওয়ার্ড দিন এবং আপনে কত সেন্ট ও কত ডেমো ডলার *দিয়ে ফরেক্স করবেন তা সিলেক্ট করেন।
ডেমো ট্রেডিং করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি ডিভাইসের যেটাতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেটা হতে পারে স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপ ইত্যাদি। এর পরে আপনার দরকার হবে একটা সফটওয়্যার। আর সফটওয়্যার টা হলো মেটাট্রেডার4 বা ইনস্টাফরেক্স সফটওয়্যার। এবং এই সফটওয়্যার ডাউনলোড করে ডেমো একাউন্ট খুলতে হবে এর পরে ডেমো প্রাকটিস শুরু করতে হবে।
ডেমো ট্রেড করার জন্য সর্বপ্রথম প্রয়োজন ইন্টারনেট ব্যবহারের জন্য একটা ডিবাইস সেটা হতে পারে মোবাইল অথবা কম্পিউটার। এরপর মেটা ট্রেডার ৪ অথবা ৫ সফটওয়্যার ডাউনলোড করতে হবে । যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। ইন্সটাফরেক্স ট্রেডিং একাউন্ট ওপেন করে মেটাট্রেডারে একাউন্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড দিলে ডেমো একাউন্ট ওপেন হয়ে যাবে। এরপর ডেমো একাউন্টে রিয়েল একাউন্টের ন্যায় ট্রেড করতে পারবেন।
ট্রেড করার জন্য ডেমো অ্যাকাউন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এ ছাড়াও আপনার সফলতার অনেকাংশেই নির্ভর করবে আপনার ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিসের উপর। মেটাট্রেডা 4 অ্যাপসটি ইন্সটল করে তারপরে আপনি আপনার ডেমো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন সে ক্ষেত্রে যদি আপনি ভালো ফল আনতে পারেন তাহলে রিয়েল ট্রেড এর ক্ষেত্রে আপনার সফলতা আশা করা যায় অবশ্যই ভালো হবে।
ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং শুরু করা কঠিন কোন ব্যাপার না,আপনি চাইলে খুব সহজেই এটা শুরু করতে পারবেন।তার জন্য ইন্টারনেট সংযুক্ত একটি ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটার নিয়ে প্লে স্টোর থেকে ইন্সটাফরেক্স সফটওয়্যার বা metatrader4 অথবা metatrader5 ডাউনলোড করে নিতে পারেন। এবং সেটা ইন্সটল করে অ্যাকাউন্ট ওপেনিং এর মাধ্যমে ট্রেডিং শুরু করতে পারবেন।এবং এখানে ট্রেডিং করার জন্য আপনার নিজে থেকে কোন ডিপোজিট করার প্রয়োজন হবেনা ব্রোকার আপনাকে ভার্চুয়াল ডলার প্রদান করে থাকবে। তাই বলে ডেমো ট্রেডিং কে হেয়ালি হিসেবে না নিয়ে খুব গুরুত্ব দিয়েই ট্রেডিং করা উচিত,কেননা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং এবং লাইভ ট্রেডিং এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই,এবং ডেমোতে ট্রেডিং প্র্যাকটিস করে নিজেকে দক্ষ করে তুলতে পারলে লাইভ ট্রেডিং থেকে খুব ভাল আয় করা সম্ভব।