-
এককথায় ফরেক্সে মূদ্রা বা কারেন্সির এডিট করা হয়। মুদ্রা ক্রয় এবং অবাধে বিক্রয়ের মার্কেট করে এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা কোথায় করছেন এবং যে পরিমাণ ক্রয় করছেন মূলত সেই দেশের অর্থনীতিরকিছু শেয়ার কিনছেন ধরুন কোন দেশের অর্থনৈতিক উন্নতি হলে বলে আপনি তাদের কিছু শেয়ার ক্রয় করলেন এবং আপনি তা বিক্রয় করে দিবেন শেয়ার গুলোর দাম বৃদ্ধি পাবেএক কথায় আপনার কাজ হল প্রত্যেক দেশের অর্থনৈতিক অবকাঠামো উপর ভিত্তি করে ওই দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় কখনো ইউরও ইউএসডি বিপরীতে অথবা কখনই ইউএসডি বিপরীতে শক্তিশালী হয় এইরকম সব দেশের মুদ্রা একটি আরেকটির বিপরীতে শক্তিশালী এবং দুর্বল হয় একটি প্যান্টের দাম কমে তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে দেশের উপটেট করতে চান তার সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা রাখা এবং উক্ত দেশের শেয়ার ক্রয় করা।
-
ফরেক্স মার্কেটের রহস্য বুঝতে হলে অবশ্যই আমাদের মার্কেট সর্ম্পকে দক্ষতাবান হতে হবে । যার যত বেশী দক্ষতা সে তত বেশী সফলকাম হতে পারবে । একটা কারেন্সির বতমান যে মানটা তা প্রতিনিয়ত পরিবতন হচ্ছে। কিন্তু এই পরিবতনের যে কাজটা এটা যে দেশের কারেন্সি সে দেশের সরকার কতৃক হয়ে থাকে। এই হিসেবে প্রতিটি দেশেই এই রকম কোন না কোন অফিস আছে যেখানে সেই দেশের মুদ্রার দাম বাড়ানো কমানো হয়ে থাকে। মুদ্রার দাম বাড়ানো কমোনো টা নিভর করে সেই দেশের অর্থনৈতির উপর। অর্থনৈতিক অবস্থা ভাল হলে মুদ্রার দাম বাড়ানো হয়। আর অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মুদ্রার দাম কমানো হয়।
-
সারাদেশের অর্থনৈতির অবস্থা বিশ্লেষন করে প্রতিনিয়ত সেই দেশের মুদ্রার দাম বাড়ানো কমানো হয়ে থাকে । যার যত বেশী ট্রেড সর্ম্পকে জানা থাকবে সে বেশী সাফল্য বয়ে আনতে পারবে । আমরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব । আমরা এ্যানালাইসিস বেশী করে করব তাহলেই লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেটের রহস্য বুঝতে হলে অবশ্যই আমাদের মার্কেট সর্ম্পকে দক্ষতাবান হতে হবে । যার যত বেশী দক্ষতা সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই মার্কেট থেকে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব
-
হ্যালো বন্ধু আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি অবশ্যই এতে সফল হবেন anyone যে কেউ সফল নেতা হতে চান এবং সফল হতে কঠোর পরিশ্রম করেন তাকে অবশ্যই আপনার কঠোর পরিশ্রম করতে হবে। এবং যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ব্যথার কারণে আপনি একজন সফল নেতা হয়ে উঠতে পারেন এবং এতে ভোট পেতে পারেন তবে এটি অবশ্যই সফলতা নয়। আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার নেতা হওয়ার প্রতি বিশ্বাস রাখতে হবে। ইচ্ছা
-
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন আমার কাছে এখনও ফরেক্স শোকেসে কয়েকটি রহস্য আবিষ্কার করার বিকল্প নেই। আরও কি, আমি কোনওভাবেই আপনার পোস্টের পদার্থ সম্পর্কে পরিষ্কার নই। ফরেক্সে আপনার কার্যকর হওয়ার দরকার হলে সেই পরিস্থিতিতে অবশ্যই আপনার দক্ষতাগুলির মাধ্যমে এই বাজারটি বিনিময় করে আপনি ফলবান হবেন। প্রবণতা আপনার এক্সচেঞ্জিং ক্ষমতা, নিয়মানুবর্তিত দক্ষতা এবং ফরেক্সে সংবাদ অনুধাবনের ক্ষমতা অন্তর্ভুক্ত করে। আপনি এটি যথাযথভাবে ব্যবহার করার অফ অফ সুযোগেই সফল হতে পারেন।
-
আমার কাছে মনে হয় ট্রেডিং মার্কেট ওঠানামা করে সদস্যদের বাই এবং সেল দেওয়ার হার এর ওপর। অবসর সঠিক তথ্য আমি পুরোপুরি জানিনা। যদি কারো জানা থাকে শেয়ার করলে উপকৃত হব।
-
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে সে দেশের অর্থের মান। আর প্রতিটা দেশের অর্থের মান এর উপরে নির্ভর করে ফরেক্স মার্কেট কোন দিকে যাবে?
-
আমাদের ফরেক্স মার্কেটের রহস্য জানতে হলে অবশ্যই এর সম্পর্কে ভালো দক্ষ ও অভিজ্ঞ হতে হবে । কেননা ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ না হলে কখনোই এখানে টিকে থাকা সম্ভব না । আর রহস্য জানা তো দূরের কথা । এখানে যে যতো বেশি দক্ষ ও অভিজ্ঞ সেই ততই বেশি লাভ করতে পারেন । যেহেতু এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা তাই এখানে টিকে থাকতে হলে আমার মনে হয় আমাদের সবারই দক্ষ ও অভিজ্ঞ হওয়া জরুরী ।
-
ফরেক্স মার্কেটের রহস্য বুঝতে হলে অবশ্যই আমাদের মার্কেট সর্ম্পকে দক্ষতাবান হতে হবে । যার যত বেশী দক্ষতা সে তত বেশী সফলকাম হতে পারবে । ফরেক্স মার্কেটের রহস্য আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানতেও পারেনি আবার বুঝতেও পারেনি। আর এই রসহ্য ভেদ করার জন্য আপনি যত বেশি অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবেন তত বেশি ফরেক্স এর প্রতি আপনার চাহিদা বেড়েই চলবে। আমরা সব সময় এই মার্কেট থেকে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।