পরিকল্পনা ব্যতীত কোন কাজই সফল করা যায় না। একমাত্র সুষ্ঠ সঠিকভাবে পরিকল্পনাই ব্যবসায় উন্নতি ঘটাতে পারে। আমরা সব সময় মারকেট এ পরিকল্পনা নিয়ে ট্রেড করব। শুধু ট্রেড করে গেলেই হবে না। আমরা কতগুলি ট্রেড করলাম কতগুলো প্রফিট এবং লস হলো সেগুলো হিসাব রাখতে হবে।